|
|
|
|
সপ্তম দিনে তালা খুলল সেই স্কুলে
নিজস্ব সংবাদদাতা • এগরা |
অবশেষে তালা খোলা হল পটাশপুরের অমরপুর হীরালাল বিদ্যানিকেতনে। প্রশাসন জানিয়েছে, সোমবার থেকে স্কুলে পঠন-পাঠন শুরু হবে। স্কুল খোলা নিয়ে আশেপাশের গ্রামে মাইকে ঘোষণা করা হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমান পয়ড়্যা বলেন, “এতদিন স্কুল বন্ধ থাকার জন্য যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন শিক্ষকরা।”
পরিচালন সমিতির ক্ষমতা দখল নিয়ে গণ্ডগোল। তারই জেরে গত শনিবার অমরপুর হীরালাল বিদ্যানিকেতনে অনুগামীদের নিয়ে হামলা চালান স্থানীয় পঞ্চায়েত প্রধান রতিকান্ত বেরা। ছুটি ঘোষণা করে স্কুলে তালা ঝুলিয়ে দেন তিনি। পুলিশ-প্রশাসনের বিভিন্ন স্তরে শিক্ষকেরা বিষয়টি জানালেও তালা খুলতে উদ্যোগী হয়নি কেউ। চলছিল দায় ঠেলাঠেলির পালা। শুক্রবার সাত দিনের মাথায় তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মৃণালকান্তি দাস, পটাশপুর থানার ওসি সুধাংশু লায়েক, অভিযুক্ত প্রধান রতিকান্ত বেরা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমান পয়ড়্যা থানায় আলোচনায় বসেন। সেই বৈঠকে সহমতের ভিত্তিতে তালা খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়। স্কুলের সমস্যা সমাধানের লক্ষ্যে ২৫ জনের একটি কমিটি তৈরি হয় বৈঠকে। আগামী ২ ফেব্রুয়ারি পুলিশের উপস্থিতিতে ওই কমিটি আলোচনায় বসবে। কমিটির আহ্বায়ক হয়েছেন গোকুলপুর অঞ্চল কমিটির সভাপতি অমল মাইতি।
বৈঠকে এ-ও সিদ্ধান্ত হয়েছে, আজ, শনিবার দেশের ৬৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্কুলে যে অনুষ্ঠান হবে তাতে জাতীয় পতাকা উত্তোলন করবেন পঞ্চায়েত প্রধান রতিকান্ত বেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত দিন ধরে যাঁর নেতৃত্বে অন্যায় আন্দোলন চলল, তাঁকে দিয়ে পতাকা তোলার কথা বলে পরোক্ষে সমর্থন করল তৃণমূল। তৃণমূল নেতা মৃণালকান্তি দাস অবশ্য বলেন, “দল এই ধরনের কাজ সমর্থন করে না। ভবিষ্যতে এই ভাবে যাতে কোনও স্কুল বন্ধ না থাকে, সে দিকেও নজর রাখা হবে। পঞ্চায়েতের প্রধান বলেই ওঁকে দিয়ে পতাকা উত্তোলন করানো হবে।” |
|
|
|
|
|