ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়েছে এমন গুজব থাকলেও মুম্বই-হামলার অন্যতম চক্রী ইলিয়াস কাশ্মীরির খোঁজ চালিয়ে যাবে আমেরিকা। একই সঙ্গে ফেরার আরও পাঁচ জঙ্গির খোঁজ চালানো হবে। শুক্রবার শিকাগোর এক আদালতে আমেরিকার এক সরকারি আইনজীবী ওই ছ’জনের নাম জানিয়েছেন। গত কালই মুম্বই-কাণ্ডে অভিযুক্ত তাহাউর রানার বিরুদ্ধে ১৪ বছরের কারাদণ্ড ঘোষণা করেছিল ওই আদালত। আগামী ২৪ জানুয়ারি আর এক অভিযুক্ত ডেভিড হেডলির শাস্তি ঘোষণা হওয়ার কথা। এ দিন যে ছ’জনের নাম ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে সাজিদ মির, আব্দুর রহমান হাসিম সৈয়দ ওরফে পাশার মতো কুখ্যাত জঙ্গিরা। অন্য দিকে, এ দিনই তাহাউর রানার আইজীবীরা জানান, গত কালের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হবে।
|
পূর্ব আলজিরিয়ায় জঙ্গিদের হাতে পণবন্দিদের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন পশ্চিমের বিভিন্ন দেশ। আলজিরিয়ার যোগাযোগ মন্ত্রী মহম্মদ সৈয়দ জানিয়েছেন, ওই ৪১ জন পণবন্দিদের মধ্যে অনেকেই নিহত হয়েছেন। বেশ কয়েক জন পণবন্দি পালাতেও পেরেছেন। অপহৃতদের মধ্যে ৭ জন মার্কিন ছাড়াও বেশ কয়েক জন ফরাসি, ব্রিটিশ, ফিলিপিন ও জাপানি ছিলেন। আলজিরিয়ার সরকারি মুখপাত্র জানিয়েছেন, সেনারা গ্যাস ক্ষেত্রটিকে ঘিরে রেখেছে।
|
খাঁটি সোনায় মোড়া একটা পেন। কিন্তু খুললেই দেখা মিলবে বন্দুকের। এই পেনটাই লর্ড মাউন্টব্যাটেনকে উপহার দিয়েছিলেন জোধপুরের রাজা । হাতে তৈরি এই পেনটাই লন্ডনের প্রিন্সেস লুইস হাউসে নিলাম হবে ২১ মার্চ। মনে করা হচ্ছে, পাঁচ হাজার থেকে সাত হাজার পাউন্ড দাম উঠতে পারে।
|
শুক্রবার মধ্য নেপালে একটি যাত্রিবাহী বাস নদীতে পড়ে তিন ভারতীয় সহ- চার জনের মৃত্যু হয়। কাঠমান্ডু থেকে ৭০ কিলোমিটার দূরে ধাডিং জেলার ত্রিশূলি নদীতে দুর্ঘটনাটি ঘটে। দু’জন ভারতীয়কে শনাক্ত করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় বাস চালকেরও মৃত্যু হয়েছে। |