|
|
|
সাত দিন যেমন
অসীম দাস |
|
|
|
শনিবারের রাশি: মিথুন।
নক্ষত্র: পুনর্বসু।
শুভ রং: নীল, বেগুনি ও কালো। এড়িয়ে চলুন লাল, কমলা ও গেরুয়া।
এড়িয়ে চলুন: হলুদ ও বাদামি।
শুভ সংখ্যা: ১, ৪, ৬ ও ৮।
এড়িয়ে চলুন:৩। |
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং বৃহস্পতি রাশির দ্বাদশে অবস্থান করার জন্য চাকুরিজীবীদের কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের নতুন কোনও প্রজেক্টে লগ্নি না করাই ভাল। ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনা হতে পারে। মাকে কেন্দ্র করে গৃহে অশান্তির আশঙ্কা থাকবে। অসতর্ক কথাবার্তায় প্রেমে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়বে। দাম্পত্যে সন্তানের উচ্চশিক্ষার পরিকল্পনা সার্থক হতে পারে। ফ্যাটি লিভার ও হজমের সমস্যায় সাবধান থাকুন। |
|
|
|
রবিবারের রাশি: কর্কট।
নক্ষত্র: পুষ্যা।
শুভ রং: লাল, মেরুন ও গেরুয়া।
এড়িয়ে চলুন:এড়িয়ে চলুন ঘন নীল, বেগুনি ও বাদামি।
শুভ সংখ্যা:৩, ৬, ৭ ও ৯।
এড়িয়ে চলুন:১। |
এ দিন চন্দ্র শনির নক্ষত্রে থাকায় এবং রাশির চতুর্থে শনি ও রাহু একযোগে থাকায় কর্মক্ষেত্রে অকারণ সুনামহানির আশঙ্কা থাকবে। ব্যবসায়ীদের অনেক দিনের আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। বাবার শরীর নিয়ে সতর্ক থাকুন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভাই-বোনের জন্য কোনও সুখবর পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে অযথা উত্তেজনা এড়িয়ে চলুন। দাম্পত্যে ভাবাবেগ বাড়তে পারে। গলব্লাডার বা কিডনিতে স্টোন থেকে সতর্ক থাকুন। |
|
|
|
সোমবারের রাশি: কর্কট।
নক্ষত্র: অশ্লেষা।
শুভ রং: সাদা, লাল ও কালো।
এড়িয়ে চলুন:সবুজ ও ফিরোজা।
শুভ সংখ্যা:১, ৪, ও ৮।
এড়িয়ে চলুন:৫ ও ৬। |
এ দিন চন্দ্র বুধের নক্ষত্রে থাকায় এবং রাশির সপ্তমে বুধাদিত্য যোগ হওয়ার জন্য কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মীর রোষে বিপদে পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি নতুন কাজ এবং উপার্জনের ক্ষেত্রে বিশেষ ভাবে শুভ হতে পারে। শরিকি সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বাড়বে। ভাইয়ের মধ্যস্থতায় গৃহশান্তি বাড়ার সম্ভাবনা। অনেক দিনের পুরনো সম্পর্ক প্রেমের দিকে মোড় নিতে পারে। দাম্পত্যে কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা সার্থক হতে পারে। ঘাড়, টনসিল বা দাঁতের সমস্যা হলে সাবধান থাকুন। |
|
|
|
মঙ্গলবারের রাশি: সিংহ।
নক্ষত্র: মঘা।
শুভ রং: লাল, সাদা ও লেমন।
এড়িয়ে চলুন:নীল, স্টিল গ্রে ও বেগুনি।
শুভ সংখ্যা: ২, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৮। |
