টুকরো খবর
ধর্ষণ কি না পরীক্ষা হল
প্রথম বর্ষের ধর্ষিতা ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা হল। বুধবার জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে জলপাইগুড়ি সদর হাসপাতালে ওই পরীক্ষা করানো হয়। গত শনিবার উদ্ধারের পর থেকে ময়নাগুড়ি কলেজের ওই ছাত্রীকে জলপাইগুড়ির একটি হোমে রাখা হয়। তবে পরীক্ষা হলেও অভিযুক্ত গাড়ি চালকের খোঁজ এখনও পাওয়া যায়নি। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” ময়নাগুড়ির মাধবডাঙা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার আশ্রমপাড়ার বাসিন্দা ৩৫ বছরের এক বিবাহিত যুবক নিজেকে পিন্টু রায় পরিচয় দিয়ে গত ৯ জানুয়ারি ওই ছাত্রীকে অপহরণ করে প্রধাননগরে নিয়ে যায়। সেখানে এক বাড়িতে দু’দিন আটক রেখে ধর্ষণ করে বলে অভিযোগ। গত শনিবার ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ময়নাগুড়ি কলেজের শিক্ষক ও ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা এবং যে গাড়িতে ছাত্রীকে অপহরণ করা হয় তার চালককে গ্রেফতারের দাবিতে ক্লাস বয়কট করে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেন। পথসভাও হয়। একই দাবি জানিয়ে বুধবার জেলা পুলিশ সুপারকে চিঠি দেন কলেজের অধ্যক্ষ দেবকুমার মুখোপাধ্যায়। তিনি বলেন, “ওই ধরণের ঘটনার প্রতিবাদে সব মহলকে এগিয়ে আসা জরুরি। পুলিস কর্তাদের কাছে গাড়ির চালককে দ্রুত গ্রেফতার এবং ধৃতের কড়া শাস্তির দাবিও জানিয়েছি।” এ দিকে ছাত্র সংসদের তরফে এদিন কালা দিবস পালনের ডাক দেওয়া হলেও কলেজে পরীক্ষা থাকায় তা বাতিল করা হয়। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অলোক রায় বলেন, “কালা দিবস পালনের সব রকম প্রস্তুতি ছিল কিন্তু অনার্সের টেস্ট পরীক্ষা থাকায় তা বাতিল করে দিতে হয়েছে।”

শ্রমিক অসন্তোষ মিটে গেল
ফাঁসিদেওয়ার মহানন্দা ব্যারেজ লাগোয়া একটি বিনোদন পার্কের শ্রমিক অসন্তোষ কার্যত মিটে গেল। বুধবার শিলিগুড়ির যুগ্ন শ্রম কমিশনারের দফতরে সমস্ত পক্ষকে নিয়ে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রের খবর, সহকারি শ্রম কমিশনার মৃণাকান্তি নষ্করের উপস্থিতিতে বৈঠকে আন্দোলনকারী বিনোদন পার্কের অস্থায়ী ১৩ জন শ্রমিকের চাকরির স্থায়ীকরণ, পিএফ, বেতন বৃদ্ধি, একজনের বদলি বাতিলর মত দাবিগুলি উঠে আসে। ফাঁসিদেওয়ার বিডিও বীরুপাক্ষ মিত্র জানান, বৈঠক ঠিক হয়েছে ২০১৭ সালের মধ্যে ১৩ জনকে পর্যায়ক্রমে স্থায়ী করা হবে। সেই সঙ্গে স্থায়ী কর্মীদের মত তাদের বেতন বৃদ্ধিও হবে। ২০১৩ সালের ১ এপ্রিল থেকে শ্রমিকদের পিএফ কাটাও শুরু হবে। পাশাপাশি, এক কর্মীর বদলির বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বিনোদন পার্কের কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে পার্কের ওই কর্মীরা আন্দোলনে নামেন। প্রথম দফায় বিডিও-র উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানেই এ দিনের বৈঠকের দিনক্ষণ ঠিক হয়।

