লাভপুরের লাঘাটা-সর্পরাজপুর অম্বেডকর স্মৃতি কমিটির পরিচালনায় স্থানীয় ফুটবল মাঠে শুরু হল আদিবাসীদের ফুটবল প্রতিযোগিতা। ১৩ জানুয়ারি ১৬ দলীয় ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন আইএফএ’র সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সম্পাদক দেবাশিস ওঝা, স্থানীয় শিল্পপতি মহাদেব দত্ত প্রমুখ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল সুন্দিপুর আদিবাসী গাঁওতা গোমাই আদিবাসী সঙ্ঘ। টাইব্রেকারে ৫-৩ গোলে আদিবাসী গাঁওতাকে পরাজিত করে গোমাই। আগামী ২৭ জানুয়ারির খেলায় বোলপুর আদিবাসী সঙ্ঘের মুখোমুখি হবে শাঁখপুর আদিবাসী ক্লাব। আয়োজক সংস্থার সম্পাদক মথুরা মাড্ডি জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ রৌপ্য পদক দেওয়া হবে।
|
নানুরের শ্রীভূমি নাট্য গোষ্ঠী পরিচালিত ১৬ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দুবরাজপুর এমজি রয়্যালস। ১৪ জানুয়ারি স্থানীয় পঞ্চায়েত সমিতির মাঠে ওই খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে এমজি রয়্যালস নির্ধারিত ১২ ওভারের খেলায় ৫ উইকেটে ১৯৮ রান করে। জবাবে হ্যালো বোলপুর ৭ উইকেটে ১৫৫ রান করে। জয়ী দলের কামরুল আলি ম্যাচের সেরা হয়েছেন। মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গদাধর হাজরা। আয়োজক সংস্থার সম্পাদক রন্তু দাস জানান, পুরস্কার হিসেবে উইনার্স ও রানার্স দলকে ৮০০০ ও ৫০০০ টাকাও দেওয়া হয়েছে।
|
পুরুলিয়া ক্লাব আয়োজিত অশোক আইকত স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা হল ১১-১৪ জানুয়ারি পুরুলিয়া ক্লাব প্রাঙ্গণে। অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ৫০ ও পঞ্চাশ বছরের উপর-- এই তিনটি বিভাগে সিঙ্গলস ও ডাবলসে মোট ৯৩ জন প্রতিযোগী যোগ দেন। সিঙ্গলসে অনূধ্ব ১৬ বিভাগে চ্যাম্পিয়ন হয় অভিষেক শ্রীবাস্তব, অনূর্ধ্ব ৫০ বিভাগে সিদ্ধার্থ পাল। সিঙ্গল ডাবলস-এ চ্যাম্পিয়ন হন অভিষেক শ্রীবাস্তব ও প্রত্যুষ রাঠি, অনূর্ধ্ব ৫০ বিভাগে মোহিত লাটা ও দেবানন্দ লাটা এবং পঞ্চাশের উপর বিভাগে ডবলসে জয়ী হয়েছেন কৃষ্ণেন্দু চেল ও অতনু সেনগুপ্ত।
|
আনাড়া একাদশ আয়োজিত তৃতীয় বর্ষ পি কে মুখোপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বর্ধমানের চিত্তরঞ্জন বালক সঙ্ঘ। গত ১২ ফেব্রুয়ারি আনাড়া রেলওয়ে ময়দানে ফাইনাল খেলায় তাঁরা ঝাড়খন্ডের ধানবাদ ইলেভেন ব্রাদার্সকে ৫০ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বালক সঙ্ঘ নির্ধারিত ৮ ওভারে ছয় উইকেট হারিয়ে ৯৬ রান তোলে। জবাবে ইলেভেন ব্রাদার্স ৮ ওভারে ৪৬ রান তুলতে সমর্থ হয়। সেরা খেলোয়াড় নিবার্চিত হয়েছেন ইলেভেন ব্রাদার্সের রোহিত শর্মা।
|
পাত্রসায়রের নিউ স্টার ক্লাব পরিচালিত নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইন্দাস জেসিটি ক্লাব। ফাইনাল ম্যাচে তারা সাত উইকেটে পাত্রসায়রের নিউ স্টার ক্লাবকে হারায়। সোমবার পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন মাঠে চুড়ান্ত পর্যায়ের খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে চার উইকেট হারিয়ে পাত্রসায়র নিউ স্টার ১০০ রান করে। পরে ব্যাট করতে নেমে ইন্দাস জেসিটি ১৩ ওভারে তিন উইকেট হারিয়ে ওই রান টপকে যায়। ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হন পাত্রসায়র নিউ স্টার ক্লাবের সায়ন্তন চক্রবর্তী, ইন্দাসের অক্ষয় দাস ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। আটটি দল যোগ দিয়েছিল।
|
মানভূম ক্রীড়া সংস্থার মাঠে ১২ জানুয়ারি হয়ে গেল পঞ্চম জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা। জেলা মাদ্রাসা সংগঠক আবদুল লতিফ আনসারি জানিয়েছেন, সিনিয়র হাই মাদ্রাসা, হাই মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র-সহ মোট ১৪টি মাদ্রাসা থেকে ৬০টি ইভেন্টে ৩৪০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। প্রথম স্থানাধিকারীরা আগামী ৬-৮ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গণে রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে।
|
বরাবাজার থানার সিন্দরিতে শনি ও রবিবার দু’দিন ধরে ফুটবল প্রতিযোগিতা হল। ১৬টি দল যোগ দিয়েছিল। চূড়ান্ত খেলায় ইন্দ্রবিল ইউভিসি ফুটবল ক্লাবকে ঝাড়খন্ডের পটমদা ফুটবল ক্লাব ২-০ গোলে পরাজিত করে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো।
|
বাঁকুড়া পাঠকপাড়া অগ্রণী সঙ্ঘের ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল সম্প্রতি। দৌড়, অঙ্ক দৌড়ের মত খেলায় অনেক কচিকাঁচা যোগ দেয়।
|
সাবডিভিশন সাবজুনিয়ার ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল বাঁকুড়ায় শহরে। উদ্যোক্তা সিএবি। লিগের সবকটি ম্যাচে জিতে সেরা দল হয় বাঁকুড়া সদর মহকুমা। মোট পাঁচটি দল খেলেছিল।
|
বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সঙ্ঘের উদ্যোগে আগামী ২৩ জানুয়ারি বাঁকুড়া শহরে পুরুষদের ৫ মাইল দৌড় প্রতিযোগিতা হচ্ছে। |