ডুয়ার্সের দুটি এলাকায় হাতির হানায় ২ জনের মৃত্যু হল। একটি ঘটনা বানারহাটে। জঙ্গল থেকে ঘাস সংগ্রহ করে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত সনিকা মুণ্ডা (৪৬), কারবালা চা বাগানের বাসিন্দা ছিলেন। ঘাস কাটতে রবিবার তিনি প্রতিবেশী বালু ওঁরাও বাগান সংলগ্ন রেতি জঙ্গলে যান। জঙ্গলে একটি দাঁতাল তাঁদের ধাওয়া করে। বালুবাবু পালালেও সনিকাকে শুঁড় দিয়ে তুলে আছড়ে পিষে মারে। অন্য দিকে, সোমবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পে পূর্ব বিভাগের ময়নাবাড়ি সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া কাঞ্জালি বস্তিতে সিলেরিয়া ওঁরাও (৫৭) হাতির হানায় প্রাণ হারান। ওই গ্রামেই তাঁর বাড়ি। এদিন সকালে বাড়ির সামনে শিমূল ফুল কুড়োচ্ছিলেন তিনি। সেই সময় ওই দাঁতাল তাঁকে শুড়ে পেঁচিয়ে নিয়ে জঙ্গলের গভীরে নিয়ে যায়। পুলিশ ও উত্তর রায়ডাক রেঞ্জের বনকর্মীরা জঙ্গলে তল্লাশি চালিয়ে সোমবার সন্ধ্যায় দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ওই দাঁতালের হানায় গত দুই মাসে পাঁচ জন গ্রামবাসীর মৃত্যু হল।
|
বেঙ্গল লিডসের পর শিল্প শহরের পরিবেশ দেখতে এলেন বিধানসভার পরিবেশ, অরণ্য ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। সোমবার দুপুরে হলদিয়ায় এসে পৌঁছান তাঁরা। পাঁচ জন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো। এছাড়াও ছিলেন পাণ্ডুয়ার বাম বিধায়ক শেখ আমজাদ হোসেন, বিনপুরের বাম বিধায়ক দিবাকর হাঁসদা, কালচিনির গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত নির্দল বিধায়ক উইলসন চম্পামারী, গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক চূড়ামণি মাহাতো প্রমুখরা। জানা গিয়েছে, শিল্পশহরের বিভিন্ন কারখানা পরিদর্শন করে এই কমিটি পরিবেশ সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন বিধানসভার পরিবেশ বিষয়ক দফতরে।
|
ঘরছাড়া গন্ডারকে ঘরে ফেরাতে এসে জখম হলেন দুই বনরক্ষী। ঘটনাটি ঘটেছে নুমালিগড়ে। বনবিভাগ সূত্রে খবর, কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে বের হয়ে আসা গন্ডারটি ব্রহ্মপুত্রের কাছে অর্জুন চাপোরিতে ঘুরে বেড়াচ্ছে। গন্ডারটিকে পটকা ফাটিয়ে জঙ্গলমুখী করার চেষ্টা করছিলেন বনরক্ষীদের একটি দল। সেই সময় গন্ডারটি তাঁদের দিকে তেড়ে যায়। জখম হন মনোজ বড়ো ও নিতুল বড়ো নামে দুই রক্ষী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পৃথক ঘটনায় নগাঁওয়ের ধিঙে এলাকায় নুরুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি গন্ডারের খড়্গ উদ্ধার করা হয়েছে।
|
খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে ১০টি বাড়ি গুঁড়িয়ে দিল বুনো হাতি। রবিবার রাতে ঘটনাটি ঘটে অসম-মেঘালয় সীমানা সংলগ্ন ধুবুরি জেলার বরঝোর জঙ্গল লাগোয়া গ্রামে। প্রায় ১ ঘণ্টা তান্ডব চালায় বুনো। গোলাপ হোসেন ও গুলেনুর বেগম তাতে জখম হন।
|
অনুমতি ছাড়াই স্বনির্ভর গোষ্ঠীর গড়ে তোলা জঙ্গলের গাছ কাটার অভিযোগে কাঠ-সহ একটি গাড়ি আটক করল বন দফতর। হুড়া ব্লকের পুরুববাইদ গ্রামে রবিবারের ঘটনা। অন্য দিকে, রাইপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে গাছ কাটার অভিযোগে শনিবার সাত্তার খানকে গ্রেফতার করে পুলিশ।
|
নাগরাকাটায় ছয় চা শ্রমিককে জখম করার পরে শ্রমিকদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় চিতাবাঘটি। সোমবার চিকিৎসার জন্য সেটিকে আনা হল গরুমারায়। পুরো সুস্থ হওয়ার পরে সেটিকে জঙ্গলে ছাড়া হবে।
|
|
শীতের দুপুরে কচি ধনে চারা খেতে ব্যস্ত হনুমানের দল। হাঁসখালিতে তোলা নিজস্ব চিত্র।
|
...তারি এই খেলার সিংহাসন
|
শিল্পীর ঘর জুড়ে তৈরি হচ্ছে সরস্বতী প্রতিমা।
পাশেই
ঠাঁই নিয়েছে পোষা বেড়ালেরা। ছবি: শুভাশিস ভট্টাচার্য |
|