পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তকারী অফিসার কামরান ফয়জলের মৃত্যুকে ঘিরে শুরু হল জলঘোলা। শনিবার ফয়জলের কাকা তারিক মাসুদ দাবি করেন ফয়জলের মৃত্যু নিছকই আত্মহত্যা ছিল না। তাঁদের ছেলে কোনও চক্রান্তের শিকার হয়েছেন। পরিকল্পনা করেই খুন করা হয়েছে ফয়জলকে। মাসুদ জানান, ফয়জলের মৃতদেহে ছিল প্রচুর ক্ষতচিহ্ন। “আঘাতের চিহ্ন ছিল ফয়জলের পিঠে, গলায়, হাতে।” তাঁর দাবি, “শক্ত করে দড়ি দিয়ে হাত বেঁধে দেওয়ার চিহ্নও রয়েছে ফয়জলের কব্জিতে।” ফয়জলের শেষকৃত্যে উপস্থিত সংবাদমাধ্যমকে ছেলের দেহের ক্ষতচিহ্নগুলি দেখিয়েছেন ফয়জলের বাবা আব্দুল হামিদ। ছেলের মৃত্যুকে ঘিরে বিচারবিভাগীয় তদন্তের দাবিও করেছেন তিনি। ফয়জলের সহকর্মীরা জানান, “খুন না আত্মহত্যা কী ভাবে মৃত্যু হয়েছে ফয়জলের জানি না, তবে তাঁর মৃত্যু যে স্বাভাবিক নয়, এ বিষয়ে নিশ্চিত আমরা।”
|
একের পর এক যান্ত্রিক ক্রটির খবর আসায় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বাইরে বিক্রি বন্ধ করার নির্দেশিকা জারি করেছিল মার্কিন বিমান পরিষেবা নিয়ন্ত্রণ সংগঠন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। কিন্তু শনিবার তারা জানিয়েছে, বিক্রি বন্ধ করলেও উৎপাদন কিন্তু চলবে। মাঝেমধ্যেই বিমানগুলির যান্ত্রিক ক্রটি ধরা পড়ছিল। সেই কারণেই বিশ্বজুড়ে পঞ্চাশটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বসিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে দেশের ছ’টি ৭৮৭ ড্রিমলাইনারও রয়েছে। এক বিবৃতিতে এফএএ-র মুখপাত্র জানিয়েছেন, “নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। প্রতিটি বিমান পরীক্ষা করে দেখা হবে।” জাপানের একটি বিমানের ব্যাটারিতে সমস্যা দেখা দিয়েছিল। পরে ওই ব্যাটারি পরিবর্তন করে দেওয়া হয়েছে। বর্তমানে চিলি, ইথিওপিয়া, ভারত, জাপান, পোল্যান্ড, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রিমলাইন চলাচল করে।
|
আদালত অবমাননার দায়ে নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইকে সমন পাঠাল সুপ্রিম কোর্ট। ডাকা হয়েছে অ্যাটর্নি জেনারেল মুক্তি নারায়ণ প্রধানকেও। ২০০৪ সালে মাওবাদীদের হাতে নিহত হন সাংবাদিক দেকেন্দ্র রাজ থাপা। সেই সংক্রান্ত এক মামলায় হস্তক্ষেপ করার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। এক সপ্তাহের মধ্যে তাঁদের লিখিত জবাব জমা দিতে বলেছেন বিচারপতি সুশীলা।
|
দুর্নীতির অভিযোগ উঠল নিউ অর্লিয়্যান্সের প্রাক্তন মেয়র রে নাগিনের বিরুদ্ধে। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনা আছড়ে পড়ায় তছনছ হয়ে যায় সেই শহর। ২ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ নিয়ে ঠিকাদারদের শহর পুনর্গঠনের সুযোগ করে দেন বলে অভিযোগ রে নাগিনের বিরুদ্ধে। |