|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
প্রকৃতিতেই লুকিয়ে আছে আত্মকথা |
মৃণাল ঘোষ |
সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে ‘ইনট্রিনসিক লাইট’ শীর্ষক পঞ্চম একক প্রদর্শনী করলেন মধুমতী। প্রায় ৫০টি ছবি ছিল জলরং ও তেলরঙে আঁকা। প্রকৃতির ভিতরের নিভৃত আলোটিকে ছুঁতে চান। তাঁর নিসর্গ রচনায় একটি আত্মগত ভঙ্গি আছে, যার উত্তরাধিকার এসেছে অনেকটা ‘ইম্প্রেশনিজম’ থেকে। প্রশান্তির পাশাপাশি উত্তালতাও এসেছে কোথাও কোথাও। যেমন ‘টারবুলেন্স’ ছবিটিতে। |
|
|
প্রদর্শনী চলছে
অ্যাকাডেমি: ‘সেভেন পেন্টার্স’ ২৯ জানুয়ারি পর্যন্ত।
বিপ্লব, সুমন প্রমুখ ২৯ পর্যন্ত।
‘চারুচেতনা’র প্রদর্শনী ২৯ পর্যন্ত।
নন্দলাল বসু গ্যালারি:‘পাস্ট প্রেজেন্ট ফিউচার’ ৩০ পর্যন্ত।
গ্যালারি ৮৮: ‘উমা সিদ্ধান্ত’ ৩১ জানুয়ারি পর্যন্ত।
কে সি দাস: দেবশ্রী দত্ত মেহতা ৩১ জানুয়ারি পর্যন্ত।
ইমামি চিজেল: জাহাঙ্গির এবং যোগেন ৩১ পর্যন্ত। |
|