সরকারি খরচ কমাতে আরামবাগ মহকুমা প্রশাসন এ বার প্রজাতন্ত্র দিবসের স্থান বদল করল। পূর্ত দফতরের খরচে তৈরি মঞ্চে এ বার ‘নেতাজি স্মরণ’ এবং ‘ভোটার দিবস’ পালন করা হয়েছে জুবিলি পার্ক ময়দানে। আরামবাগ বয়েজ স্কুলের মাঠের বদলে আজ, শনিবার সেখানেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে মহকুমা প্রশাসন সুত্রে জানানো হয়েছে। মহকুমাশাসক অরিন্দম রায় বলেন, “সংবিধান মেনে যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করা হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতা এ বার বাদ দেওয়া হয়েছে। অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে শুধু তিনটি দলের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর ফলে অন্তত ৫০ হাজার টাকা সাশ্রয় হল।” আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা প্রশাসনের এই ভূমিকার প্রশংসা করে বলেন, “মাঠ পরিবর্তনের বিষয়টি প্রচারে এলে ভাল হত।”
|
প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। বাউড়িয়া স্টেশন থেকে ফোর্টগ্লস্টার পর্যন্ত প্রায় রাস্তায় পিচ উঠে হয়ে গেছে বড় বড় গর্ত। ঠিক এমনটাই অবস্থা উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের রাস্তাটির। বাউড়িয়া শিল্প মহল ও দক্ষিণ ২৪ পরগনার বজবজের সাথে নদীপথে যোগাযোগের ক্ষেত্রে ওই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে এই রাস্তা ধরে। কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য প্রায়ই ঘটে দুর্ঘটনা। স্থানীয় কাউন্সিলর তথা উলুবেড়িয়ার চেয়ারম্যানকে বহুবার বলা সত্ত্বেও কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। অন্য দিকে, অভিযোগ স্বীকার করে চেয়ারম্যান দেবদাস ঘোষ জানান, টাকার অভাবে কাজ শুরু করা যায়নি। শীঘ্রই কাজ শুরু হবে। টেন্ডার হয়ে গেছে। পুরসভার বিরোধী নেতা সাবিরউদ্দিন মোল্লা বলেন, “উন্নয়নের টাকা যথেষ্ট রয়েছে, খরচ করতে চাইছেন না চেয়ারম্যান।”
|
সময়মতো বিদ্যুতের বিল না মেটানোয় বেশ কিছু মিনি ডিপ টিউবওয়েলের সংযোগ কেটে দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হল হুগলির নসিবপুর সাব-স্টেশনে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রে খবর, সংযোগ কেটে দেওয়ায় ওই সব নলকূপের মালিকেরা বৃহস্পতিবার তাঁদের দফতর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও করে রাখেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। সোমবার ফের ঘেরাওয়ের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক কিশোরীর। পুলিশ জানায়, মৃতের নাম শিল্পা ঘোষ (১৬)। বাড়ি আরামবাগের পূর্বকৃষ্ণপুরে। পারিবারিক কলহের জেরেই বৃহস্পতিবার রাতে সে বিষপান করে বলে অনুমান।
|
শ্যালিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার হলেন জামাইবাবু। ঘটনাটি পুড়শুড়ার ব্লকপাড়ার। পুলিশ জানায়, বৈশাখী বাউড়ি (৩৫) নামে স্বামী বিচ্ছিন্না শ্যালিকার সঙ্গে থাকতেন রঞ্জিত বাউড়ি নামে তাঁর জামাইবাবু। মঙ্গলবার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বৈশাখী। তাঁর এক আত্মীয়ার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রঞ্জিতকে ধরে পুলিশ। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ছাড়াও তার শ্যালিকাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আছে। |