জলপাইগুড়ি শহরের পুরনো ও দুর্বল সেতুগুলি সংস্কার করতে বিভিন্ন ব্যবসায়ী সংস্থার সাহায্য চাওয়া যেতে পারে বলে জানালেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ তথা এসজেডি-এর চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। ওই বিষয়ে তিনি বিভিন্ন সংস্থার কাছে প্রস্তাব পাঠাতে জলপাইগুড়ি পুরভাকে পরামর্শ দেন। রুদ্রনাথবাবু বলেন, “বেসরকারি সংস্থাগুলি বিভিন্ন সামাজিক কাজ করে। তাই তাঁদের প্রস্তাব দেওয়া যেতেই পারে। পুরসভার পাশাপাশি প্রয়োজনে এসডেডিএ থেকেও প্রস্তাব পাঠানো যেতে পারে।” |
সেতু পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। ছবি: সন্দীপ পাল। |
জলপাইগুড়ি শহরের হাসপাতাল পাড়ার ভেঙে যাওয়া ধরলা সেতু সংস্কার করতে উদ্যোগী হবে এসজেডিএ। শুক্রবার সকালে এসজেডিএর চেয়ারম্যান রূদ্রনাথ ভট্টাচার্য জলপাইগুড়িতে এসে হাসপাতাল পাড়ার ভাঙা সেতুটি দেখেন। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু। ভাঙা সেতুর জায়গায় নতুন সেতু তৈরি করতে পুরসভার তরফে প্রায় ৮৬ লক্ষ টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে বলে জানিয়ে এসজেডিএর চেয়ারম্যান বলেন, “জলপাইগুড়ি পুরভার চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত ভাবে ওই বিষয়ে কথা হয়েছে।” গত ডিসেম্বর মাসে পণ্যবাহী ট্রাকের চাপে সেতুটি আড়াআড়ি ভাবে ভেঙে যায়। এরপর থেকে সেনপাড়া ও রায়কতপাড়ার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। পুরসভার চেয়ারম্যান বলেন, “সেতুটি ভাঙার পরে নতুন সেতু তৈরির জন্য একটি প্রকল্প এসজেডি-এর কাছে পাঠানো হয়। ওঁরা সিদ্ধান্ত নিতে দেরি করায় গত বৃহস্পতিবার চেয়ারম্যান রূদ্রনাথ বাবুকে টেলিফোনে অভিযোগ জানাই। এর পরে তিনি নিজে এসে সেতুটি দেখেন।”
|