শ্রমিক সরবরাহের কর্তৃত্ব নিয়ে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের বিরোধে উত্তেজনা ছড়াল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কোচবিহারের সোনারিতে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। পুলিশ জানায়, সোনারিতে পানীয়ের বোতল তৈরির একটি কারখানা ভবনের কাজ চলছে। ওই কাজের জন্য কোন দলের শ্রমিকরা কাজ করবেন তা নিয়ে দুই পক্ষের বিরোধ ঘিরে কিছু দিন থেকে চাপানউতোর চলছিল। এদিন কংগ্রেস সমর্থকরা কাজের দাবিতে নির্মীয়মাণ কারখানা ভবনের কাছে জমায়েত করেন। পরে তৃণমূল সমর্থকরাও জমায়েত করায় উত্তেজনা তৈরি হয়। কোচবিহারের জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী বলেন, “ওই এলাকা কংগ্রেসের শক্ত ঘাঁটি। তার পরেও তৃণমূল নিজেদের লোকের বাইরে কাউকে কাজ করতে দিচ্ছে না। তার প্রতিবাদে আমাদের সমর্থকরা বিক্ষোভ দেখাতে যান। পুলিশ দাবি পূরণের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়ায় পরে সবাই চলে আসেন।” তৃণমূল কংগ্রেসের কোচবিহার-২ ব্লক সভাপতি পরিমল বর্মন বলেন, “কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ করে সিপিএমের মদতে গোলমাল করতে চাইছিল। পরিস্থিতি দেখে আমাদের লোকেরাও সেখানে যান। পুলিশ থাকায় গোলমাল হয়নি। তাছাড়া ওখানে যারা কাজ করছেন সকলেই গ্রামবাসী হিসাবে আছেন। কোন দলের ব্যাপারও নেই।”
|
রাজ্যের পরিষদীয় সচিব হলেন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র। শুক্রবার সকালে কলকাতা থেকে জেলায় ফিরতে তাঁকে ঘিরে দলের কর্মী সমর্থকদের উল্লাসে ফেটে পড়েন। হরিরামপুরে পৌঁচাতেই বিপ্লববাবুকে সংবর্ধনা দেওয়া ছাড়াও হাজার খানেক বাইক নিয়ে র্যালি বার করা হয়। হরিরামপুর, দৌলতপুর, বুনিয়াদপুর হয়ে র্যালি গঙ্গারামপুরে তাঁর বাড়িতে পৌঁছায়। বিপ্লববাবু বলেন, “দায়িত্ব বেড়ে গেল। জেলার সার্বিক উন্নয়নে জোর দিতে হবে।”
|
থানায় ঢুকে পুলিশ অফিসারকে মারধর করার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত বসুকে গ্রেফতার করা না হলে আন্দোলনের হুমকি দিল বামফ্রন্ট। শুক্রবার হলদিবাড়ির বামেদের এক প্রতিনিধি দল থানায় গিয়ে সুব্রত বসুকে গ্রেফতারের দাবি জানায়। পুলিশের দাবি, অভিযুক্তের খোঁজ চলছে। সম্প্রতি অভিযুক্ত নেতা এলাকার একটি গোলমালের খোঁজখবর নিতে গিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে থানার মারধর করেন বলে অভিযোগ।
|
দক্ষিণ দিনাজপুর জুড়ে শুক্রবার পালিত হল ভোটার দিবস। এ দিন বালুরঘাটে মূল অনুষ্ঠান হয় নদীপাড় হাইস্কুলে। সেখানে নতুন ভোটারদের লজেন্স বিলি করে তাঁদের হাতে এপিক-কার্ড তুলে দেন প্রশাসনের আধিকারিকেরা। অতিরিক্ত জেলাশাসক সজলকান্তি টিকাদার জানান, জেলায় ভোটার তালিকায় নাম তুলতে ৮০ হাজার মানুষ আবেদন করেছিলেন। এর মধ্যে ৬০ হাজার নতুন ভোটারের নাম তোলা হয়েছে।
|
কুয়োয় পড়ে মারা গেলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানার হলিদাডাঙা এলাকায় ঘঠনাটি ঘটেছে। মৃতের নাম অরুণ বর্মন (৪৫)। রাতে জল তুলতে গিয়ে তিনি কুয়োর মধ্যে পড়ে যান। |