নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
হাসপাতাল চত্বর হয়ে উঠেছে ব্যক্তিগত গাড়ি রাখার ‘পার্কিং লট।’ যার জেরে অতিষ্ঠ রোগী ও তাঁদের পরিবারের লোকজন।
এই পরিস্থিতি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের। দূরদূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার রোগী আসেন এখানে। হাসপাতালে ঢোকার মুখেই গজিয়ে উঠেছে অজস্র দোকানপাট। তার উপরে গেটের সামনে থেকেই সার সার গাড়ি রাখা থাকে প্রতি দিন। এর ফলে মুমূর্ষু রোগীকে নিয়ে অ্যাম্বুল্যান্সও অসুবিধা করে ঢোকে-বেরোয় হাসপাতালে। হাসপাতাল চত্বর থেকেই চড়া ভাড়ায় গাড়ি ভাড়া পাওয়া বলে জানালেন রোগীর আত্মীয়েরা। |
ব্যক্তিগত ওই সব গাড়ি মালিকদের একাংশের বক্তব্য, হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকঠাক অ্যাম্বুল্যান্স পরিষেবা না রাখার ফলেই ব্যক্তিগত গাড়ি ভাড়া করতে হয় রোগীর বাড়ির লোকজনকে। তাঁদের সুবিধার কথা ভেবেই হাসপাতাল চত্বরে গাড়ি পার্কি করা হয়। এই গাড়ি মালিকদের দাবি, গরিব মানুষের কথা ভেবে কম ভাড়াতেই দেওয়া হয় গাড়ি। তাঁরা না থাকলে বহু মানুষকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে বলে দাবি করেন গাড়ি মালিকেরা।
যদিও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য প্রবীর রাম বলেন, “গাড়ি সরানোর জন্য প্রশাসনকে বহু বার বলা সত্ত্বেও পদক্ষেপ করা হয়নি।” সমিতির সভাপতি, উলুবেড়িয়ার মহকুমাশাসক সুজয় আচার্য বলেন, “আমরা এক বার পদক্ষেপ করেছিলাম। ফের গাড়িগুলি সরিয়ে দেওয়া হবে।” হাসপাতাল সুপার তপনকুমার পালুই বলেন, “খুব শীঘ্র প্রশাসনের সহযোগিতায় ব্যক্তিগত গাড়ি রাখা বন্ধ করা হবে।” |