তিন দশকের বেশি পার হয়ে গিয়েছে, মহানায়ক নেই। আজও তাঁর অনুপস্থিত উপস্থিতির দাপট এমনই যে, নাতি গৌরব চট্টোপাধ্যায়ের রিসেপশন হয়ে দাঁড়াল শনিবারের ‘টক অফ দ্য টাউন’।
নলবনে সবুজের মাঝে ঝিলমিলে আলো। সাদা-সোনালি রঙে মোড়া আরও উজ্জ্বল মঞ্চ। দুই পাশে হাসি-মাখা দু’টি ছবি। একটিতে উত্তম-গৌরী, আর একটিতে উত্তম-পুত্র প্রয়াত গৌতম। যেন তাঁদের আশীর্বাদ নিয়েই কালো স্যুট ও গোলাপি বেনারসিতে গৌরব-অনিন্দিতা নতুন বিয়ের খুশিতে ঝলমলে। ওদের হাসিতে যেন সেই হারানো সুর। |
নলবনে গৌরবের বিয়ের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র |
কয়েকটি ছবিতে অভিনয় করলেও বর-কনে দু’জনেই আদতে টেলিভিশন-শিল্পী। এই মুহূর্তে ‘ঘরে ফেরার গান’ নামে এক সিরিয়ালে দু’জনেই দাপটে অভিনয় করছেন। কিন্তু ওঁদের নিজস্ব গ্ল্যামারের পিছনে যে আরও একটি চালচিত্রের আভা, তার আলো এখনও সব কিছুকে ছাপিয়ে যায়। মুম্বই থেকে এসেছেন গায়ক অভিজিৎ। অনিন্দিতাদের বিশেষ ঘনিষ্ঠ তিনি। তাঁর কাছেও এটা উত্তমকুমারের নাতির বিয়ে! বললেন, “প্রবাসী বাঙালিদের কাছে বাংলা ছবি মানেই উত্তমকুমার!” সস্ত্রীক সন্তু মুখোপাধ্যায় স্মৃতি থেকে বললেন, “চাটুজ্জে বাড়ির শেষ নিমন্ত্রণ খেয়েছি বুড়োর (তরুণ কুমার) মেয়ে ঝিমলির বিয়েতে। তার পর এ বার।”
ভবানীপুরের চাটুজ্জে বাড়ির সঙ্গে দারুণ সম্পর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। নলবনে এসে বললেন, “এ তো আমার নিজের বাড়ি!” কনের মাকে বললেন, “দুই ননদের জন্য আপনার কেনা পোশাক দু’টি খুব সুন্দর। ওদের জিজ্ঞেস করলাম, ওরা বলল বউদি দিয়েছে।” নলবনেই মমতার সঙ্গে দেখা হয়ে গেল ধ্রুপদী সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীরও। অজয়বাবুও একই সুরে বললেন, “উত্তমকুমার তো দেশের রত্ন! ওঁর জন্যই এখানে আসা!
শুধু কি মমতা? শুধুই কি অরূপ বিশ্বাস-মদন মিত্র-সুব্রত বক্সীর মতো এ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা? এমনই টান, যে ঘরের মাঠে ভারত-ইংল্যান্ড ম্যাচ উপেক্ষা করে ঝাড়খণ্ডের সদ্যপ্রাক্তন ভূমি ও ভূমি রাজস্বমন্ত্রী মথুরাপ্রসাদ মাহাতো রাঁচি থেকে চলে এসেছেন রিসেপশনে। তোপচাঁচিতে উত্তমকুমারের কেনা জমিতে হাসপাতাল গড়ার কাজে সাহায্য করছেন তিনি। বললেন, “এই অনুষ্ঠানে আসতেই হত!”
বাংলা ছোট ও বড় পর্দার চেনামুখেরা তো ছিলেনই। অনিরুদ্ধ রায়চৌধুরী-রাজ চক্রবর্তী-সুদেষ্ণা রায়রে মতো পরিচালক থেকে শুরু করে গৌরব-মিমির মতো নবীন শিল্পী, গায়ক অনুপম, কে নেই? নবদম্পতিকে আশীর্বাদ করলেন মাধবী মুখোপাধ্যায়। বললেন, “সব আনন্দের মধ্যেই একটা বেদনা লুকিয়ে থাকে। আজ একটাই দুঃখ, উত্তমবাবু নেই।” |
(সহপ্রতিবেদন, বিদীপ্তা বিশ্বাস)
|
অখিলেশ যাদবের সঙ্গে ক্যাটরিনা কাইফ। লখনউয়ে। ছবি: পিটিআই |