চালু হল দোকান। —নিজস্ব চিত্র। |
বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের উদ্বোধন করে ওষুধ ব্যবসায়ীদেরও কম দামে ওষুধ বিক্রি করার আহ্বান জানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিদিন ২৪ ঘণ্টা এই ওষুধের দোকান খোলা থাকবে। এখনে ওষুধের দামে এমআরপি-র উপর ৫১ শতাংশ ছাড় দেওয়া হবে। মন্ত্রী জানান, এখনও পর্যন্ত এরকম আটটি ওষুধের দোকান রাজ্যে চালু হয়েছে। সারা রাজ্যে ৩৫টি এই রকম ওষুধ দোকান চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সরকারি উদ্যোগে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের বিরোধিতা করছে অধিকাংশ ওষুধ বিক্রেতা। তাঁদের উদ্দেশে মন্ত্রীর বক্তব্য, “ওষুধের ব্যবসা আর অ্যালুমিনিয়ামের জিনিসপত্রের ব্যবসা এক নয়। ওষুধ মানুষকে জীবন দান করে, তাই আপনারাও ন্যায্য মূল্যে ওষুধ বিক্রি করুন।” মন্ত্রী জানান, বাঁকুড়া মেডিক্যাল কলেজের নির্মীয়মান নার্সিং হস্টেলটি আগামী মার্চ মাসের মধ্যেই চালু করা হবে। |
থ্যালাসেমিয়া সচেতনতা শিবির ও বাহক নির্ণয় করা হল নারায়ণগড়ের মকরামপুর হাইস্কুলে। মঙ্গলবার থ্যালাসেমিয়া সোসাইটি অফ মেদিনীপুর ডিস্ট্রিক্টের সহযোগিতায় ও মকরামপুর এডুকেশনাল সোসাইটির উদ্যোগে শিবিরের আয়োজন করা হয়। এ দিন নিখরচায় ১৭১ জন ছাত্রছাত্রীর রক্ত পরীক্ষা করা হয় বলে সোসাইটির সম্পাদক শান্তনু পাহাড়ি জানিয়েছেন। |
অজানা ফল খেয়ে ২৫ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইংরেজবাজার থানার মালদহ শহরের ২৩ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর ডক কলোনির জগন্নাথ কলোনির ঘটনা। স্কুল ছুটির পর ঝলঝলিয়া রেল কলোনির একটি স্কুলের তিন-চার জন ছাত্র একটি গাছের ফল নিয়ে বাড়ি গিয়েছিল। সেই ফল এলাকার দুই থেকে চোদ্দ বছর বয়সী ২৫-২৬ জন শিশু খায়। ওই ফল খাওয়ার কিছুক্ষণ পরই শিশুরা বমি করতে শুরু করে। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুভদীপ সান্যাল বলেন, “অজানা ফল খেয়ে ওই শিশুরা অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।” |