|
|
|
|
|
|
জীবন খুঁজে |
এক কাপ চায়ে... |
রোশনী মুখোপাধ্যায় |
এ বার নচিকেতাও!
না এসে আর উপায় কী? তাঁকে যে চায়ে চাইছেন মোহমুক্ত এক তরুণ। চাইছেন ডাইনে ও বাঁয়ে। চাইছেন সারা রাত জেগে আঁকা লড়াকু ছবিতে।
লড়াইটা মাদকাসক্তির সঙ্গে। লড়াইটা জিতে গিয়ে আজ মোহমুক্ত ওই তরুণ, গৌরব গুহ।
সুখের অসুখ মহামারী হয়েছিল বিজয়গড়ের বাসিন্দা গৌরব গুহর জীবনে। তিনি তখন একাদশ শ্রেণির পড়ুয়া। সুখটির নাম মাদক। সেই পাতাঝরা মরসুমে অসুখের দেওয়াল ভেদ করে বৈশাখী হাওয়ার মতো ঢুকে পড়েন নচিকেতা চক্রবর্তী। গায়ক, গীতিকার এবং সুরকার। নচিকেতার ‘লড়াকু’ গানই ওই তরুণকে জীবনের দিকে পাশ ফিরতে উৎসাহ দেয়। সেই সূত্রেই মাদকাসক্তি ছিঁড়ে জীবনে প্রত্যাবর্তন গৌরবের। যাদবপুর ৮বি-তে ভাড়াটে চায়ের দোকান শুরু। এক বছর পরে স্থানান্তরিত দোকানের উদ্বোধক সেই নচিকেতাই। |
|
ছবি: দেবাশিস রায় |
বালক বয়স থেকেই গৌরব নচিকেতার ভক্ত। রিহ্যাব-জীবনেও আঁকড়ে ধরেছিলেন তাঁকেই। ২০০৯-এ মাদকাসক্তি থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার পরে নচিকেতার সঙ্গে যোগাযোগ করেন। সদস্য হন তাঁর ফ্যান ক্লাব ‘আগুনপাখি’র। সেই সুবাদেই কলকাতায় তাঁর প্রায় সব অনুষ্ঠানে যেতে শুরু করেন। তখন গৌরবের শরীর এবং মনে অবসাদ। ১০ বছর মাদকাসক্ত থাকায় আত্মগ্লানি এবং সমাজের তেরছা দৃষ্টি তখন তাঁকে ঘিরে ধরেছে। সে সময় নচিকেতার গান মনের মধ্যে বুলিয়ে নিলেই স্বস্তি পেতেন গৌরব। পেতেন নতুন আত্মপরিচয় সন্ধানের সাহস। গৌরবের কথায়, “সে জন্যই গত বছর দোকান শুরুর সময় থেকেই দোকানের দেওয়ালে গুরুর ছবি টাঙিয়ে রাখতাম। গুরুর গানও বাজাতাম দোকানে। এখন নতুন দোকানেও ওই ছবি আর গান অটুট থাকবে।” এ বছর কলকাতা পুরসভা রাস্তা চওড়া করার জন্য পুরনো দোকানটি বন্ধের নির্দেশ দেয়। নচিকেতার উদ্যোগেই সামান্য দূরে পুনর্বাসন পান গৌরব। ১৮ জানুয়ারি সেই নতুন দোকানেরই উদ্বোধন করেছেন নচিকেতা। দোকানের নাম ‘জাস্ট ফর টুডে, চা ও নচিকেতা’। উদ্বোধনের গোটা দিনটা বিনা পয়সায় খদ্দেরদের চা খাইয়েছেন গৌরব। তার ভর্তুকি দিয়েছেন নচিকেতা। আর ঘণ্টাখানেক দোকানে বসে দেদার আড্ডা মেরেছেন। গুনগুন করে গান গেয়েছেন। অকাতরে সই বিলিয়েছেন সমবেত ভক্তকুলকে। নচিকেতার বক্তব্য, “ওর লড়াইয়ের পাশে থাকতে চাই বলেই এসেছি। বেচারা এখনও দোকানে বিদ্যুৎ সংযোগ পায়নি। ওটা একটু দেখতে হবে।”
চলতে থাকুক চা-চক্র। বাজতে থাকুক গান। জীবনে ফেরা গৌরবের আর্তি যেন বলছে, ও গানওলা, আর একটা গান গাও।
|
|
|
|
|
|