বক্তা ওবামা, দর্শকাসনে সাশার হাই
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
বাবা তখন মঞ্চে বক্তৃতা দিচ্ছেন। দর্শকের সারিতে মা আর দিদির সঙ্গে বসে ছোট্ট মেয়ে সাশা। এ দিক, সে দিকে বিভিন্ন টিভি চ্যানেলের ক্যামেরা। কখনও তাক করছে তাদের। কখনও বা বাবাকে। আর তখনই বিপত্তি। ছোটদের পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ নিয়ে নানা কথা বলে ওবামা তখন সদ্য থেমেছেন। দর্শকাসনে সবাই হাততালি দিচ্ছেন। সাশাও হাততালি দিল। আর হাততালি দিতে দিতে এত্ত বড় হাই তুলল। ব্যস, সঙ্গে সঙ্গে ক্যামেরার ফ্ল্যাশ। মুহূর্তের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়ল সেই ছবি। তলায় মন্তব্য। কেউ লিখেছেন, “বাবা, তুমি আমায় ‘বোর’ কোরো না।” কেউ আবার লিখেছেন, “উদ্বোধনী অনুষ্ঠানের সেরা অংশ।” গত বারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও হাই তুলেছিল সাশা। কিন্তু ৪ বছর আগে সে তখন আরও ছোট্ট। তাই তেমন হইচই হয়নি। তবে সাশা এই অনুষ্ঠানের সব চমকটাই ছিনিয়ে নিয়েছে বলে দাবি অনেকের। অনুষ্ঠানের শেষে সাশা মজা করে এ দিন বাবাকে বলে, “দারুণ বলেছ বাবা। অন্তত কিছু গণ্ডগোল করনি!” তবে সাশার কথা টুইটারে ‘হাই’য়ের ফলোয়ার মোটেই কমছে না।
|
ফয়জলের বাবার বয়ান
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
দুর্নীতি-রোধ সংস্থা ন্যাবের কর্তারা তাঁকে চাপ দিচ্ছিলেন। সংস্থার চেয়্যারম্যান ফাসিহ বোখারির সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তাঁর। ন্যাবের তদন্তকারী অফিসার কামরান ফয়জলের মৃত্যু সম্পর্কিত একটি জবানবন্দিতে জানালেন তাঁর বাবা হামিদ আবদুল। প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফের বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে তদন্ত করছিলেন ফয়জল। সম্প্রতি আত্মহত্যা করেন তিনি। ওই তদন্ত রিপোর্ট নিয়েই তাঁকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ হামিদের। তাঁর দাবি, ফয়জলের কোনও মানসিক অশান্তি ছিল না।
|
ফের কম্পন
সংবাদসংস্থা • জাকার্তা |
ফের কম্পন অনুভূত হল ইন্দোনেশিয়ার আচে প্রদেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। কম্পনের জেরে বছর আটেকের একটি মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ১৫ জন আহত হয়েছেন। ভূ-বিজ্ঞানীরা জানিয়েছেন, আচে থেকে ১১২ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার গভীরে ছিল এই ভুমিকম্পের উৎসস্থল। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে আচের অবস্থানই এই কম্পনের মূল কারণ বলে ধারণা বিজ্ঞানীদের।
|
বাড়ির সামনে
সংবাদসংস্থা • করাচি |
পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বাড়ির সামনে চার সশস্ত্র যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার করাচির ক্লিফটন এলাকায় জারদারির বাড়ি ‘বিলাবল’-এর বাইরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ওই চার যুবক একটি গাড়িতে যাচ্ছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এক নিরাপত্তাকর্মী তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাতে ওই যুবকরা চটে যায়। উল্টে বন্দুক উঁচিয়ে ওই নিরাপত্তাকর্মীর দিকে তেড়ে আসে। এর পরই তাদের আটক করে পুলিশ। পুলিশ জানায়, যে গাড়িটিতে চেপে ওই যুবকরা এসেছিল, সেটি এক ব্রিটিশ নাগরিকের।
|