দাঁতালের তাণ্ডব
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
এক দাঁতালের আতঙ্কে ঘুম উড়েছে শামুকতলার উত্তর শিবকাটা গ্রামের বাসিন্দাদের। এক মহিলাকে মারা ছাড়াও গত কয়েকদিন ধরে ওই দাঁতালটি জঙ্গল লাগোয়া উত্তর শিবকাটা, পানবাড়ি, দামসিবাদ, চুনিয়া ও নূরপুরে তান্ডব চালাচ্ছে। বন দফতর সূত্রের খবর, গত দুই মাসে বক্সাব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের জঙ্গল লাগোয়া ওই গ্রাম গুলিতে ৩৫টি হাতির হানার ঘটনা ঘটেছে। চার জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর, ফসলও নষ্ট হয়েছে। বক্সা ব্যঘ্র প্রকল্পের (পূর্ব) বিভাগের সহকারি ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি জানিয়েছেন, বনাঞ্চল লাগোয়া গ্রামগুলিতে হাতির হানা রুখতে নজরদারি বাড়ানো হয়েছে।
|
|
|
বসন্ত দূরে নয়। মধুর
খোঁজে মৌটুসি। ছবি: দীপঙ্কর ঘটক। |
নয়াদিল্লিতে রাষ্ট্রপতি
ভবনের সামনে। শনিবার। ছবি: রয়টার্স |
|