টুকরো খবর
জমি নিয়ে দুর্নীতির অভিযোগ
শিল্পকারখানা তৈরির কথা বলে, সেখানে কাজের প্রতিশ্রুতি দিয়ে আদিবাসী এবং গরিব বাসিন্দাদের কাছ থেকে কম দামে জমি কিনে সেখানে প্রোমোটাররা বাড়ি তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ওই অভিযোগে শিলিগুড়ির শুশ্রুতনগরের কলমজোত এবং চন্দবোরজোত ‘ল্যান্ডলুজার অ্যান্ড ল্যান্ডলুজার কমিটি’-র তরফে মাটিগাড়া ব্লক প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগ, স্থানীয় গরিব এবং আদিবাসী বাসিন্দাদের কাছ থেকে শিল্পকারখানা গড়ার নাম করে কয়েক বছর আগে ওই এলাকায় অন্তত ৩০ বিঘা জমি কেনেন কিছু ব্যক্তি। পরে তাঁরা অন্য ব্যক্তিদের কাছে ওই জমি বিক্রি করেন। কয়েকবার হাত বদল হয়ে ওই জমিতে এখন প্রমোটাররা বহুতল আবাসন গড়ছেন। যাঁরা কম দামে শিল্প কারখানা গড়ার জন্য বাজার দরের চেয়ে অনেক কমে জমি বিক্রি করছেন সেই সব ভূমিহারাদের জন্য উপযুক্ত পুনর্বাসন, ক্ষতিপূরণ, স্থায়ী কাজের সুযোগ দাবি করেন ‘ল্যান্ডলুজার অ্যান্ড ল্যান্ডলুজার কমিটি’। ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে তারা আন্দোলনের হুমকি দিয়েছেন। ব্লক প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

লক্ষ টাকা কেপমারি
ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথে এক ব্যক্তির এক লক্ষ টাকা কেপমারি করে পালাল দুষ্কৃতীরা। সোমবার বেলা তিনটে নাগাদ ঘটনাটি ঘটে ময়নাগুড়ির একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে। এ দিন দুপুরে বাড়ি তৈরির জন্য ঋণের এক লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে স্বপনবাবু একটি ব্যাগে রাখেন। ব্যাঙ্ক থেকে বেরিয়ে তাঁর সাইকেলে টাকার ব্যাগটি রাখেন। এর পরেই তিনি লক্ষ্য করেন রাস্তায় কিছু ৫০ টাকা ও ১০০ টাকার নোট পড়ে রয়েছে। সেই টাকা তোলার পর তিনি দেখেন তাঁর সাইকেলে ব্যাগ নেই। স্থানীয় এক মহিলা পুলিশকে জানিয়েছেন, স্বপনবাবু রাস্তায় পড়ে থাকা টাকা তোলার সময় এক যুবক সাইকেল থেকে ওই ব্যাগ নিয়ে একটি বাইকের পিছনে ওঠে পালিয়ে যান। পুলিশ তদন্ত শুরু করেছে।

ক্ষুব্ধ গ্রামবাসী
রেঞ্জারের উপরে হামলার ঘটনায় বন দফতর পুলিশের কাছে গ্রামবাসীর নামে অভিযোগ দায়ের করায় শামুকতলার উত্তর শিবকাটা গ্রাম জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দারা অভিযোগ প্রত্যাহারের দাবিতে রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর হুমকি দিয়েছে। যদিও বক্সা ব্যঘ্র প্রকল্পের (পূর্ব) উপ ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, “বনকর্মীদের উপরে হামলা মেনে নেওয়া যায় না। অভিযোগ জানানো হয়েছে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” গত শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) পানবাড়ি জঙ্গল লাগোয়া ওই গ্রামে হাতির হামলায় এক বৃদ্ধ মারা যান। ঘটনার পরে পূর্ব রাজাভাতখাওয়ার রেঞ্জার ভবেন বসুমাতা গ্রামে গেলে গ্রামবাসীদের একাংশ তার উপরে হামলা চালায় বলে অভিযোগ।

