স্যাংইয়ং-এর সঙ্গে নয়া গাড়ি মহীন্দ্রার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
|
যৌথ উদ্যোগের সঙ্গী কোরিয়ার স্যাংইয়ং-এর হাত ধরে ভারতের বাজারে আরও ৩টি নতুন গাড়ি আনবে মহীন্দ্রা। সোমবার কলকাতায় তাদের প্রথম দামি ‘এসইউভি’ রেক্সটন-এর উদ্বোধনে এসে এ কথা জানিয়েছেন মহীন্দ্রার চিফ এগ্জিকিউটিভ (অটোমোটিভ) প্রবীণ শাহ।
এসইউভি-র বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা মহীন্দ্রা। কিন্তু এক্সইউভি৫০০ ছাড়া দামি কোনও এসইউভি তাদের ছিল না। স্যাংইয়ং অধিগ্রহণের পরে সেই বাজার ধরার উপরেই জোর দিচ্ছে সংস্থাটি। শাহ জানান, গত দু’বছরে ভারতে এ ধরনের গাড়ি বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি, প্রায় ৩০ হাজার। রেক্সটন সেই বাজার ধরার অন্যতম হাতিয়ার। কলকাতায় রেক্সটনের দাম পড়বে ১৮.৭৩ লক্ষ টাকা থেকে ২০.৯৩ লক্ষ টাকা।
আগামী দিনে স্যাংইয়ং-এর সঙ্গে যৌথ ভাবে ৩টি নতুন গাড়ি ও ৬টি ইঞ্জিন তৈরির জন্য কোরিয়ার কারখানায় ৯০ কোটি ডলার লগ্নি করবে মহীন্দ্রা।
|
আইকিয়াকে সায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি
|
ভারতে সুইডিশ সংস্থা আইকিয়ার ১০ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বৈঠক শুরুর এক দিন আগে একক ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি লগ্নিতে সায় দেওয়ার এই সিদ্ধান্ত দেশকে লগ্নি মানচিত্রে অনেকটাই এগিয়ে দেবে বলে মনে করছে কেন্দ্র। বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এ কথা জানিয়ে বলেন, ভারত যে এ ক্ষেত্রে বিদেশি লগ্নি টানার বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে বিচার করছে, তা বোঝাতে এই সিদ্ধান্ত বড় ভূমিকা নিতে পারে। সোমবার অর্থ মন্ত্রক ছাড়পত্র দেওয়ার পর এ বার লগ্নি প্রস্তাবটি কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির কাছে যাবে চূড়ান্ত অনুমোদনের জন্য। সে ব্যাপারে আশাবাদী সুইডিশ আসবাবপত্র নির্মাতা সংস্থাটিও। |