টুকরো খবর |
হেডলির স্ত্রীকে জেরার জন্য চিঠি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
২৬/১১-র মুম্বই হামলায় অভিযুক্ত ডেভিড হেডলির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য মরক্কো সরকারের কাছে নতুন করে চিঠি পাঠাল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, হেডলির স্ত্রী ফইজা আউতালহাকে জিজ্ঞাসাবাদের জন্য আগেও এক বার মরক্কোয় চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু কূটনৈতিক বিষয়ে মরক্কো ফরাসি ভাষা ব্যবহার করে। ওই চিঠিতে ফরাসি অনুবাদ না থাকায় নতুন করে আবার চিঠি পাঠানো হল। মুম্বই হামলায় অভিযুক্ত ডেভিড হেডলির বিচার চলছে মার্কিন আদালতে। তাই এ দেশে তাঁকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া যাবে না। লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সঈদ ও হেডলির মধ্যে যোগাযোগে ফইজার কী ভূমিকা ছিল, তা জানতেই ফইজাকে জিজ্ঞাসাবাদ করার জন্য জোর দিচ্ছেন গোয়েন্দারা। |
গরছিরৌলিতে সংঘর্ষে হত ৬ মাওবাদী
নিজস্ব সংবাদদাতা • গরছিরৌলি |
শনিবার মাঝরাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল ছয় মাওবাদী। পূর্ব মহারাষ্ট্রের গোবিন্দগাঁও গ্রাম সংলগ্ন জঙ্গলে রাতে নিয়ম মাফিক টহল দিতে বেরিয়েছিল পুলিশের একটি দল। সে সময়ই মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময় হয় তাদের। পুলিশ জানিয়েছে, নিহত মাওবাদীদের মধ্যে দুই মহিলাও রয়েছেন। নিহতেরা হল, শঙ্কর লাকদা, বিনোদ চন্দ্র কোড়াপে, বিনোদের স্ত্রী গীতা, মোহন কোয়াসে, জুরু মাত্তামি ও সুনীতা কোড়াপে। জেলার এসপি জানান, এর মধ্যে শঙ্করের নামে ৫৯টি মামলা চলছে। বিনোদ-গীতার নামেও রয়েছে একাধিক মামলা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র, মাওবাদী পুস্তিকাও। গরছিরৌলিতে এই প্রথম পুলিশে হানায় এক সঙ্গে এত জন মাওবাদীর মৃত্যু হল। |
কাল বনধ
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
স্বশাসিত রাজ্যের দাবিতে মঙ্গলবার ১২ ঘণ্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দিল হিল স্টেট ডেমোক্র্যাটিক পার্টি (এইচএসডিপি)। সংগঠনের দুই মুখপাত্র জয়ন্ত নুনিসা ও সুরজ নাইডিং জানান, বনধ শুরু হবে ভোর পাঁচটা থেকে। দোকান, অফিস-আদালতের সঙ্গে রেল পরিষেবাকেও এর আওতায় রয়েছে। স্বশাসিত পাবর্ত্য পরিষদকে আঞ্চলিক পরিষদে উন্নীত করতে গত ৮ অক্টোবর ডিমাসা জঙ্গি সংগঠনগুলির সঙ্গে শান্তিচুক্তি সইয়ের পর এই প্রথম কেউ রাজ্যের দাবিতে আন্দোলনে নামল। |
দিল্লির অভিযুক্তদের শাস্তি হবেই, বললেন সনিয়া
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
দিল্লি গণধর্ষণ কাণ্ড সব দিক থেকেই সরকারকে নাড়িয়ে দিয়েছিল, রবিবার কংগ্রেসের চিন্তন শিবিরে এমনটাই দাবি করলেন সনিয়া গাঁধী। ওই তরুণীর মৃত্যু বৃথা যাবে না, দোষীদের উচিত শাস্তিই দেওয়া হবে ফের এই আশ্বাস দেন তিনি। ২০১৪-এর লোকসভা ভোটে লড়ার রূপরেখা সমর্থকদের কাছে এ দিন পেশ করেন সনিয়া। সেখানেই দিল্লি ধর্ষণের প্রসঙ্গ তুলে কংগ্রেস সভানেত্রী বলেন, ভারতের কোথাও যাতে মহিলারা নিরাপত্তার অভাব বোধ না করেন, তা নিশ্চিত করতে হবে। মেয়েদের নিরাপত্তা বাড়াতে কেন্দ্র নানা ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি। |
ধর্ষণের রেকর্ডিং
নিজস্ব সংবাদদাতা • হিসার |
দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে তার ভিডিও রেকর্ডিং ছড়ানোর অভিযোগে গ্রেফতার হল পাঁচ যুবক। হরিয়ানার হিসারের ঘটনা। পুলিশ জানিয়েছে, দু’মাস আগে ক্ষেত থেকে ফেরার পথে ছুরি দিয়ে ভয় দেখিয়ে প্রদীপ, বারু ও গোলিয়া নামে তিন জন তাকে ধর্ষণ করে। তাদের মোবাইলে ধর্ষণের দৃশ্য রেকর্ডিংও করে। ছাত্রীটি যখন পুলিশের কাছে যাচ্ছিল তখন তাকে বাধা দেয় কুলদীপ। শনিবারও মেয়েটিকে ভয় দেখায় কুলদীপের ভাই। |
জখম ৯
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
কয়েক দিন আগেই লাতেহারের জঙ্গলে সিআরপিএফ জওয়ানদের উপর আক্রমণ চালায় মাওবাদীরা। তার পরেই ফের মাওবাদীদের হাতে আক্রান্ত হল ঝাড়খণ্ড পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ল্যান্ড মাইন বিস্ফোরণে ২ পুলিশ কর্মী ও ৭ সিআরপিএফ জওয়ান আহত হলেন রবিবার। |
আলফা জঙ্গি হত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এক আলফা জঙ্গি। ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া জেলায়। পুলিশ জানিয়েছে, দুয়ারমারা বনাঞ্চলে জঙ্গি ঘাঁটিতে অভিযান চালায় পুলিশ ও কোবরা বাহিনী। জওয়ানদের গুলিতে এক আলফা জঙ্গি নিহত হয়। কিন্তু, সদৌ অসম মরাণ ছাত্র সংস্থার দাবি, দুয়ারমারায় ললিত মরাণ নামে ওই যুবকটি মোটেই জঙ্গি ছিল না। |
অধ্যক্ষ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • পানাজি |
স্কুল চত্বরে ছাত্রী ধর্ষণের ঘটনায় অধ্যক্ষকে গ্রেফতার করল পুলিশ। গোয়ার ভাস্কো শহরের একটি স্কুলে শৌচাগারে ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে ১৪ জানুয়ারি। পুলিশ জানায়, অধ্যক্ষের উদাসীনতার কারণেই এই ঘটনা ঘটেছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। |
|