অপহরণের অভিযোগ
শ্বশুর বাড়ির লোকেরা স্বামীকে অপহরণ করে রেখেছেন বলে দাবি করে থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। সোমবার বিকালে তিনি প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, ওই মহিলার নাম সুনীতা দাগা। তিনি বর্তমানে তাঁর বাবার সঙ্গে শিলিগুড়িতে জংশন এলাকায় থাকেন। তাঁর স্বামীর বাড়ি ভক্তিনগরের বিদ্যাচক্র কলোনিতে। ২০১১ সালের জানুয়ারি মাসে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি ছোট ছেলে রয়েছে। গত মার্চ মাসে স্বামীর অনুপস্থিতিতে তাঁকে শ্বশুরবাড়ির লোকেরা বাড়ি থেকে বের করে দেন বলে তাঁর অভিযোগ। তার পর থেকে তাঁর স্বামীর কোনও খোঁজ নেই। থানায় জানানোর পাশাপাশি দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামকেও জানিয়েছেন সুনীতাদেবী।

গাঁজা পাচারে ধৃত
গাঁজা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিলিগুড়ি গোয়েন্দা দফতরের পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার টিকিয়াপাড়া লাগোয়া এলাকায়। গোয়েন্দা দফতর সূত্রের খবর, ধৃতের নাম স্বপন ঘোষ। তার বাড়ি নিউ জলপাইগুড়ির জনতাপাড়ায়। ধৃতের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেগুলি একটি ব্যাগের ভিতরে লুকিয়ে রেখেছিল ওই ব্যক্তি। তিনি শিলিগুড়িতে কারও হাতে ওই গাঁজা তুলে দেওয়ার কথা ছিল তার। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দা দফতরের কর্মীরা। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “ওই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

শিলিগুড়িতে বাপি
শিলিগুড়ি পুরসভায় বাপি লাহিড়ী। ছবি: বিশ্বরূপ বসাক।
শিলিগুড়িতে সঙ্গীত অ্যাকাডেমি গড়তে চান বাপি লাহিড়ি। সোমবার শিলিগুড়ি পুরসভার তরফে তাঁকে সংবর্ধনা জানানো হয়। সেখানেই পুরসভার তরফে ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা তাঁকে শহরে একটি সঙ্গীত অ্যাকাডেমি গড়ার প্রস্তাব দেন। তাতে রাজি হয়েছেন সুরকার। তিনি বলেন, “প্রস্তাব পেয়ে ভাল লাগছে। আত্মীয় থাকায় শিলিগুড়িতে দীর্ঘদিন থেকেই যাতায়াত রয়েছে। এই শহরের জন্য কিছু করতে পারলে আমারও ভাল লাগবে। আমি চাই এখানে সঙ্গীত অ্যাকাডেমি গড়তে।” পুরসভার তরফে ওই সুরকারকে সংবর্ধনা জানাতে বিরোধী দলনেতা নুরুল ইসলামকে অনুষ্ঠানের ঘণ্টা দুয়েক আগে ফোনে অফিসের এক কর্মী আমন্ত্রণ জানান বলে অভিযোগ।

স্মারকলিপি
বিধি ভেঙে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার খাতা কলকাতায় নিয়ে যাওয়া বিতর্কের ঘটনায় চেয়ারম্যানকে স্মারকলিপি দিল তৃণমূলের যুব, ছাত্র ও মহিলা সংগঠন। সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে গিয়ে স্মারকলিপি দেন তাঁরা। তাদের অভিযোগ, মন্ত্রীকে হেয় করার জন্য অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি এ দিন শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি দিয়ে ওই ঘটনার তদন্তের দাবি করে এসএফআই। শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সমর চক্রবর্তী বলেন, “সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রাথমিকে নিয়োগ করা হবে। তা সবাই দেখতে পাবেন।”

জন্মোৎসব
শিলিগুড়ির সৎসঙ্গ বিহারের উদ্যোগে অনুকূল চন্দ্রের ১২৫ তম জন্মোৎসব পালন হল। ১৮ জানুয়ারি আঠেরোখাইতে উৎসব হয়। জীবনী পাঠ ও নানা অনুষ্ঠান হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.