দার্জিলিং পাহাড়ে ফের আলাদা রাজ্যের দাবিকে ঘিরে অশান্তির আশঙ্কা করে মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শুক্রবার মালদহে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার ৩৫ তম রাজ্য সন্মেলনে যোগ দিতে আসেন সূর্যবাবু। সেখানে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন, “পাহাড়ে গোলমাল তো মুখ্যমন্ত্রীই মমতা বন্দ্যোপাধ্যায়ই শুরু করেছেন। আমরা গোর্খাল্যান্ড চাই না। আমরা সরকারে থাকার সময় যখন বৈঠকে বসেছিলাম, তখন তিনটি শর্ত রাখি। বর্তমান সরকার জিটিএ চুক্তি করতে গিয়ে তিনটিই মানেনি।”
তিনি জানান, আমাদের কথা ছিল, গোর্খাল্যান্ডের কোনও আলোচনা হবে না। তরাই, ডুয়ার্স নয়, তিনটি মহকুমার মধ্যেই জিটিএর চুক্তিকে সীমাবদ্ধ রাখতে হবে। আর, জিটিএ-র সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আর জিটিএ তৈরি হলেও স্বায়ত্বশাসন হয়নি। তাই তো পাহাড়ে ফের নানা আন্দোলনের কথা শুরু হয়েছে। শুধু পাহাড়েই নয়, জঙ্গলে কিষেনজি, কোচবিহারে গ্রেটার কোচবিহার, কামতাপুরি-সহ তৃণমূল যেখানে যেখানে রামধনু জোট করেছিল, সেখানেই ফের গোলামাল শুরু হচ্ছে।
দিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, “আমরা বিগ্রেডে সমাবেশ করেছিলাম। আমাদের সমাবেশের পর মুখ্যমন্ত্রী বিগ্রেড সভা করার সাহস পাচ্ছেন না। রাজ্যের মানুষ বতর্মান সরকারে মুখ ও মুখোশ দুটি দেখে ফেলেছে। আগামীর বিধানসভার উপনিবার্চনে বাম প্রার্থীদের জেতার সম্ভাবনার বিষয়ে সূর্যবাবু বলেন, “আমি জ্যোতিষী নই। তবে জেতার জন্য আমরা লড়ব। প্রার্থী নিবার্চনে তরুণদের উপরই জোর দেওয়া হয়েছে।
আজ, শনিবার থেকে মালদহে শুরু হচ্ছে ৩৫তম পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভা। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। |