এ দিন চন্দ্র কেতুর নক্ষত্রে থাকায় এবং রাশির নবমে কেতুর অবস্থানের জন্য কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা থাকলেও মহিলা সহকর্মী থেকে সতর্ক থাকা উচিত। ব্যবসায়ীদের জন্য আয় বৃদ্ধির সম্ভাবনা এবং মেজাজ হারিয়ে বিপদের আশঙ্কা থাকবে। সন্তানের সাফল্যে আনন্দিত হতে পারেন। ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। বেশি রোম্যান্টিকতা প্রেমে নৈকট্য বাড়াবে। দাম্পত্য উত্তেজনা এড়িয়ে চলুন। মূত্রনালীর সমস্যা ও চিকিৎসাবিভ্রাট থেকে সতর্ক থাকুন। |
|
|
|
বুধবারের রাশি: সিংহ।
নক্ষত্র: পূর্বফাল্গুনী।
শুভ রং: সবুজ, হলুদ ও সোনালি।
এড়িয়ে চলুন:লাল, বাদামি ও কালো।
শুভ সংখ্যা: ১, ৩, ৬ ও ৯
এড়িয়ে চলুন:৪ ও ৮। |
এ দিন চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকায় এবং রাশির ষষ্ঠে শুক্রের, রবি ও বুধের সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য মানসিক ঘাত-প্রতিঘাতের মধ্যেও অভাবিত শুভ পরিবর্তন আসতে পারে। সন্তানের কৃতিত্বে বাড়িতে খুশির পরিবেশ বাড়বে। বড় ভাইয়ের জন্য মানসিক শোক পাওয়ার আশঙ্কা। চটুল কথাবার্তায় নতুন করে প্রেমে আকৃষ্ট হতে পারেন। দাম্পত্যে ক্ষোভ। ব্লাডসুগার, মাইগ্রেন ও ত্বকের সমস্যায় সতর্ক থাকুন। |
|
|
|
বৃহস্পতিবারের রাশি: কন্যা।
নক্ষত্র: উত্তরফাল্গুনী। শুভ রং: সাদা, হলুদ ও কালো।
এড়িয়ে চলুন: ধূসর ও সবুজ।
শুভ সংখ্যা:১, ২, ৪ ও ৮।
এড়িয়ে চলুন:৩ ও ৫।
|
এ দিন চন্দ্র রবির নক্ষত্রে থাকায় এবং রাশির পঞ্চমে রবির, বুধ ও শুক্রের সঙ্গে সহাবস্থান করার জন্য চাকুরিজীবীদের ঊর্ধ্বতন কর্মীর সুনজরে আসার সম্ভাবনা থাকবে। পরিকাঠামো নির্মাণকারী ব্যবসায়ীদের জন্য দিনটি উল্লেখযোগ্য হতে পারে। ভাই বা বোন বিরুদ্ধাচারণ করতে পারে। গৃহ সংস্কারের কথা ভাবতে পারেন। বুদ্ধিমত্তা ও বাক্চাতুর্যে প্রেমে প্রভাবিত করতে পারেন। দাম্পত্যে ভরসা বাড়বে। টনসিল, হজমের গন্ডগোল ও কোমর নিয়ে ভোগাবে। |
|
|
|
শুক্রবারের রাশি: কন্যা।
নক্ষত্র: হস্তা।
শুভ রং: কালো, সাদা, লাল ও আকাশি।
এড়িয়ে চলুন: হলুদ, কমলা ও গেরুয়া।
শুভ সংখ্যা: ১, ৪, ৮ ও ৯।
এড়িয়ে চলুন:৫ ও ৬। |
এ দিন নিজের নক্ষত্র বুধের ক্ষেত্রে অবস্থান করায় এবং রাশির পঞ্চমে বুধের, রবি ও শুক্রের সঙ্গে সহাবস্থান করার জন্য কর্মক্ষেত্রে উপার্জন বৃদ্ধির সম্ভবনা বাড়বে। রাজনীতিকদের জন্য দিনটি লক্ষণীয় হতে পারে। সন্তানের জন্য কোনও সুখবর পেতে পারেন। ভাইয়ের শরীর নিয়ে উদ্বেগ বাড়ার সম্ভাবনা। মায়ের পরামর্শে গৃহে শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হলেও দাম্পত্যে অস্থিরতা বাড়বে। ফুসফুসের সমস্যা ও ধুলো থেকে এলার্জি হলে সতর্ক থাকুন। |
|
|
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|
|