টুকরো খবর |
দুর্ঘটনায় যুবকের মৃত্যু, উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ট্রাক্টরের ধাক্কায় এক যুবকের মৃত্যুর পরেই উত্তাল হয়ে উঠল রঘুনাথগঞ্জ। শুক্রবার সকালে মাকেঞ্জি মোড়ে দুর্ঘটনায় মৃত ওই যুবক নবিউল শেখ (২৫)। উত্তেজিত জনতা পাথর বোঝাই ওই ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। অভিযোগ, কিছুদিন আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। সেই সময়ে পুলিশ আশ্বাস দিয়েছিল দিনের বেলায় শহরে ঢুকবে না লরি-ট্রাক্টর-লছিমনের মত যান। তারপর আবার ঢিলেঢালা অবস্থা। তাই এ দিন জনরোষ ব্যাপক আকার নেয়। ক্ষুব্ধ জনতা দফায় দফায় ট্রাক্টর ও লরি ভাঙচুর করে। জঙ্গিপুর পুরসভার উপ-পুরপ্রধান অশোক সাহা বলেন, “দিনের ব্যস্ত সময়ে যান নিয়ন্ত্রণের জন্য পুরসভার তরফ থেকে ২৭ জন কর্মীকে ট্রাফিক সামাল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ তাঁদের নিয়ে নৈশ অভিযান চালাচ্ছে। ফলে শহর শাসন করছে ভারী যানবাহন।” |
|
ট্রাক্টরে আগুন। —নিজস্ব চিত্র। |
জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীরও বলেন, “২৭ জন ট্রাফিক গার্ড থাকা সত্ত্বেও ব্যস্ত সময়ে শহরে কেন ভারী যান ঢুকছে তা দেখার দায়িত্ব রঘুনাথগঞ্জ থানার পুলিশের। তারা তা দেখছে না।” অন্য দিকে, কংগ্রেস কাউন্সিলর বিকাশ নন্দ বলেন, “শহরের ভারী যান ঢোকার অনুমতি দিয়ে স্থানীয় গুজিরপুর মোড় থেকে কর আদায় করছে পুরসভা। তাই এই ঘটনায় দায় এড়াতে পারে না পুরসভা।”
|
প্রার্থী বাছাইয়ে গুরুত্ব স্থানীয় মতামতকে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে এক দলীয় সাংগঠনিক সভায় যোগ দিতে শুক্রবার কৃষ্ণনগরে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তিনি সাফ জানান, তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের মতামতকে গুরুত্ব দিয়ে বাছতে হবে পঞ্চায়েত ভোটের প্রার্থী। মুকুলবাবু বলেন, “আগামি ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্লক ও পঞ্চায়েত স্তরে দলীয় সম্মেলন শেষ করতে হবে। ওই সম্মেলনগুলিতে সরকারের সাফল্যের কথা প্রচার করতে হবে।” সভাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রতিমন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা। পুণ্ডরীকাক্ষবাবুও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মুকুলবাবুর সুরেই বলেন, “স্থানীয় স্তরের কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। কর্তব্যপরায়ন, জনসংযোগে দক্ষরাই প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন।” গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে ব্লক স্তরে তৈরি কোর কমিটি প্রার্থী তালিকা চূড়ান্ত করবে।
|
ট্রেন লাইনচ্যুত গোঁসাইগ্রামে
নিজস্ব সংবাদদাতা • সাগরদিঘি |
|
লাইনে তোলার তোড়জোড়, সেই সঙ্গে বেলাইন দেখতে লাইনও
মুর্শিদাবাদের গোঁসাইগ্রাম স্টেশনের কাছে। ছবি: গৌতম প্রামাণিক। |
