ধৃত আরও চার
নিজস্ব সংবাদদাতা |
তিলজলা থানা এলাকায় এ বছরের প্রথম রাতে গণপিটুনির ঘটনায় জড়িত অভিযোগে আরও চার জন গ্রেফতার হল। রবিবার রাতে অভিযান চালিয়ে তপসিয়া সেকেন্ড লেন থেকে তাদের ধরা করা হয়। ধৃতদের নাম ইমরান খান, জামির খান, শেখ মনোয়ার ও শ্যামা যাদব। পুলিশের দাবি, তাদের জিজ্ঞাসাবাদ করে ওই ঘটনায় জড়িত আরও কয়েক জনের খোঁজ মিলবে। পুলিশের অনুমান, ‘বিশেষ উদ্দেশ্য’ নিয়ে একটি চক্র এই কাজ করছে। বেআইনি প্রোমোটার-চক্রের দিকেও সন্দেহের তির রয়েছে। তপসিয়া, কড়েয়া, তিলজলায় শিশুচোর সন্দেহে গত কয়েক মাসে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। দক্ষিণ-পূর্ব ডিভিশনের ডিসি চম্পক ভট্টাচার্যকে বদলি করেও গণপিটুনির ঘটনা বন্ধ করা যায়নি। লালবাজারের গুণ্ডাদমন শাখা ঘটনার তদন্তে নেমেছে। এখনও পুরোপুরি ভাবে সেগুলির কিনারা হয়নি। |
তপসিয়ার এক প্রোমোটারকে খুনের ঘটনায় চার দুষ্কৃতীকে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। আজ, মঙ্গলবার তাদের সাজা ঘোষণা। সোমবার শিয়ালদহ আদালতের প্রথম ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সুকুমার সূত্রধর, মহম্মদ আহমেদ ওরফে বাটা নামে ওই প্রোমোটারকে খুনের ঘটনায় ধৃত মহম্মদ শোয়েব ওরফে পিন্টু, মহম্মদ রিয়াজ ওরফে নাটা রিয়াজ, মহম্মদ জাফর ওরফে হামজাদ এবং ল্যাংড়া প্রমোদকে দোষী সাব্যস্ত করেন। এই মামলায় উল্লেখযোগ্য সাক্ষী ছিলেন বাটার স্ত্রী জিনত বেগম। পুলিশ জানিয়েছে, ২০০৫ সালের ৯ জুলাই বাটাকে তার বাড়িতে স্ত্রী ও সন্তানদের সামনে গুলি করে খুন করা হয়। ল্যাংড়া প্রমোদ ও নাটা রিয়াজ মূল অভিযুক্ত বলে জেনেছিল পুলিশ। |
দিনেদুপুরে ফিল্মি কায়দায় ধাওয়া করে পাঁচিল টপকে এক ছিনতাইবাজকে ধরলেন কলকাতা পুলিশের এক সার্জেন্ট। ধৃতের নাম প্রণয় রায়। পুলিশ জানায়, সোমবার সার্ভে পার্কে দাঁড়ানো একটি গাড়ি থেকে চালকের মোবাইল নিয়ে পালায় প্রণয়। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট দেবজিৎ অধিকারী বাইক নিয়ে তার পিছনে ধাওয়া করেন। তাড়া খেয়ে ছিনতাইবাজ রাস্তার পাশের পাঁচিল টপকে ঝোপে আশ্রয় নেয়। সার্জেন্টও ওই পাঁচিল টপকে তাকে ধরেন। উদ্ধার হয় মোবাইলটি। পরে সার্ভে পার্ক থানার পুলিশ তাকে গ্রেফতার করে। |
সংস্কৃতি শুরু হচ্ছে ফরাসি উৎসব। চলছে তারই প্রস্তুতি। —নিজস্ব চিত্র |
পর্দা উঠল ফরাসি সাংস্কৃতিক উৎসব ‘বঁজ্যুর ইন্ডিয়া’র। যে উৎসবে আরও এক বার ফরাসি সঙ্গীত, নাটক, চলচ্চিত্র নিয়ে হাজির একঝাঁক শিল্পী। আগামী ৩১ জানুয়ারি উৎসবের সূচনায় থাকছে ফরাসি এবং ভারতীয় শিল্পীদের যৌথ পরিবেশনা ‘গঙ্গা’। গঙ্গা নদীকে নিয়ে নাচ-গান-কবিতায় মোড়া এই উপস্থাপনায় থাকছেন ফরাসি কোরিয়োগ্রাফার তথা মোহিনীআট্টম শিল্পী ব্রিজিট শ্যাটেনার। সোমবার এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয় ওই উপস্থাপনার এক ঝলক। |
পার্ক স্ট্রিটে ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিদিন টানা শুনানি চেয়ে আদালতে আবেদন জানাবেন নির্যাতিতার আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। আজ, মঙ্গলবার ওই মামলার শুনানি হবে ব্যাঙ্কশাল আদালতে। ঘটনার রাতে হোটেলের সিসিটিভির ফুটেজ অভিযুক্তদের আইনজীবীর হাতে দেওয়া হবে কি না, আজই তার রায় দেওয়ার কথা আদালতের। |
দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। সোমবার, কসবা থানার মনোবিকাশ কেন্দ্রের সামনে বাইপাসে। মৃতের নাম দয়ালচন্দ্র দাস (৫৫)। পুলিশ জানায়, রাস্তা পেরোতে গিয়ে বাসের ধাক্কায় জখম হন তিনি। বাস-সহ চালক পলাতক। |