টুকরো খবর
সংসদ সম্পাদক নির্বাচনেও দ্বন্দ্ব টিএমসিপির
মেদিনীপুর মহিলা কলেজের ছাত্র সংসদের সাধারন সম্পাদক নির্বাচনেও তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) মধ্যেকার ‘মতানৈক্য’ সামনে এল। এই পদের জন্য দু’টি নাম উঠে এসেছিল। শেষমেশ সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য উপাসনা গুরুঙ্গকে সমর্থন করেন। সোমবার ছিল সংসদের সাধারন সম্পাদক নির্বাচন। উপাসনা টিএমসিপির এই কলেজ ইউনিটের সভাপতি পদেও রয়েছেন। তবে এই প্রথম নয়, আগে মেদিনীপুর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরেও টিএমসিপির মধ্যেকার ‘মতানৈক্য’ সামনে এসেছিল। ভোটাভুটি হয়েছিল। জানা গিয়েছে, আগে যিনি মহিলা কলেজের ছাত্র সংসদের সাধারন সম্পাদকের পদে ছিলেন, তিনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তাই ফের নির্বাচন। সোমবারের ঘটনার জেরে টিএমসিপির জেলা নেতৃত্বও বিড়ম্বনায় পড়েছেন। এই পদের জন্য যে দু’টি নাম উঠে এসেছিল, তা মেনেই সংগঠনের শহর সভাপতি বুদ্ধ মন্ডল বলেন, “আমরা সিদ্ধান্ত চাপিয়ে দিই না। সংখ্যাগরিষ্ঠ সদস্য যাঁকে চেয়েছেন, তিনিই সাধারন সম্পাদক হয়েছেন।” তাঁর দাবি, “এ ক্ষেত্রে মতানৈক্যের প্রশ্ন উঠতে পারে না।” কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই নতুন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পিংলায় গণ্ডগোল
তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধল পিংলার গোগ্রামে। জখম হলেম এক তৃণমূল কর্মী। চোট লেগেছে সুনীল পাত্র নামে পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরেরও। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সোমবার সকালেও সংঘর্ষ হওয়ায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দু’দলের চার জনকে গ্রেফতারও করা হয়েছে। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মারামারির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।” তৃণমূলের অভিযোগ, সিপিএম একতরফা আক্রমণ করেছে। আর সিপিএমের পাল্টা অভিযোগ, তৃণমূলের লোকেরা নিজেরা মারামারি করে দোষ চাপাচ্ছে সিপিএমের ঘাড়ে।

রশ্মির আরও এক শ্রমিক মৃত
রশ্মি কারখানার আহত আরও শ্রমিকের মৃত্যু ঘটল। সোমবার সকালে কলকাতার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম মনোজিৎ চট্টোপাধ্যায় (২৮)। শনিবার গভীর রাতে প্রাইমারি মিক্সার ড্রাম পরিষ্কার করতে গিয়েছিলেন ৪ জন শ্রমিক। পরিষ্কার করে শ্রমিকেরা নেমে আসার আগেই সেটি চালিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামকুমার সিংহ নামে এক শ্রমিকের। তিনজন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে এসপি গোপাল ও মনোজিতের এর অবস্থা আশঙ্কাজনক ছিল বলে তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এদিন সেখানেই মৃত্যু হয় মনোজিতের। এই ঘটনার জানার পর ফের কারখানার গেটে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। আবারও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবি জোরদার হয়।

ছাত্রদের শিবির
টেলি কমিউনিকেশনের বিভিন্ন বিষয় নিয়ে সোমবার এক প্রশিক্ষণ শিবির হল মেদিনীপুরে। উদ্যোক্তা বিএসএনএলের খড়্গপুর বিভাগ। শিবিরে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ৪৪ জন ছাত্র উপস্থিত ছিল। ছিলেন বিএসএনএলের খড়্গপুর বিভাগের জিএম প্রবীরকুমার ঘোষ, ডেপুটি জিএম শ্যামলচন্দ্র দাস, এজিএম অমৃতলাল খাটুয়া প্রমুখ। টেলিফোন দফতর কী ভাবে কাজ হয়, বিভিন্ন সিস্টেম কী ভাবে চলে, আউটডোর সিস্টেম কী ভাবে কাজ করে, ছাত্রদের বোঝানো হয়। বিদ্যুৎ পরিষেবা না থাকলেও টেলিফোন কেন সচল থাকে, তা জানানো হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কর্মসূচি।

খড়্গপুরে কৃষি মেলা
খড়্গপুর ২ ব্লকে কৃষি মেলা হল রবিবার। মেলায় ১৭টি স্টল দেওয়া হয়েছিল। উন্নত কৃষিজ ফসল, কৃষি যন্ত্রের সঙ্গে ছিল ক্রেতা সুরক্ষা, সর্বশিক্ষা, এমনকী পোলিওর স্টলও। ক্রেতা সুরক্ষা নিয়ে আলোচনা, ক্যুইজ-সহ নানা আয়োজন ছিল। বিডিও সোমা দাস বলেন, “ওই দিন পোলিও কর্মসূচি ছিল। মেলায় অনেকে বাচ্চা নিয়ে আসবেন, তাই এই ব্যবস্থা করা হয়েছিল।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.