বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিস্থলের মাটি সোমবার ভাসানো হল চন্দননগরের গঙ্গায়। ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে ১৯১৫ সালে ভারত ছেড়ে জাপানের টোকিও শহরে আত্মগোপন করেন রাসবিহারী। লর্ড হার্ডিঞ্জকে খুনের চেষ্টায় অভিযুক্ত ছিলেন তিনি। জাপানে গিয়েও একাধিক বার ঠিকানা-পরিচয় পরিবর্তন করতে হয়েছিল তাঁকে। বিপ্লবী কর্মকাণ্ড ছাড়েননি আজীবন। এক জাপানি মহিলাকে বিয়ে করে ১৯২৩ সালে সেখানকার নাগরিকত্ব লাভ করেন রাসবিহারী। ১৯৪৫ সালের ২১ জানুয়ারি মারা যান সেই দেশেই। দেহ সমাধিস্থ করা হয় সেখানে। তাঁর দেহাবশেষ ভারতে আনার জন্য চেষ্টা চলছে দীর্ঘ দিন ধরে। কিন্তু আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। সম্প্রতি ভারত সরকারের মধ্যস্থতায় তাঁর সমাধিস্থলের মাটি এনে দেওয়া হয় চন্দননগরের রাসবিহারী বসু ফাউন্ডেশনের হাতে। চন্দননগরে জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন রাসবিহারী। ফাউন্ডেশন সূত্রের খবর, তাঁর মৃত্যুদিন উপলক্ষে সোমবার সেই মাটি ভাসানো হয় গঙ্গায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অশোক সাউ, মেয়র রামচক্রবর্তী-সহ ফাউন্ডেশনের সদস্যেরা।
|
সিপিএম কর্মীকে মারধরের নালিশ |
এক সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় খানাকুলের নতিবপুর পশ্চিমপাড়ার ঘটনা। অভিযোগ, মাতাব হোসেন নামে এক স্থানীয় সিপিএম নেতার বাড়ি ভাঙচুর করা হয়। মারধর করা হয় তাঁর ভাইপো গোলাম মোস্তাফাকে। এ বিষয়ে সিপিএমের খানাকুল জোনাল কমিটির সম্পাদক মণীন্দ্র রাণা বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে তৃণমূল। অবস্থা এমনই যে অভিযোগ করার মতোও পরিস্থিতি নেই।” অভিযোগ অস্বীকার করে খানাকুলের তৃণমূল নেতা শৈলেন সিংহ বলেন, “এটা কোনও রাজনৈতিক ঘটনা নয়। পাড়াগত বিবাদ। উভয়পক্ষকে আলোচনা করে মিটিয়ে নিতে বলা হয়েছে।” পুলিশ জানিয়েছে, কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যদিও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
|
পেঁড়োয় মান্দারিয়া খালের ধারে ভারতচন্দ্র রায়গুণাকরের জন্মভিটায় আজ, মঙ্গলবার শেষ হচ্ছে ভারতচন্দ্র মেলা। কবির জন্মভিটেয় তৈরি ভারতচন্দ্র স্মৃতি মন্দিরে মাল্যদান করে মেলার উদ্বোধন হয়। কবির পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি সম্মেলনের আয়োজন ছিল।
|
বাগনানের উত্তর মুর্গাবেড়িয়ায় সুমদা ভগৎ সিংহ ফার্মার্স ক্লাবের উদ্যোগে গ্রামীণ কৃষি এবং গঙ্গা মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা শুরু হয়েছে ১৪ জানুয়ারি। আজ, মঙ্গলবার শেষ দিন। মেলার উদ্বোধন করেন বেলুড় মঠের স্বামী ভবেষানন্দ। সঙ্গীত, নাটক, নৃত্যানুষ্ঠান, তরজা, বাউল প্রভৃতির আয়োজন করা হয়েছে। |