রক্তদানে উৎসাহ মহকুমাশাসকের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মহকুমাশাসককে সার্টিফিকেট উপপুরপ্রধানের। —নিজস্ব চিত্র। |
উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়ে রক্তদান শিবিরে এসেছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত। শিবিরের উদ্বোধন করে রক্তদানও করলেন তিনি। শুক্রবার ছিল বিশ্ব নবি দিবস। এই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি হয়। নবি দিবস উপলক্ষেই এ দিন মেদিনীপুর টাউন মুসলিম কমিটি ও দুই ক্লাবের যৌথ উদ্যোগে শহরের সিপাইবাজারে রক্তদান শিবির হয়। সকালে একটি মোটর সাইকেল র্যালি বেরোয়। র্যালি শেষেই ছিল শিবিরের আয়োজন। শিবিরের উদ্বোধন করতে এসেছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক। তিনি নিজে রক্ত দেওয়ায় খুশি উদ্যোক্তারাও। অমিতাভবাবু বলেন, “নিজে রক্ত দিন। অন্যকেও রক্তদানে উৎসাহিত করুন। আপনার রক্ত এক রোগীর প্রাণ বাঁচাতে পারে। সমাজের প্রতি আমাদের সকলেরই একটা কর্তব্য রয়েছে। দায়বদ্ধতা রয়েছে। এটা ভুলে গেলে চলবে না।” |
স্বাস্থ্য পরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
২৩-২৬ জানুয়ারি সংস্থা প্রাঙ্গণে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করল মোহনপুর রেডসান ক্লাব। উদ্বোধন করেন মোহনপুরের বিডিও সুলোক প্রামাণিক। বিভিন্ন দিন আয়োজিত হল সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির। |