নিরাপত্তার দাবিতে ছাত্রীদের বিক্ষোভের পরেই কলেজের সামনে পাকাপাকি ভাবে বসেছে পুলিশ পিকেট। রাস্তায় শুরু হয়েছে পুলিশি টহলদারি। তাতেই কাজ হল শুক্রবার। এক ছাত্রীকে কটূক্তির অভিযোগে পথচারী এক যুবককে হাতেনাতে ধরল পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজাবাজারের আচার্য প্রফুল্লচন্দ্র রোডে। পুলিশ জানায়, সম্প্রতি রাজাবাজার সায়েন্স কলেজের এক ছাত্রীর সঙ্গে বাসে অশালীন আচরণের অভিযোগ ওঠে। নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন পড়ুয়ারা। পুলিশের দাবি, কলেজের সামনে এখন দিনভর নজরদারি চলে। পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে কলেজে যাচ্ছিলেন সাইকোলজি বিভাগের এক ছাত্রী। অভিযোগ, তখনই গিরিশ পার্কের বাসিন্দা যশপাল সিংহ নামে এক যুবক অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি করে। টহলরত আমহার্স্ট স্ট্রিট থানার এএসআই পরেশচন্দ্র বিশ্বাসকে ওই তরুণী বিষয়টি জানালে তিনিই যশপালকে ধরেন। যশপাল দোষ কবুলও করে বলে দাবি পুলিশের। আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরে সায়েন্স কলেজের সাইকোলজি বিভাগের প্রধানের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় কারখানার কর্মী যশপাল। ডিসি (নর্থ) গৌরব শর্মা বলেন, “কলেজের সামনে টহলদারি বেড়েছে। অভিযোগ পেয়েই ওই যুবককে গ্রেফতার করা হয়।” ঘটনার পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন। সুরঞ্জনবাবু জানান, কমিশনার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্য দিকে, দুই ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার রাতে সুমিত ঝা নামে এক ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে পুলিশ।
|
শহরে একের পর এক স্কুলগাড়ি দুর্ঘটনা ঘটে চললেও চালকদের মধ্যে যে সচেতনতা আসেনি, তা ফের প্রমাণিত হল শুক্রবার দুপুরে। এ দিন লেকটাউনে একটি স্কুলগাড়ি উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। ঘটনায় অনুষ্কা দাস ও মহুলি বোস নামে দ্বিতীয় শ্রেণীর দুই ছাত্রী চোট পেয়েছে। দু’জনেরই বাড়ি দমদম এলাকায়। স্থানীয় একটি নার্সিংহোমে আহত ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ওই স্কুলগাড়ি-সহ চালককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই স্কুলগাড়িটি লেকটাউনের সার্ভিস রোড ধরে বাঙুরের দিকে যাচ্ছিল। গাড়িতে আট জন ছাত্রী ছিল। সার্ভিস রোড ধরে বাঙুরের রাস্তায় ওঠার মুখে হঠাৎই উল্টো দিক থেকে অন্য একটি গাড়ি সার্ভিস রোডে চলে আসে। স্কুলগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই গাড়িটিকে। স্কুলগাড়ির সামনের সিটেই বসেছিল অনুষ্কা ও মহুলি।
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হল কোন ধরনের অনুষ্ঠানের জন্য কাদের ভাড়া দেওয়া যাবে, সেই বিষয়ে সুপারিশ করতে কমিটি গড়া হল সিন্ডিকেটের বৈঠকে। দুই সদস্যের ওই কমিটিতে আছেন উত্তরপাড়া প্যারীমোহন কলেজের অধ্যক্ষ মিলন পাল এবং বেলুড়ের রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ স্বামী তত্ত্বসারানন্দ। সিপিএমমুখপত্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৪ জানুয়ারি ওই হলে সভা করেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরা। এর প্রতিবাদে ৭ তারিখে কর্তৃপক্ষকে ঘেরাও করে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। সুরঞ্জনবাবু বলেছিলেন, এ বিষয়ে সিন্ডিকেটে আলোচনা হবে। এ দিন ঠিক হয়েছে, কমিটির সুপারিশ পেলে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়।
|
শিশুচুরির গুজব ঠেকাতে স্কুল-ক্লাবের সঙ্গে পুলিশের বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই শিশুচোর সন্দেহে কলকাতায় ফের গণপিটুনি। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় মেটিয়াবুরুজ কলেজ এলাকায় শিশুচোর সন্দেহে এক মহিলাকে মারধর করা হয়। গার্ডেনরিচ থানার ওসি রাম থাপা এলাকায় টহল দিতে গিয়ে মহিলার চিৎকার শুনে তাঁকে উদ্ধার করেন। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুজব ছড়ানো শুরু হয়েছিল তপসিয়া-তিলজলায়। এ দিন তিলজলার কয়েকটি স্কুল, ক্লাব ও বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসেন পুলিশকর্তারা। গুজবে কান না-দিতে অনুরোধ করেন তাঁরা।
|
শহরে এক নতুন ছিনতাই-চক্রের সন্ধান পেল পুলিশ। পুলিশ জানায়, বহুদিন ধরেই শহরের বিভিন্ন এলাকা থেকে ট্যাক্সিতে যাত্রী তুলে ছিনতাই করছিল এই চক্র। শনিবার রাসবিহারী থেকে সাকিরউদ্দিন মোল্লা নামে এক যাত্রী ট্যাক্সিতে ওঠেন। রাত সাড়ে বারোটা নাগাদ ট্যাক্সি রুবি মোড়ে গেলে ওই যাত্রীকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করা হয় বলে পুলিশ জানায়। টহলরত পুলিশের গাড়ি দেখতে পাওয়ায় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে ট্যাক্সি নিয়ে ছিনতাইকারীরা পালায়। সাকিরউদ্দিনের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ওই চক্রের তিন জনই গ্রেফতার হয়।
|
নিয়ন্ত্রণ হারানোয় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। বৃহস্পতিবার রাতে, এনএসসি বসু রোডে। পুলিশ জানায়, সুভাষ দে (৪৬) নামে ওই ব্যাক্তি নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারেন। তাঁর মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম সেমেস্টার রাষ্ট্রবিজ্ঞানের বাতিল পরীক্ষাটি হবে ২৯ জানুয়ারি। শুক্রবার সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ১১ ডিসেম্বর পরীক্ষা শুরুর পরে পরীক্ষার্থীরা অভিযোগ করেন, সব প্রশ্নই পাঠ্যক্রমের বাইরের। তাই পরীক্ষা বাতিল হয়। |