খেলার টুকরো খবর
 
স্কুল ক্রীড়া
বড়জোড়া হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল সম্প্রতি। স্কুলের প্রধান শিক্ষক ফাল্গুনী মুখোপাধ্যায় জানান, পাঁচটি বিভাগে দৌড়, লংজাম্প, হাইজাম্পের মতো মোট ২০টি ইভেন্টে খেলা হয়। অন্য দিকে, বড়জোড়ার মালিয়াড়া সন্তোষ গালর্স হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। তিনটি বিভাগে শতাধিক ছাত্রী খেলায় যোগ দেয়।

পুরুলিয়ায় বার্ষিক ক্রীড়া
এমএসকে ময়দান।
মানভূম ক্রীড়া সংস্থার ৮০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। উদ্বোধন করেন পুরুলিয়ার বিধায়ক কেপি সিংহদেও। ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি বিলাসী বালা সহিস, পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান তারকেশ চট্টোপাধ্যায় প্রমুখ। ৫৯টি ইভেন্টে ৬৫৬ জন প্রতিযোগী যোগ দেয়।

স্বয়ম্ভর গোষ্ঠীর ক্রীড়া
বাঁকুড়া পুরএলাকায়।
স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করল বাঁকুড়া পুরসভা। পুরএলাকার প্রত্যেকটি ওয়ার্ডের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলা সদস্যেরা প্রতিযোগিতায় যোগ দেন। দড়িটানাটানি, হাঁড়ি ভাঙার মতো নানা খেলার আয়োজন ছিল।

ইঁদপুরে ক্রিকেট
সুশান্ত চন্দ স্মৃতি শিল্ড নক আউট ১০-১০ ক্রিকেট প্রতিযোগিতা আজ, বুধবার থেকে ইঁদপুরের গোয়েঙ্কা হাইস্কুলে শুরু হচ্ছে। বাংলা ফ্রেন্ডস সার্কেল পরিচালিত এই প্রতিযোগিতা চলবে রবিবার পর্যন্ত। প্রতিযোগিতায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানের ১৬ টি দল যোগ দিচ্ছে।

জয়ী বেলডাঙা ক্লাব
যুব তৃণমূল আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় জিতল বেলডাঙা ক্রিকেট ক্লাব। সম্প্রতি সাঁতুড়ি ব্লকের গড়শিকা অঞ্চল যুব তৃণমূল পলাশপাহাড়ি গ্রামে ওই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় রঘুনাথপুরের বেলডাঙা ও সাঁতুড়ির বেড়িয়া মনসামাতা ক্রিকেট দল।

দুবরাজপুরে স্মৃতি ক্রিকেট
নক আউট ক্রিকেট।
দুবরাজপুর নায়ক পাড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ৩২ দলীয় রামভদ্র নায়ক এবং দিলীপ উপাধ্যায় স্মৃতি নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আয়োজক সংস্থা। ২০ জানুয়ারি ক্লাব মাঠে ওই খেলা হয়। ২০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে আয়োজক সংস্থা ৭ উইকেটে ১৭২ রান করে। জবাবে দুবরাজপুর অগ্রগামী সঙ্ঘ ১৬.২ ওভারে ১২১ রান করে অল আউট হয়ে যায়। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ এবং সেরা বোলার নির্বাচিত হন যথাক্রমে নায়কপাড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের শনু দাস, আমূল ভক্তি এবং শনু খান। মাঠে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষ, দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পান্ডে, স্থানীয় তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ। আয়োজক সংস্থার সম্পাদক রামরেণু নায়ক জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ১০ হাজার ও ৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

ভলিবলে জয়ী রক্ষাকালী
লাভপুরে ভলিবল প্রতিযোগিতা।
লাভপুরের মানপুর আমরা ক-জন যুব সঙ্ঘ পরিচালিত এক দিনের ৮ দলীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিউড়ি রক্ষাকালী ক্লাব। ২৪-১৫, ২৪-১৫ সেটে তারা স্থানীয় ভালাস তরুণ সঙ্ঘকে হারায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ভালাসের সুদীপ মেটে। সিউড়ির প্রিয়তনু ঘোষাল নির্বাচিত হন ম্যান অব দ্য সিরিজ। ২০ জানুয়ারি স্থানীয় বিশুরিয়া মাঠে ওই খেলা হয়। উপস্থিত ছিলেন লাভপুর ২ পঞ্চায়েতের প্রধান নিবারণ দাস, মানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক পাল প্রমুখ। ক্লাবের সম্পাদক সুজিত মণ্ডল জানান, দ্বিতীয় বর্ষের এই খেলায় ২ হাজারের বেশি দর্শক হাজির ছিলেন।

