টুকরো খবর
বিশ্বভারতীর মানোন্নয়নে অন্তর্বর্তী কমিটি
বিশ্বভারতী একটি নতুন ‘অন্তর্বর্তী কমিটি’ গঠন করল, যার সভাপতি হলেন চিনা ভবনের প্রতিষ্ঠাতা তান ইয়ুন শান-এর ছেলে তথা পাঠভবনের প্রাক্তনী তান লি। সম্পাদক হয়েছেন বিশ্বভারতীর আর এক প্রাক্তনী অনিল কোনার। এই কমিটি মূলত বিশ্বভারতীর প্রাক্তনীদের সংগঠন অ্যালাম্নি অ্যাসোসিয়েশনকে আরও সক্রিয় করে গড়ে তোলার বিষয়গুলি খতিয়ে দেখবে। প্রয়োজনে অ্যালাম্নি অ্যাসোসিয়েশনের নিয়মনীতিতে পরিবর্তন আনার সুপারিশ এবং নির্বাচন সংক্রান্ত নানা প্রস্তাবও ওই কমিটি উপাচার্যকে দেবে। গত ১৪ জানুয়ারি বিশ্বভারতীর কর্মসচিব ডি গুণশেখরণ এই সব বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন। তিনি বলেন, “উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের নির্দেশে ওই কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য মনোনীত দেশ বিদেশের প্রাক্তনীদের নিয়ে গঠিত এই কমিটি রবীন্দ্র আদর্শে অনুপ্রাণিত বিশ্বভারতীতে শিক্ষার উৎকর্ষ ফেরানো, প্রাক্তনীদের সংগঠনকে ঢেলে সাজা-সহ একাধিক বিষয়ে সুপারিশ করবেন।”

অস্বাভাবিক মৃত্যু
এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হল নলহাটিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভ্রা শীল (১১)। তার বাড়ি নলহাটি থানার ছেতন কান্দিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুভ্রা স্থানীয় প্রসাদপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। বাবা-মা মারা যাওয়ার পর দিদিমার সঙ্গেই থাকত শুভ্রা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে টিউশন পড়তে যাওয়া নিয়ে দিদিমার সঙ্গে তার মনোমালিন্য তৈরি হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই অভিমানেই শুভ্রা কীটনাশক খেয়ে ফেলে থাকতে পারে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মুর্শিদাবাদের পাঁচগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে সেখানেই শুভ্রা মারায় যায়।

রেলকর্মী ধৃত
রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক রেলকর্মী। ধৃত পোলাকি নারায়ণ রাও রামকানালি স্টেশনের কর্মী। আদ্রার জ্যোতিমোড় এলাকায় থাকতেন। অন্ধপ্রদেশের ভারাম থানায় তাঁর এক পরিচিত পুলিশের কাছে অভিযোগ করেন, রেলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে তিনি প্রতারণা করেছেন। শুক্রবার তাঁকে গ্রেফতার করে রঘুনাথপুর আদালতে তোলা হয়। তিন দিনের ট্রানজিট রিমান্ড হয়।

যুবক গ্রেফতার
কম্পিউটারের যন্ত্রাংশ চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোর রাতে দুবরাজপুর থানা এলাকার পণ্ডিতপুর থেকে বাবু দাস নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, বেশ কিছু দিন আগে দুবরাজপুরের একটি কম্পিউটারের দোকানে চুরি যাওয়া কিছু যন্ত্রাংশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবারই দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ১৪ দিন জেলহাজতে থাকার নির্দেশ দেন।

সভা ভণ্ডুল
পতাকা, ফেস্টুন ছিঁড়ে কর্মীদের মেরে বিজেপি-র সভা ভণ্ডুল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার পাত্রসায়র থানার বীরসিংহ গ্রামের ঘটনা।

বাউলের চিকিৎসা
পথ দুর্ঘটনায় আহত বাউল গৌর ক্ষ্যাপার চিকিৎসার সব খরচ দেবে রাজ্য সরকার। তাঁকে মাসিক ১০ হাজার টাকা ভাতাও দেওয়া হবে। এই বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, ইলামবাজারের কাছে এক পথ দুর্ঘটনায় আহত হন গৌর। এখন তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

তৃণমূলের মিছিল
নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে চটুল হিন্দি গানে নাচের প্রতিবাদে রামপুরহাটে মিছিল করল তৃণমূল। শুক্রবার বিকালে মিছিলের পর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত মুখোপাধ্যায় অভিযোগ করেন, “ফব-র অনুষ্ঠানের ওই নৃত্যানুষ্ঠান নেতাজির প্রতি অসম্মানের সামিল।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.