ফাইনালে জিততে পারল না বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রানার্স কাপ হাতে বর্ধমান দল। —নিজস্ব চিত্র। |
সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে ফাইনালে মাদ্রাজের কাছে ১-৩ সেটে হেরে গেল বর্ধমান। ফলে আগের বারের মত এ বারেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হল বর্ধমানের মেয়েদের। গতবারেও ফাইনালে তারা মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের কাছে সেমিফাইনালে হেরে যায়। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন ছিল ফাইনাল। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হয়। ম্যাচের শুরুতেই হেরে যান বর্ধমানের ক্যাপ্টেন গার্গী নাগ। পরের ম্যাচে তুলিকা রায় সমতা ফেরালেও তারপরই হেরে যান বর্ধমানের মৈত্রী চট্টোপাধ্যায়। ফল দাঁড়ায় ১-২। শেষ ম্যাচে তুলিকা হারতেই বর্ধমানের সব আশা শেষ হয়ে যায়। তবে বর্ধমানের একটাই সান্ত্বনা, যথেষ্ট লড়ে হেরেছে তারা। কোয়ার্টার ফাইনালে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ৩-১ সেটে ও পরে সেমিফাইনালে ৩-২ সেটে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে বর্ধমান। কোচ অতনু বসু ও ম্যানেজার সোমনাথ চৌধুরী বলেন, “মাদ্রাজ দল হিসেবে অনেক যোগ্য। তবে আমরা লড়াই করেই হেরেছি। বেশিরভাগ সেটেই আমাদের মাত্র ৯-১১ পয়েন্টে হেরেছে।”
|
চ্যাম্পিয়ন যজ্ঞেশ্বর
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
হুসেন নগর ইয়ুথ ক্রিকেট ক্লাব আয়োজিত মহম্মদ ইফতিকারউদ্দিন লিগ কাম নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পুরুষোত্তমপুর যজ্ঞেশ্বর ক্লাব। ধরমপুর সাইন স্টার মাঠে তারা ড্রিমওয়ে ক্লাবকে সুপার ওভারে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে ড্রিমওয়ে সব উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে ৯ উইকেটে যজ্ঞেশ্বর একই রান করে। এরপর সুপার ওভারে যজ্ঞেশ্বর ড্রিমওয়েকে হারিয়ে দেয়। ফাইনালের সেরা বিজিত দলের সৈয়দ রাজু। প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের জয় কুমার। পুরস্কার বিতরণ করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক সোহরাব আলি এবং আসানসোল পুরসভার মেয়র পারিষদ লক্ষ্মণ ঠকুর। আয়োজক সংস্থার সম্পাদক মানোয়ার হোসেন জানান, প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।
|
দৌড় প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহীশিলা অগ্রদূত স্পোর্টিং ক্লাব ও আসানসোল পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে ছয় কিমি রাস্তা দৌড় প্রতিযোগিতা আয়োজিত হল রবিবার। আসানসোল পুরসভা ভবন থেকে মহীশিলা পর্যন্ত ওই দৌড়ে প্রথম হয়েছেন আকাশ মণ্ডল। এই রাস্তা অতিক্রম করতে তাঁর সময় লেগেছে ১৬ মিনিট ৭ সেকেন্ড। পুরস্কার বিতরণ করেন পুরসভার চেয়ারম্যান জীতেন্দ্র তিওয়ারি।
|
হারল ধান্ডাডিহি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ রনাই মাঠে রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটে রবিবারের খেলায় জিতল ব্লুমেক্স এগরা। তারা ধান্ডাডিহি রূপক সঙ্ঘকে ৮৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে ব্লুমেক্স ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। জবাবে রূপক সঙ্ঘ সব উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি তুলতে পারেনি। সর্বোচ্চ ৭৩ রান করেন বিজয়ী দলের প্রেম যাদব।
|
বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল ব্রেল অ্যাকাডেমি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হল রবিবার। কল্যাণপুরে ১৭টি বিষয়ে তিরিশ জন পড়ুয়া যোগ দেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়।
|
|
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা হল গোদায়। |
|