বনগাঁ নাট্য উৎসব
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
সম্প্রতি উত্তর ২৪ পরগনার বনগাঁয় দু’দিনব্যাপী এক নাট্য উৎসবের আয়োজন করা হয়েছিল। স্থানীয় বিএস ক্লাবের মাঠে আয়োজিত এই উৎসবের আয়োজক ছিল বনগাঁ নাট্যচর্চা কেন্দ্র। অষ্টম বর্ষে পা দেওয়া এই নাট্যমেলার উদ্বোধন করেছিলেন অভিজিৎ ভট্টাচার্য। উৎসবে প্রকাশিত হয় নীলদর্পণ নামে একটি স্মরণিকা। উদ্যোক্তাদের তরফে নাট্যকার চন্দন সেনকে দীনবন্ধু মিত্র সম্মাননা দেওয়া হয়। প্রয়াত সাহিত্যিক বিশ্বনাথ মৈত্রের নামে অস্থায়ী মঞ্চের নামকরণ করে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উৎসবে মঞ্চস্থ হয় মোট ৬টি নাটক। যার মধ্যে ছিল ওপার বাংলার নাটকও। মঞ্চস্থ হয় উদ্যোক্তা সংস্থার ‘হয়তো অসম্ভব’, গোবরডাঙার স্বপ্নচর নাট্যসংস্থার ‘হাঁড়িকুড়ি ডট কম’, ‘চাঁদপাড়া অ্যাক্টো’, ‘ছাঁচভাঙার গান’, ঠাকুরনগরের প্রতিধ্বনি সংস্থার ‘কাঁটাতার’, হাবরা নান্দনিকের ‘চাঁদের গায়ে’ এবং বাংলাদেশের ঢাকার তীরন্দাজ সংস্থার ‘রাধাকৃষ্ণের পদাবলী’।
|
শহরে আশা ভোঁসলে
আশিস পাঠক • কলকাতা |
বারো বছর পরে শহরে গাইলেন আশা ভোঁসলে। শুক্রবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবিপি সংস্থার ‘৯১.৯ ফ্রেন্ডস এফএম’ এবং ‘অ্যামারন’ আয়োজিত ওই অনুষ্ঠানে আশা বলেন, “এমন গান কলকাতাই শুধু শুনতে পারে। গানবাজনায় বাংলা এখনও সবার আগে।” মঞ্চেই শিল্পীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে অভিনন্দন জানান ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। উত্তরে সদ্য আশি পেরোনো আশা বললেন, ‘‘ম্যাডামকে বলবেন, আমি ওঁর খুব বড় ভক্ত।” অনুষ্ঠানে উছলে ওঠা স্টেডিয়াম একসঙ্গে সব মোবাইলের আলো জ্বেলে শিল্পীকে সম্মান জানায়।
|
সচিন তেন্ডুলকর, নরেন্দ্র মোদী, নীতীশ কুমার, লতা মঙ্গেশকরদের পিছনে ফেলে ভারতের ‘প্রাইম আইকন’ সম্মান জিতলেন অমিতাভ বচ্চন। শুক্রবার একটি অনুষ্ঠানে তাঁর হাতে ওই সম্মান তুলে দেন প্রিয়ঙ্কা চোপড়া ও অনুষ্কা শর্মা।
|
|
সুভাষচন্দ্র বসুকে নিয়ে ‘আ স্যালুট’ নামে একটি বই প্রকাশ করলেন কন্যা
অনিতা পাফ।
রয়েছেন কৃষ্ণা বসু, সুগত বসু, মার্টিন পাফ এবং উজ্জ্বল
উপাধ্যায়।
শুক্রবার, শহরের এক হোটেলে। ছবি: দেবাশিস রায় |
|