টুকরো খবর
পরিবর্তন নেই শিলিগুড়ি আইটিআইতে
পরিবর্তন হল না শিলিগুড়ি আইটিআই কলেজ ও মহিলা আইটিআই কলেজে। শুক্রবার ওই দুটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়। শিলিগুড়ি আইটিআই কলেজের ১৭টি আসনের মধ্যে ১১টিতে জয়ী হয় তৃণমূল ছাত্র পরিষদ। বাকি ৬টি আসন দখল করে এসএফআই। ওই কলেজটি টিএমসিপির দখলে ছিল। মহিলা আইটিআই কলেজে ৮টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয় এসএফআই। বাকি ১টিতে জয়ী হয় টিএমসপি। মহিলা আইটিআই কলেজ এসএফআইয়ের দখলে ছিল। ফল ঘোষণার পর টিএমসিপির সদস্যরা শিলিগুড়ি আইটিআই কলেজে এসএফআই কর্মীদের উপর হামলা করে বলে অভিযোগ। ওই ঘটনায় ৩ এসএফআই সদস্য জখম হয়েছেন বলে দাবি করা হয়েছে। এসএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক সৌরভ দাস বলেন, “নির্বাচনের আগে থেকেই কলেজে সন্ত্রাস শুরু করেছিল টিএমসিপি। এদিন বহিরাগতদের নিয়ে হামলা চালায় টিএমসিপি। আমাদের ৩ জন ছাত্র জখম হয়েছেন।”

কর্মহীনতার আশঙ্কা কর্মীরা
বিলিং ব্যবস্থা আধুনিকীকরণের জন্য চুক্তিভিত্তিক কর্মীরা কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন। শনিবার থেকে ওই কর্মীরা আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। রাজ্য বিদ্যুৎ পর্ষদের আলিপুরদুয়ারের ডিভিশনাল ম্যানেজার সৌমেন দাস জানান, স্পট বিলিং দেওয়ার নির্দেশ এসেছে। স্পট বিলিং করবেন একটি বেসরকারি সংস্থা। জাতীয়তাবাদী বিদ্যুৎ শিল্পবন্ধু কর্মী ইউনিয়নের আলিপুরদুয়ার লোকাল কমিটির সভাপতি প্রবোধ চক্রবর্তী জানান, এত দিন চুক্তির ভিক্তিতে নিযুক্ত কর্মীরা বাড়ি গিয়ে বিদুতের মিটার দেখে রিডিং নিয়ে দফতরে আসত। এর পরে রিডিং দেখে বিল পাঠানোর কাজ করত। কিন্তু স্পট বিলিং চালু হলে চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীরা বেকার হয়ে পড়বেন। তাই তাঁরা আন্দোলনে নামছেন।

অর্থমন্ত্রীকে স্মারকলিপি
স্বচ্ছ প্রশাসন-সহ একাধিক দাবিতে অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিল স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। শুক্রবার শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরের মাধ্যমে তা অর্থমন্ত্রী অমিত মিত্রের কাছে পাঠানো হয়। অনিয়মিত কর্মীদের নিয়মিত করা, সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ, অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ না করে নতুনদের সুযোগ দেওয়া, ঠিকাদারের চুক্তিপ্রথা বাতিল, স্বচ্ছ প্রশাসনের দাবি জানানো হয়। বোনাসের উর্ধ্বসীমা বাড়ানো সহ বেশ কয়েকটি পদক্ষেপে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। সংগঠনের দার্জিলিং জেলার সম্পাদক প্রশান্ত সরকার বলেন, “আর্থিক দুরবস্থার মধ্যেও নতুন সরকার বেশ কিছু ভাল পদক্ষেপ করেছেন। আরও কিছু দাবি জানিয়েছি। কিছু আমলা ও সরকারি আধিকারিক সরকারের বদনাম করার চেষ্টা করছে, সে ব্যপারেও ব্যবস্থার দাবি জানিয়েছি।”

তরুণীকে মারধরের অভিযোগ
এক তরুণীকে মারধর ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। শুক্রবার বাগডোগরা থানার ভোজনারায়ণ চা বাগানের ওই তরুণী থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই তিন যুবক কয়েকদিন আগে তাঁর ছোট ভাইকে মারধর করে। তার প্রতিবাদ করায় ওই তিন যুবক তাঁর উপর চড়াও হয়। বিষয়টি নিয়ে সে সময়ই তিনি বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেছেন। তার পরেও ফের তাঁকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নকশালবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি গৌতম কীর্তনিয়া বলেন, “অভিযুক্তদের কড়া ব্যবস্থার দাবি জানাব আমরা।”

২১ দিন খোঁজ নেই বৃদ্ধার
২১ দিন পরেও নিখোঁজ বৃদ্ধার সন্ধান না মেলায় পরিবারের দিশাহারা দশা। ফালাকাটা শহরের হঠাৎ কলোনির বাসিন্দা সব্জিবিক্রেতা ৭৫ বছর বয়সী ওই নিখোঁজ বৃদ্ধার নাম শৈলবালা সেন। ২৮ ডিসেম্বর তিন বস্তা এঁচোড় নিয়ে তিনি ফালাকাটা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে বোলপুরের দিকে যান। অসংরক্ষিত কামরার ওই যাত্রীর পর দিন বোলপুরে পৌঁছনোর কথা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি বোলপুরে না যাওয়ায় চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। বোলপুর ছাড়াও শিয়ালদহ স্টেশনে খোঁজ করে তাঁর খোঁজ মেলেনি। পরে বৃদ্ধার বড় ছেলে তরণী ৫ জানুয়ারি ফালাকাটা থানায় নিখোঁজ ডায়েরি করেন। চার বছর আগে শৈলবালা দেবী মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। এর পরে তাঁকে বাড়ির বাইরে যেতে দেওয়া হত না। বৃদ্ধার পরিবারের অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ী বাড়ির কাউকে না জানিয়ে বৃদ্ধাকে এঁচোড়ের বস্তা দিয়ে ট্রেনে তুলে দিয়েছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.