চ্যাম্পিয়ন বোলপুর
রাজ্য পুলিশ বিভাগ আয়োজিত জঙ্গলমহল ট্রফিতে পুরুষদের তিরন্দাজি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বোলপুরের সিমাইত গ্রামের সুনীল টুডু। মহিলাদের মধ্যে দ্বিতীয় হয়েছে বোলপুরেরই ঢোলটিকুরী গ্রামের অমৃতা মুর্মু। ৩ জানুয়ারি বাঁকুড়া পুলিশ লাইন মাঠে ওই খেলা হয়। বীরভূম-সহ ৬টি জেলার প্রতিনিধিরা যোগ দিয়েছিল। সুনীল ও অমৃতা দু’জনেই লাভপুরের কুরুম্বা মুকুন্দলাল হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ে। দু’জনেরই বাবা দিনমজুর। স্কুলের ক্রীড়া শিক্ষক তাপস হাজরা জানান, এর আগেও ওরা দু’জন বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে।

বার্ষিক মহকুমা মিট
রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০ জানুয়ারি সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার মাঠে হয়েছে বার্ষিক মহকুমা অ্যাথলেটিক মিট। অনুমোদিত ৯টি ক্লাব থেকে ১৬২ জন প্রতিযোগী ৫৬টি ইভেন্টে যোগ দিয়েছিল। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়রামপুরহাট শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব এবং মহিলা বিভাগে রামপুরহাট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, প্রতিটি ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা জেলা স্তরে প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পাবে।

ক্রীড়া প্রতিযোগিতা
বোলপুরে ভলিবল প্রতিযোগিতা।
২২ জানুয়ারি সারদা বিদ্যাপীঠ ময়দানে অনুষ্ঠিত হল দুবরাজপুর বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২২টি ইভেন্টে ২০০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। উপস্থিত ছিলেন স্থানীয় পুরপ্রধান পীযূষ পান্ডে, স্কুল পরিচালন সমিতির সম্পাদক প্রভাত চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষিকা রেখা পাল প্রমুখ।

সংক্ষেপে
• মাঠের মধ্যেই শিক্ষক অসুস্থ হয়ে পড়ায় শুরু হয়েও বন্ধ হয়ে গেল পুরুলিয়া পলিটেকনিকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উজ্জল কুমার মাজি নামের ওই শিক্ষককে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরেই খেলা বন্ধ করে দেওয়া হয়। শিক্ষক-সহ তিনটি বিভাগে প্রায় ৪০০ জন যোগ দিয়েছিলেন।

• সিউড়ি ডাক বিনোদন সমিতির উদ্যোগে ২০ জানুয়ারি স্থানীয় বেণীমাধব স্কুল মাঠে হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মোট ৩৩টি ইভেন্টে ডাককর্মী ও তাঁদের পরিবারের ২২৭ জন প্রতিযোগী এতে যোগ দিয়েছিলেন। উদ্যোক্তা পার্থপ্রতিম দে জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে।

• বেঙ্গল বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় সাফল্য পেল পুরুলিয়া। সম্প্রতি কলকাতায় ওই প্রতিযোগিতা হয়। ৭৫ কেজি বিভাগে প্রথম স্থান পান পুরুলিয়ার তুষার সেন, ৫৫ কেজি বিভাগে তৃতীয় হয়েছেন বাবু ধীবর।

• ময়ূরেশ্বরের লোকপাড়া ক্রিকেট ক্লাবের পরিচালনায় ২৫ জানুয়ারি থেকে স্থানীয় কলেজ মাঠে শুরু হচ্ছে ১৬ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় দক্ষিণগ্রাম তরুণ সঙ্ঘের মুখোমুখি হবে সেরুনিয়া ক্রিকেট ক্লাব। উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৩ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

• মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে রবিবার বোলপুরে হয়ে গেল নক আউট ভলিবল প্রতিযোগিতা। মহকুমার মোট ৯টি দল যোগ দিয়েছিল। বোলপুরের তিনটি মাঠে খেলা হয়েছে। বোলপুর টাউন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বোলপুর নেতাজি ক্লাব।

• মানবাজার ব্লক অফিসের মাঠে ১৭ জানুয়ারি প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। সর্বশিক্ষা মিশনের সহায়তায় মানবাজার ১ চক্রের প্রথম থেকে অষ্টম শ্রেণির ৪০ জন পড়ুয়া যোগ দেয়। ১৬টি ইভেন্টে খেলা হয়।

• আজ বুধবার নেতাজির জন্মদিন উপলক্ষে ময়ূরেশ্বরের কলেশ্বর সরস্বতী শিশু মন্দিরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে স্কুল সংলগ্ন মাঠে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.