মানুষের জন্য শিবিরে মন্ত্রী
নকশালবাড়ির বড় মণিরাম এবং খড়িবাড়ির বুড়াগঞ্জে বাসিন্দাদের সমস্যা নিয়ে শিবির করল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। বুধবার দুপুরে নকশালবাড়ির শিবিরে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী গৌতম দেব। প্রশাসনিক সূত্রের খবর, গত সেপ্টেম্বর মাসে মন্ত্রী ‘মানুষের কাছে চল’ নাম দিয়ে পদযাত্রা শুরু করেন। সেই সময় তিনি নকশালবাড়ির বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। তখনই মন্ত্রী বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। মন্ত্রী জানান, এদিন ১২টি দফতরের আধিকারিকেরা শিবিরে উপস্থিত ছিলেন। সামাজিক বিভিন্ন প্রকল্প, ভাতা, রেশন কার্ড, বিপিএলের কার্ডের সমস্যার পাশাপাশি এলাকার উন্নয়নেপ নানা প্রস্তাব মানুষ শিবিরে দিয়েছে। বিকাল অবধি প্রায় ৪ হাজার মানুষ শিবিরে এসেছে। এর পরে উত্তর দিনাজপুর, মালদহ, ডুয়ার্সে এই ধরনের পদযাত্রা এবং শিবির হবে।

দুর্ঘটনায় মৃত যুবক
ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভক্তিনগর থানার আশিঘর মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম মানিক বর্মন (১৮)। তার বাড়ি চয়নপাড়া এলাকায়। ঘটনার পর প্রায় এক ঘন্টা ইস্টার্ন বাইপাস অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ভক্তিনগর থানারই সাত মাইল এলাকায় এদিন সন্ধ্যায় ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ফজলুল হকের (২৬) মৃত্যু হয়েছে। ট্রাকটি শিলিগুড়ির দিকে আসছিল।

ধৃত জেল হাজতে
অপহরণ মামলায় ধৃত যুবককে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিল আদালত। বুধবার দুপুরে আলিপুরদুয়ার মহকুমা আদালতে ধৃত যুবক, তরুণীকে তোলা হয়। শুক্রবার পূর্ব চিকলিগুড়ির ওই তরুণীকে অপহরণ করা হয়। আলিপুরদুয়ার-১ ব্লকের শিলবাড়ি ঘাটের বাসিন্দা আজাদুল আলিকে ওই ঘটনায় পুলিশ গ্রেফতার করে। এদিন বিচারক তরুণীর জবানবন্দি নেন।

জাল টাকা পাচারে ধৃত
জালটাকা পাচারচক্রের এক পাণ্ডা-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিহারের চম্পারণ থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম লালবাবু সাহা এবং সুরেন্দ্র ঠাকুর ওরফে সুরেন্দ্র শর্মা। সম্প্রতি জালনোট নিয়ে যাওয়ার সময় শিলিগুড়িতে এক মহিলা এবং এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এ দিন দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

বৈঠকে জলের প্রশ্ন
নির্মাণ কাজে ঢালাই করতে জলের জন্য অনেকেই পুরসভার পানীয় জলের ট্যাঙ্কি চাইতেন। বুধবার তা নিয়ে প্রশ্ন উঠেছে শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদের বৈঠকে। ঠিক হয়েছে এ বার থেকে পানীয় জল নয় ওই কাজের জন্য আলাদা জলের ব্যবস্থা হবে। পাশাপাশি পানীয় জল সরবরাহের ট্যাঙ্কির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বাউল উৎসব
বুধবার গজলডোবা ১০ নম্বর কলোনি এলাকায় লোক সংস্কৃতি ও বাউলসঙ্গীত উৎসব শুরু হল। পাঁচদিন ধরে উৎসব চলবে।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভক্তিনগর থানার আশিঘর মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মানিক বর্মন (১৮)। তার বাড়ি চয়নপাড়া এলাকায়। ঘটনার পর প্রায় এক ঘণ্টা ইস্টার্ন বাইপাস অবরোধ হয়।

উৎসব
জলপাইগুড়ির ২২ নম্বর পুর ওয়ার্ড কমিটির পরিচালনায় হতে চলেছে সাংস্কৃতিক উৎসব। আগামী ২৫-২৮ জানুয়ারি সাংস্কৃতিক উৎসব হবে। ভাইস চেয়ারম্যান পিনাকি সেনগুপ্ত জানান, ২৮ জানুয়ারি সন্ধ্যায় ২০ জনকে সংবর্ধনা দেওয়া হবে।

দুর্ঘটনায় মৃত্যু
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার ভোরে মালবাজার থানা এলাকার বাঁশবাড়ি লাগোয়া ৩১নং জাতীয় সড়কে। মৃতের নাম অশোক মিঞ্জ (২০)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.