ক্রিকেটে জয়ী এমএকেএসসি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কেন্দা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত শুভাশিস চট্টোপাধ্যায় ও রিন্টু ভট্টাচার্য স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল এমএকেএসসি। কেন্দা ফুটবল মাঠে তারা আসানসোলকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল সব উইকেট হারিয়ে ৮৫ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় এমএকেএসসি।
|
প্রিমিয়র লিগে জিতল সিংহ চাঁদু
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বাবুপুর প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিজয়ী হল সিংহ চাঁদু। মঙ্গলবার বাবুপুর মাঠে হেন্দ্রে এমিলকে ২-১ গোলে হারায় তারা। এই মাঠের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হয় ভুড়কো ইপিল। তারা মার্শাল গাঁওতাকে ২-০ গোলে হারায়। আয়োজক সংস্থার পক্ষে উত্তম ঘোষাল জানান, ৩ ফেব্রুয়ারি বিজয়ী দুই দল ফাইনাল খেলবে।
|
পুলিশের উদ্যোগে আন্তঃস্কুল ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আন্ত: বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল নিউ কেন্দা মোড় কালী মন্দির মাঠে। পুলিশ কমিশনার অজয় নন্দ এ দিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। কেন্দা ফাঁড়ির ওসি অনন্ত রায় জানান, ৩১টি বিদ্যালয়ের ২১০ জন পড়ুয়া যোগ দিয়েছে এই প্রতিযোগিতায়।
|
রনাইয়ে ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ রনাই মাঠে রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হল বেনালী ইয়ংস্টার। তারা কুমারবাজারকে ৪৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে বেনালী ১৫০ রান করে। জবাবে কুমারবাজার ১০৪ রানের বেশি তুলতে পারেনি। বিজয়ী দলের গুরুদেব সিংহ ৬৫ রান করে ম্যাচের সেরা হন। |