জল পাব কবে, প্রশ্ন পুরপ্রধানকে
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
আন্ত্রিকে আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন পুরুলিয়ার পুরপ্রধান। বুধবার পুুরুলিয়া সদর হাসপাতালে পুরএলাকার আন্ত্রিক আক্রান্তদের দেখতে যান পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায়। পুর কর্তৃপক্ষ আন্ত্রিক নিয়ন্ত্রণ করতে পারছে না এই অভিযোগে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ দিন পুরপ্রধানকে হাসপাতালে সামনে পেয়ে এক রোগী জানতে চান, “কবে থেকে পানের যোগ্য জল পাব? ওই জল খেলে আবার অসুস্থ হব না তো?” তারকেশবাবু তাঁদের আশ্বস্ত করেন। হাসপাতালে অবশ্য আন্ত্রিকে আক্রান্ত রোগী ভর্তি কমেনি। সদর হাসপাতালের সুপার নীলাঞ্জনা সেন জানান, এ দিন দুপুর পর্যন্ত ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। পানীয় জল সরবরাহের পাইপ ফেটে ময়লা ঢুকে জল দূষিত হওয়ায় নামোপাড়া, রথতলা, ভাগাবাঁধ পাড়া, নাপিত পাড়া, জেলিয়া পাড়া-সহ কিছু এলাকায় আন্ত্রিক ছড়ায়। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের মেঝেতেও রোগীদের জায়গা করে দিতে হচ্ছে। ভিড় সামলাতে সদর হাসপাতালে আরও একটি ওয়ার্ড খোলার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দফতর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপনকুমার ঝরিয়াত বলেন, “পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে রোগীদের ভিড় আরও বাড়লে নতুন ওয়ার্ড খোলার পরিকল্পনা রয়েছে।” পুরপ্রধান দাবি করেছেন, “জল সরবরাহের পাইপের ফাটল মেরামত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।”
|
হাসপাতালে এড্স-এর ওষুধ বাড়ন্ত, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে পথ অবরোধ করলেন এড্স আক্রান্তরা। বুধবার দুপুরে তাঁরা মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে অবরোধ শুরু করেন। তার জেরে তীব্র যানজট হয়। পথচলতি মানুষ সমস্যায় পড়েন। কালেক্টরেট মোড়ের কিছু দূরেই মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড। স্ট্যান্ড থেকে ছেড়ে সব বাস এই পথ দিয়ে কেরানিতলা, এলআইসি মোড় পৌঁছয়। পরিস্থিতি দেখে বেশ কয়েকটি বাস ঘুরপথে চলাচল করে। এড্স আক্রান্তদের অবশ্য বক্তব্য, বাধ্য হয়েই তাঁরা অবরোধের পথে গিয়েছেন। অন্য হাসপাতালের মতো মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও এড্স প্রতিরোধ কেন্দ্র রয়েছে। যেখানে এড্স আক্রান্তদের চিকিৎসা করা হয়। তাঁদের ওষুধ দেওয়া হয়। অভিযোগ, কয়েক সপ্তাহ হল হাসপাতালে এই ওষুধের স্টক শেষ হয়েছে। নতুন করে আর ওষুধ আসেনি। ফলে, এড্স আক্রান্তরাও ওষুধ পাচ্ছেন না। বুধবার দুপুরে হাসপাতালে এসেছিলেন বেশ কয়েকজন এড্স আক্রান্ত। ওষুধ না পেয়ে তাঁরা কালেক্টরেট মোড় অবরোধ করেন। সমস্যার কথা মেনে মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শুদ্ধদন বটব্যাল বলেন, “এই ওষুধ স্বাস্থ্য ভবন থেকে আসে। স্টক শেষ হয়েছে। বুধবার দুপুরের মধ্যেই নতুন ওষুধ আসার কথা ছিল। ঠিক কী পরিস্থিতি, খোঁজ নিয়ে দেখছি।” বেশ কিছুক্ষণ পর অবশ্য অবরোধ তুলে নেন এড্স আক্রান্তরা। তাঁদের বক্তব্য, এটা প্রতীকী প্রতিবাদ।
|
চিকিৎসক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার্স সংগঠনের ঘাটাল মহকুমা সম্মেলন হল দাসপুর শহরের মিলন মঞ্চে। বুধবার সম্মেলনের উদ্বোধন করেন মহকুমাশাসক অংশুমান অধিকারী। সম্মেলনে মহকুমার প্রায় ৫০০ জন গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন।
|