মুখোমুখি সংঘর্ষ এড়ানো গিয়েছিল। তবে পিছিয়ে আসতে গিয়ে ইঞ্জিন-সহ দুটি রেক নিয়ে বেলাইন হয়ে পড়ল আজিমগঞ্জ-রামপুরহাট আপ ডিএমইউ ট্রেনটি। দুর্ঘটনায় অবশ্য হতাহত হননি যাত্রীদের কেউই। শুক্রবার আজিমগঞ্জ থেকে বর্ধমানে যাওয়ার পথে মুর্শিদাবাদের গোঁসাইগ্রাম স্টেশনের কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, সিগন্যাল পেয়েই ওই প্যাসেঞ্জার ট্রেনের চালকের নজরে পড়ে প্রায় ২০০ মিটার দূরে একই লাইনে দাঁড়িয়ে রয়েছে আজিমগঞ্জগামী ১৩০২৭ ডাউন কবিগুরু এক্সপ্রেস। ডিএমইউ-র চালক নেপাল মণ্ডল বলেন, “গোঁসাইগ্রাম স্টেশন ছাড়তেই দেখি একই লাইনে সিগন্যালের জন্য দাঁড়িয়ে রয়েছে কবিগুরু এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে থামিয়ে দিই। খবর পাঠানো হয় স্টেশনে।” রেল কর্তারা ডিএমইউ ট্রেনটিকে গৌঁসাইগ্রাম স্টেশনে ফিরিয়ে আনেন। এরপর ওই ডিএমইউ ট্রেনটি পুনরায় স্টেশন ছাড়তেই ইঞ্জিন-সহ দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার কারণ সম্পর্কে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন রেলকর্তারা।
|
লালগোলা কলেজে জয়ী ছাত্র পরিষদ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
লালগোলা কলেজ ছাত্র সংসদ দখল করল ছাত্রপরিষদ। গত সাত বছর ধরে ওই কলেজ ছাত্র সংসদে ক্ষমতায় এসইফআই ছিল। বৃহস্পতিবার ছিল লালগোলা কলেজে নির্বাচন। ওই কলেজ নির্বাচনে বিনা প্ররোচনায় ছাত্রপরিষদের মিছিলের উপরে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। এমনকী কলেজ থেকে সামান্য দূরে এসএফআই-এর ক্যাম্প ভেঙে দেওয়া হয় বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশের লাঠি চালানোর ঘটনায় দু-জন ছাত্রছাত্রী জখম হয়ে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে লাঠি চালানোর ঘটনা পুলিশ অবশ্য অস্বীকার করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ, মুর্শিদাবাদ) মৃণাল মজুমদার বলেন, “লাঠি চালানোর কোনও অভিযোগ পাইনি। তবে কলেজ নির্বাচনকে কেন্দ্র করে এর আগে গণ্ডগোল হওয়ায় পুলিশ সক্রিয় ছিল।” এখনও মুর্শিদাবাদের ১৬টি কলেজের মধ্যে ৮টি কলেজে নির্বাচন হয়েছে। সবক’টিই গিয়েছে ছাত্র পরিষদের দখলে।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। নাম আশিস বিশ্বাস (৩৩)। বাড়ি বনগাঁয়। পুলিশ জানায়, মাসখানেক আগে তিনি স্ত্রী অঞ্জলি বিশ্বাসের সঙ্গে হাঁসখালির দুর্গাপুরে জ্যাঠশ্বশুরের বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুর সেখান থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন।
|
রানাঘাটে সৈফুদ্দিন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পিডিএসের চতুর্থ রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শুক্রবার দলের রাজ্য সভাপতি সইফুদ্দিন চৌধুরী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। কল্যাণীর এই সম্মেলনে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মারার কথা বলছেন। এটা গর্হিত অপরাধ। কেন্দ্র রাজ্যের অধিকার দিতে অস্বীকার করলে সুপ্রিম কোর্টে যেতে পারেন মুখ্যমন্ত্রী।” তিনি বলেন, “সরকারের অনড় জমিনীতির দরুন রাজ্যে শিল্পায়ন হচ্ছে না। জনগন সরকারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।”
|
|
পটচিত্রে প্রজাতন্ত্র। নদিয়া জেলা হস্তশিল্প মেলায় ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য। |
|
|