হরিণঘাটার সভায় তোপ মুখ্যমন্ত্রীকে |
মমতার সভার দিনকয়েক পরেই হরিণঘাটাতে পাল্টা সভা ডেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তণ আবাসনমন্ত্রী গৌতম দেব। ভিড়ে ঠাসা সোমবারের সভায় গৌতমবাবু অভিযোগ করেন, পরিবর্তনের সরকারের কার্যকালে উন্নয়নের গতি স্তব্ধ হয়ে গিয়েছে। বামেদের সময়কালে নেওয়া জনকল্যাণমুখী নীতিগুলিকে সামনে এনে মানুষের কাছে বাহবা কুড়ানোর চেষ্টা চলছে। রাজ্যের শিল্পনীতিকেও কটাক্ষ করে তিনি বলেন, “সরকারের অনড় জমিনীতির দরুন এ রাজ্যে শিল্পের খরা চলছে। রাজ্যের উন্নয়নের স্বার্থে বুদ্ধবাবুর সঙ্গে আলোচনার টেবিলে বসুন। শিল্পপতিদের রাজ্যে লগ্নি করার জন্য আহ্বান করুন। আমরা সাথে রয়েছি।” আমাদের শাসনামলে সংখ্যালঘুদের অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত করে তাঁদের উন্নয়নের ব্যাপারে চেষ্টা করা হয়েছিল। কিন্তু মমতার সরকার সংখ্যালঘুদের জন্য মায়াকান্না কাঁদলেও বাস্তবে তাঁদের উন্নয়নের জন্য সচেষ্ট নয় বলে উল্লেখ করেন গৌতমবাবু। সিপিএমের কেন্দ্র কমিটির সদস্য গৌতম দেব এ দিনের সভায় মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতেও পিছপা হননি। তিনি বলেন, “মমতার অ্যাকাউন্টে ২২ লক্ষ টাকা থাকা সত্ত্বেও তিনি হাওয়াই চপ্পল পড়ে ঘুরছেন। ছবি বিক্রি করে নাকি ওঁর দল চলছে। ছবি বিক্রির অর্থের হিসেব দিন মুখ্যমন্ত্রী। আসলে ছবি বিক্রির নামে তোলাবাজি চলছে।” তবে বামকর্মীদেরও তাঁর পরামর্শ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ভুল সংশোধন করে মানুষের কাছে যান।
|
রেগুলেটেড মার্কেটের জায়গায় স্ট্যান্ড |
করিমপুর রেগুলেটেড মার্কেটের জমিতে স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের ক্ষেত্রে আর কোনও বাধা নেই। সোমবার ওই মার্কেট পরিদর্শনে এসে এমনটাই জানালেন রাজ্যের কৃষি বিপণন দফতরের মন্ত্রী অরুপ রায়। তিনি জানান, মার্কেটের জায়গাতেই বাসস্ট্যান্ড করা যাবে এই মর্মে ফাইলে সই করা হয়েছে। অরুপবাবুর সংযোজন, “বাম আমলে রেগুলেটেড মার্কেটগুলিতে একেবারে হরির লুঠ চলেছে। করিমপুর রেগুলেটেড মার্কেটে বামফ্রন্টের শরিক দলের এক নেতা ঠিকাদারি করে যা খুশি তাই করছে। নিম্নমানের জিনিস দিয়ে একটা নির্মাণকাজ চলছে বলে জানতে পেরেছি। প্রচুর টাকা নয়ছয় হচ্ছে। চোরেরা কেউ ছাড়া পাবে না। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” এ দিন অরুপবাবু যাওয়ার কিছুক্ষণ পরেই করিমপুরে যান রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও। পরে দুই মন্ত্রী হরেকৃষ্ণপুরে এক দলীয় সম্মেলনে যোগ দেন। দুই মন্ত্রীই রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি কংগ্রেস ও বামফ্রন্টকে তুলোধোনা করেন। অরুপবাবু বলেন, “গত দেড় বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের বিরাট অগ্রগতি হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকার সমীক্ষতেও সে কথা বলা হয়েছে।”
|
উত্তেজনার ভোটে জয়ী ছাত্র পরিষদ |
দিনভর চাপা উত্তেজনার মধ্যে শেষ হল বেলডাঙার এসআরএফ কলেজের ছাত্র সংসদ নির্বাচন। সোমবারের ওই নির্বাচনে সন্ধ্যা নাগাদ ফল বার হয়। ছাত্র পরিষদ জয়ী হয়েছে। এ দিন সকালে ভোট গ্রহন পর্বের শুরুতেই ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। ছাত্র পরিষদের অভিযোগ, কলেজ ভবনের বাইরে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও তৃণমূলের ব্লক কার্যালয়ের সামনে তৃণমূলের লোকজন জটলা পাকিয়ে অশান্তি তৈরি করতে চাইছে। তৃণমূল অবশ্য যথারীতি পত্রপাট অভিযোগ অস্বীকার করেছে। ঝামেলা বড় আকার নেওয়ার আগেই পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পরে পুলিশি প্রহরায় চলে ভোটগ্রহন পর্ব। সন্ধ্যা নাগাদ ফলাফল জানা যায়। কলেজ সূত্রের খবর, ৮৬টি আসনের মধ্যে ৭৬টি আসন পেয়ে জিতেছে ছাত্র পরিষদ। ১০টিতে জয়ী হয়েছে বামমোর্চা। তৃণমূল ছাত্র পরিষদ কোনও আসন পায়নি।
|
গেঞ্জিতে নামী কোম্পানীর স্টিকার লাগিয়ে বিক্রির দায়ে এক গেঞ্জি কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রিয়ব্রত সাহা। সোমবার কৃষ্ণনগরের শক্তিনগরে অভিযান চালিয়ে পুলিশ কিছু নকল গেঞ্জি-সহ ওই ব্যক্তিকে ধরে। পুলিশ জানায়, ওই কোম্পানীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা ডিইবি-র সঙ্গে যৌথ অভিযান চালাই।
|
চাকদহের চরসরটি কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের সব ক’টিতেই জয়ী হয়েছে তৃণমূল। রবিবার ছিল নির্বাচন।
|
কান্দিতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম সাগর মিঞা (১৮)। রুহিনা গ্রামের ওই যুবক দ্বাদশ শ্রেণির ছাত্র। সোমবার দুপুরে গ্রামের কাছেই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এ দিন বড়ঞা-বেলগ্রাম রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি গাছে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। |