আর্মস্ট্রংয়ের স্বীকারোক্তি |
আজ প্রখ্যাত মার্কিন সঞ্চালক ওপরা উইনফ্রেকে দেওয়া সাক্ষাত্কারে নিজের ডোপিংয়ের কথা অকপটে স্বীকার করলেন বিশ্বজয়ী সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং। তিনি জানান প্রতিটি ত্যুর দ্য ফ্রান্সেই মাদকের সাহায্য নিয়েছিলেন তিনি। মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করে ফিরে একে একে জিতে নিয়েছিলেন সাতটি ত্যুর দ্য ফ্রান্স প্রতিযোগিতা। অলিম্পিক ব্রোঞ্জজয়ী জানালেন এই উত্থানের আসল কারণ তাঁর নিষিদ্ধ মাদক সেবন।
|
কেষ্টপুরের প্রফুল্লকাননে পর পর ৬টি বাড়িতে চুরির ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাড়ির তালা ভেঙে সারা রাত ধরে লুঠপাঠ চালায় একদল দুষ্কৃতী। চুরি গিয়েছে লক্ষাধিক টাকা ও গয়না। এছাড়া খোয়া গিয়েছে মোবাইল-সহ অন্যান্য দামী জিনিসপত্রও। চুরির সময় ৬টি বাড়িই ফাঁকা ছিল বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
আজ ফের ধসের কারণে আতঙ্ক ছড়াল আসানসোলের বরাকর স্টেশন রোডে। কয়লা বের করার পর বালি ভরাট না হওয়ার কারণে ধস নামে বলে জানান এলাকার বাসিন্দারা। এই অঞ্চলে প্রায়ই এইরকম ঘটনা ঘটে বলে অভিযোগ। এর আগেও বালি ভরাট করার কাজ শুরু হলেও কিছুদিনের মধ্যেই কাজ আটকে যায়। প্রসঙ্গত এই কাজের জন্য বিসিএল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন এলাকার ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে বারে বারে ধস নামার কারণে এলাকার বেশ কিছু অংশ বসে গিয়েছে। এমনকি জায়গায় জায়গায় দেখা দিয়েছে ফাটল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই বিসিএল কর্তৃপক্ষকে ঘটনাস্থলে পাঠানো হবে। এখন গোটা এলাকা ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
|