আজই শেষ আসানসোলের সুভাষ উৎসব |
ছেষট্টি বছরে পড়ল আসানসোল গ্রাম সুভাষ সমিতির বাৎসরিক উৎসব। ১৯৪৬ সাল থেকেই শুরু হয়েছিল এই মেলা। প্রতি বছর ২৩ জানুয়ারি শুরু হয়ে মেলা শেষ হয় ২৬ জানুয়ারি। এ বারের উৎসবে প্রথম দিন নেতাজি সম্পর্কে আলোচনা করেন গবেষক দামোদর মিশ্র। তারপর নাটক পরিবেশন করেন রানিগঞ্জের সিহারশোলের একটি নাট্য গোষ্ঠী। শিল্পী বঙ্কিম কর্মকার সঙ্গীত পরিবেশন করেন। ২৪ জানুয়ারি সন্ধ্যায় হরিখেলা নৃত্যনুষ্ঠানের পর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নৃত্যানুষ্ঠান হয়। ২৫ জনুয়ারি ছিল স্বরচিত কবিতা পাঠের আসর। সন্ধ্যায় সুভাষ যোগাসন কেন্দ্রের শিক্ষার্থীরা যোগাসন ও যোগ নৃত্য পরিবেশন করেন। এরপর কলকাতার ভবানীপুর নটনটী ‘জটিলা কুটিলার সংসার’ নাটক পরিবেশন করেন। আজ, ২৬ জানুয়ারি দুপুরে বিতর্ক প্রতিযোগিতার পর রয়েছে পুরস্কার বিতরণ উৎসব। শেষে রয়েছে একটি ব্যালে ট্রুপের নৃত্যানুষ্ঠান।
আসানসোল গ্রামের বাসিন্দা মানিকেশ্বর রায়, রুবী রায়, বাণী রায়দের কথায়, আসানসোল গ্রামের রামসায়ের ময়দানে হলেও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষ আসেন এই উৎসবে। সুভাষ সমিতির এক কর্মকর্তা সমর রায় জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই ১৯৪২ সালে নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী গ্রামের কিছু মানুষ সুভাষ সমিতি গঠন করেন। ১৯৪৬ সালে সরকারি অনুমোদন মিলতেই চার দিনের উৎসব শুরু হয়। এই সমিতি দাতব্য চিকিৎসা-সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে। নারী শিক্ষার জন্য নৈশ বিদ্যালয়ও চালু করেছিল এই সমিতি। তবে সাতের দশকের শুরুতেই মেয়েদের স্কুলটি বন্ধ হয়ে যায়। তবে উৎসব চলছে বিরতি ছাড়াই।
|
ভোটার দিবসে ক্রীড়া কালনায় |
সাড়ম্বরে ভোটার দিবস পালিত হল কালনা ১ ব্লকে বিডিও-র কার্যালয়ে। শুক্রবার এই উপলক্ষে একটি ক্রিকেট প্রতিযোগিতায় সভাপতি একাদশ মুখোমুখি হয় বিডিও একাদশের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সভাপতি একাদশ। ১২ ওভারে ৯ উইকেটে হারিয়ে সভাপতি একাদশ ৯২ রান করে। আক্রমণাত্মক ব্যাটিং করে বিডিও একাদশ মাত্র ৬.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। বিডিও একাদশের হয়ে ব্যাটিংয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন যুগ্ম উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য। খেলা শেষে দু’দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। বিডিও অলিভিয়া রায়ও যোগ দেন। কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল জানান, এ দিন সরকারি ভাবে ব্লক অফিস ছুটি থাকলেও ‘ভোটার দিবস’ উপলক্ষে বিডিও ও সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীরা হাজির ছিলেন।
|
ধসের জেরে ফের গর্ত বরাকরে |
আট দিনের মাথায় ফের বড় গর্ত তৈরি হল কুলটি থানার বরাকর স্টেশন রোডে। শুক্রবার রাত ৮টা নাগাদ হঠৎই রাস্তার মাঝখানে প্রায় ৩ ফুট গভীর গর্ত তৈরি হয়। এর জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। চার দিক ঘিরে রাখা হয়েছে। গত ১৮ জানুয়ারি ওই একই জায়গায় গর্ত তৈরি হয়েছিল। তখন বিসিসিএল ও কুলটি পুরসভার তরফে বালি দিয়ে গর্ত ভরাটও করে। ভোটার দিবস পালন। জাতীয় ভোটার দিবসে দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ে একটি অনুষ্ঠান হল শুক্রবার। মহকুমাশাসক আয়েষারানি এ জানান, এ দিন সেরা বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করা হয়েছে। নতুন ভোটারদের সচিত্র পরিচয় পত্র দেওয়া হয়।
|
স্থানীয়দের নিয়োগ, এলাকার উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে উৎপাদন বন্ধ রেখে তিন দিন ধরে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন রানিগঞ্জের কুনস্তরিয়া এরিয়ার নারায়ণকুড়ী বেসরকারি প্যাচের কর্মীরা। কর্মীদের আরও দাবি, কয়লা কাটার জন্য বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করে দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। খনি কর্তৃপক্ষ জানান, আলোচনা করে ব্যবস্থা করা হচ্ছে।
|
রেলের লোহা চুরির তদন্তে নেমে দুর্গাপুর থেকে একটি গাড়ি আটক করল রেলপুলিশ। ৯ নম্বর ওয়ার্ডের রহিমপথ থেকে গাড়িটি আটক করা হয়েছে। অন্ডালের রেলে লোহা চুরির ঘটনায় অমর সিংহ নামে একজন অভিযুক্ত ওই গাড়িটি ব্যবহার করত।
|
জামুড়িয়া কিশোর বাহিনী আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শ্রীপুর এরিয়া ময়দানে। ১০টি বিষয়ে ২০০ ছাত্রছাত্রী যোগ দেয়। |