টুকরো খবর |
পড়ুয়াদের সাহায্য
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
কারও উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা অর্থের অভাব। কেউ আবার স্কুলে ভর্তি হলেও পড়াশোনার জন্যে প্রয়োজনীয় বই-খাতা কিনতে পারছে না— এমনই সমস্ত ছেলেমেয়েদের পাশে দাঁড়াল বসিরহাটের পশ্চিম দন্ডিরহাট বিশ্বনবি উদ্যাপন কমিটি। গত ২২ জানুয়ারি, মঙ্গলবার থেকে পশ্চিম দন্ডিরহাট গ্রামে মসজিদ প্রাঙ্গণে শুরু হয় তিন দিন ব্যাপী অনুষ্ঠান। ছিল বিশিষ্টদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার কমিটির পক্ষ থেকে স্থানীয় ৫৮ জন ছাত্রছাত্রীকে মানপত্র, ফুল, বই এবং আর্থিক সাহায্য করা হয়। কমিটির সম্পাদক আশরফ আলি সর্দার। তিনি বলেন, “নবির আদর্শ ও ভাবধারা প্রচারের উদ্দেশ্যেই বিশ্বনবি দিবস পালন। অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা সব সময় প্রস্তুত।” অন্যদিকে, পানিগোবরা গ্রামেও বিশ্ব নবি দিবস উপলক্ষে শোভাযাত্রা করা হয়। হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়।
|
নেতাজি-জন্মোৎসব
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দেশ ও বিদেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফুল-মিষ্টি বিতরণ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলেন বসিরহাট কলেজের ছাত্রছাত্রীরা। ওই দিন সকালে বসিরহাট কলেজের ছাত্র সংসদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ঘোজাডাঙা সীমান্তে পৌঁছয়। সেখানে তাঁদের অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশের পুলিশ অফিসার নজরুল সিলাম। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় ফুল ও মিষ্টি। ফুল ও মিষ্টি তুলে দেওয়া হয় বিএসএফ জওয়ানদের হাতেও। ওই দিন সকালে বসিরহাট তথ্য দফতরের উদ্যোগে এক পদযাত্রায় অংশ নেয় সাঁইপালা স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা। পদযাত্রায় ছিলেন বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মহকুমা তথ্য আধিকারিক অনুপ গাইন, প্রধান শিক্ষক শেখর পালিত প্রমুখ।
|
শ্লীলতাহানির অভিযোগ, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মোবাইলে ছবি দেখানোর নাম করে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে বসিরহাট থানা এলাকায়। ধৃত যুবকের নাম তাপস মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকালে ছাত্রী বাড়ির সামনে খেলা করছিল। সেই সময় তাপস মোবাইলে ছবি দেখানোর নাম করে ওই বালিকাকে একটি ইটভাটার পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানির চেষ্ট করে বলে অভিযোগ। এরপর ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। যুবক অবশ্য তাঁকে ‘‘চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে’’ বলে দাবি করেন।
|
স্ত্রী খুনে ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মিনাখাঁর গাজিরাবাদ গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিলুফা বিবি(২৩)। ধৃতের নাম মসিবর মোল্লা। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে মসিবরের সঙ্গে নিলুফা বিবির বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর যৌতুক নিয়ে প্রায়ই অশান্তি হোত। বৃহস্পতিবার ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। তারপর নিলুফা বিবির বাবা মোসরফ মোল্লার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
|
‘ধর্ষণ’, ধৃত নাবালক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক নাবালককে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুরের চক এনায়েৎ নগরে নিজের বাড়ির সামনে খেলছিল আট বছরের ওই বালিকা। প্রতিবেশী ওই বালক তাঁকে পাশের একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতেই ওই বালিকার পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
|
লোকসংস্কৃতি উৎসব বাসন্তীতে
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
|
—নিজস্ব চিত্র। |
বাসন্তীর জয়গোপালপুরে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘সুন্দরবন গ্রামীণ কুটির শিল্প ও লোকসংস্কৃতি উৎসব’। মেলা চলবে আজ ২৬ জানুয়ারি পর্যন্ত। উদ্যোক্তাদের তরফে গরিবদের স্বাস্থ্যবিমার কার্ড প্রদান করা হয়। মেলায় আদিবাসী লোকনৃত্য, বাউল গান, নাটক-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
পার্কিং-এর মধ্যে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর মিলনপল্লি ট্রাক পার্কিংয়ে। পুলিশ জানায়, মৃতের নাম অবতার সিং (৪০)। বাড়ি পঞ্জাবে। পণ্য নিয়ে তিনি এসেছিলেন এখানে। একটি ট্রাক সরানোর সময়ে তিনি পিছনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময়েই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
|
পড়ুয়াদের সরঞ্জাম
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
‘অঙ্গন’ সংস্থার পক্ষ থেকে দুঃস্থ পড়ুয়াদের হাতে শিক্ষার সরঞ্জাম তুলে দেওয়া হল। অনুষ্ঠানটি হয় রবিবার বনগাঁর আমলাপাড়ায় সংস্থার কার্যালয়ে। সংস্থার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত পড়ুয়াদের জন্য বিনা বেতনে টিউশনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে।
|
জন্মজয়ন্তী পালন
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বৃহস্পতিবার বনগাঁর যোগেন্দ্রনাথ বিদ্যাপীঠ ময়দানে শুরু হয়েছে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৬৭তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে শুক্রবার এক পদযাত্রা বের হয়। ছিলেন মন্ত্রী উপেন বিশ্বাস, বিধায়ক বিশ্বজিৎ দাস, উৎসবের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক নীলরতন বিশ্বাস।
|
ধৃত যুবক |
টিটাগড়ে বালক খুনের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। নাম, শম্ভু দাস ওরফে চুহা। তাকে কাঁকিনাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ বলে, টিটাগড়ের এমকো জুটমিলের কুলি লাইনের বাসিন্দা রাহুল গিরিকে বুধবার গুলি করে খুন করা হয়। বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরেই এই খুন বলে অনুমান।
|
বৃদ্ধের মৃত্যু |
মৃত্যু হল ডাকাতির ঘটনায় জখম বৃদ্ধের। গত ১৮ জানুয়ারি গোপালনগরের ন’হাটা এলাকায় জুট কর্পোরেশন অফ ইণ্ডিয়ার অফিসে ডাকাতির সময়ে দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন অস্থায়ী কর্মী দোয়ারিকা সোয়াইন। তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোরে সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের শনাক্ত করা গিয়েছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। |
|