প্রয়াত প্রাক্তন মেয়র কমল বসু |
প্রয়াত কলকাতার প্রাক্তন মেয়র কমল বসু। ১৯৮৫-৯০ সাল পর্যন্ত মেয়র পদে নিযুক্ত ছিলেন। পদে আজ দুপুর ১.৩০ নাগাদ এক বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। গত ১০ জানুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক শিবিরে শোকের ছায়া নেমে এসেছে।
|
সোদপুর স্টেশনে বোমা ফেটে মৃত ১ |
আজ সকালে সোদপুর স্টেশন লাগোয়া সাইকেল গ্যারাজে বোমা বিস্ফোরণ হয়। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যারাজ কর্মী বিশ্বজিত্ সরকারের। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। তাঁকে পানিহাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্টেশন চত্বরে। ঘটনাস্থলে পুলিশ এসে খতিয়ে দেখছে আরও কোথাও বোমা আছে কিনা। কোথা থেকে এই বোমা এল, আর সাইকেল গ্যারাজেই বা রাখা হয়েছিল কেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ডুয়ার্সে সোনার দোকানে ডাকাতি |
গতকাল গভীর রাতে ৭-৮ জনের ডাকাত দল ডুয়ার্সের গয়েরকাটায় একটি সোনার দোকানে হামলা চালায়। সেই সময় দোকানে ঘুমিয়ে ছিলেন এক কর্মচারি। তিনি জানিয়েছেন, ডাকাতরা একটি গাড়ি করে এসে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে। তার মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকার সোনা লুঠ করে চম্পট দেয়। তবে ডাকাতরা কোনদিকে গিয়েছে ওই কর্মচারি জানাতে পারেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গত দু’সপ্তাহের মধ্যে ফালাকাটা, জলপাইগুড়ি, বেলাকোবা ও আলিপুরদুয়ারে ৭টি মন্দিরে চুরি ও সোনার দোকানে ডাকাতি হয়। সেই সঙ্গে গত রাতের ঘটনায় রীতিমত আতঙ্কে ওই অঞ্চলের বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। আগের ঘটনাগুলির সঙ্গে গত রাতের ডাকাতির কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কাছাকাছি ভূটান সীমান্ত থাকায় এই ডাকাত দল সেইদিকে পালিয়ে যেতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
|