পতাকা উত্তোলনে জয়রাম রমেশ
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পরে কেন্দ্রীয় সরকার ঝাড়খণ্ডের প্রশাসনিক কাজকর্মের তদারকি শুরু করল।
শুক্রবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আসেন। রাজ্যপাল সৈয়দ আহমেদ ও তাঁর দুই উপদেষ্টা মধুকর গুপ্ত ও কে বিজয়কুমারকে নিয়ে আজ রাজভবনে বৈঠক করেন রমেশ। পরে তিনি রাজ্যের সচিবালয় প্রোজেক্ট বিল্ডিং-এ যান। সেখানে বিভিন্ন দফতরের কর্তাদের সঙ্গেও তিনি নানান বিষয়ে আলোচনা করেন। |
জামশেদপুরে এসে পৌঁছলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী
জয়রাম রমেশ। শুক্রবার। ছবি: পার্থ চক্রবর্তী |
পরে রমেশ বলেন, “আপাতত গ্রামের উন্নয়নের দিকেই জোর দেওয়া হচ্ছে। গ্রামের দিকের রাস্তার গুণগত মানের উন্নয়ন করা হবে। অনেক জায়গাতেই খুব শীঘ্র সেতু তৈরির কাজ শুরু করা হবে।”
উল্লেখ্য, দু’সপ্তাহ আগেই ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পরে এ পর্যন্ত কোনও দলই রাজ্যপালের কাছে গিয়ে বিকল্প সরকার তৈরির দাবি করতে পারেনি। যদিও কংগ্রেসের সঙ্গে জোট সরকার গড়তে জেএমএম মরিয়া।
আজ জেএমএম নেতা হেমন্ত সোরেন রাঁচির সরকারি গেস্ট হাউসে গিয়ে রমেশের সঙ্গে দেখা করেন। তবে তা নেহাতই সৌজন্যমূলক বলেই দাবি করেন রমেশ ও হেমন্ত। পরে রমেশ রাঁচি থেকে জামশেদপুরে যান।
কাল, প্রজাতন্ত্র দিবসের দিন মাওবাদী অধ্যুষিত, পশ্চিম সিংভূমের সারান্ডায় জাতীয় পতাকা তোলার সিদ্ধান্ত নিয়েছেন জয়রাম রমেশ। দীর্ঘদিন পরে সারান্ডায় সরকারের উদ্যোগে জাতীয় পতাকা তোলা হচ্ছে। |
|