দরিদ্রদের পাশেই আছেন বিল গেটস
সংবাদসংস্থা • লন্ডন |
ধনকুবের বলে বিশ্ব জুড়ে খ্যাতি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের। তাঁর সম্পত্তির পরিমাণ হার মানায় দু’টি কেনিয়ার রাজকোষকে। কিন্তু দরিদ্র মানুষের সাহায্যে বিপুল অর্থ দিয়ে যেতে চান তিনি। পোলিও দূর করতে ২ কোটি ৮০ লক্ষ টাকা আগেই দান করেছেন তিনি। গেটসের বক্তব্য, একটি সীমার পরে তাঁর আর অর্থের প্রয়োজন নেই। বাকি অর্থ দিয়ে একটি সংগঠন গড়ে বিশ্বের দরিদ্র মানুষকে সাহায্য করতে চান তিনি। তবে পোলিও দূরীকরণের আড়ালে নানা পশ্চিমী সংগঠন বন্ধ্যত্বকরণ-সহ নানা কর্মসূচি চালাচ্ছে বলে ইসলামি দুনিয়ার অনেক দেশে প্রচার চলছে। কিন্তু তা পোলিও দূরীকরণ কর্মসূচির সাফল্য রুখতে পারবে না বলে মনে করেন গেটস। |
বন্ডের সম্পর্ক
সংবাদসংস্থা • লন্ডন |
জেমস বন্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়ে হয়তো স্থায়ী ক্ষতি হয়েছিল ‘বন্ড গার্লদের’। এই মন্তব্য মনোবিদের নয়, এক ব্রিটিশ বিচারকের। এক বিচিত্র মামলার সময়ে। ছদ্মবেশী পুলিশ অফিসারদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে দাবি এক দল স্বেচ্ছাসেবীর। তাঁদের বক্তব্য, স্বেচ্ছাসেবী সংগঠনগুলির গতিবিধি জানতে তাঁদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন পুলিশ অফিসাররা। মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে ওই অফিসারদের বিরুদ্ধে মামলা করেছেন স্বেচ্ছাসেবীরা। বিচারপতির বক্তব্য, পুলিশ ও গোয়েন্দারা যে প্রেম ও যৌন সম্পর্ককে নিজেদের স্বার্থে ব্যবহার করেন তার সব চেয়ে বড় প্রমাণ বন্ডের চরিত্র। বন্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মেয়েদের মানসিক ক্ষতির কথা গল্পের ঝোঁকে লেখক ইয়ান ফ্লেমিং খেয়াল রাখেননি। |
বাঁচার আর্তি
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
গত বছর আমেরিকার সাবওয়ের রেল লাইনে ভারতীয় বংশোদ্ভূত সুনন্দ সেনকে হঠাৎই ছুটে আসা ট্রেনের সামনে ঠেলে ফেলে দেন ইরিকা। সে দিন সুনন্দ সেন নাকি ইরিকার হাত শক্ত করে ধরে বাঁচার চেষ্টাও করেছিলেন। ইরিকা নিজেই এক সাক্ষাৎকারে জানালেন এ কথা। তিনি আরও বলেন, “২৭ ডিসেম্বর বন্ধুর সঙ্গে ঝগড়ার পর খুবই রেগে ছিলাম আমি। তা ছাড়া ৯/১১-র ঘটনার পর থেকেই আমি হিন্দু, মুসলিমদের ঘৃণা করি। শুধু নেশার ঘোরে থাকলে এ রকম করে ওঁকে ঠেলে দিতাম না।” |