টুকরো খবর
মুখ্যমন্ত্রীর সফরের মুখে আগাম কল্পতরু জেলাশাসকই
মুখ্যমন্ত্রীর পথেই হাঁটল জেলা প্রশাসন। শুক্রবার নদিয়া সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে, বুধবার নদিয়ার জেলাশাসক অভিনব চন্দ্রা রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে উন্নয়নের ফিরিস্তি শোনালেন। এর আগে জেলা সফরে এসে ‘কল্পতরু’ হয়ে উঠেছিসেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি দিয়েছিলেন এক গুচ্ছ প্রকল্পের। সেই উন্নয়নের তালিকাই ফের শোনালেন জেলাশাসক। তিনি বলেন, “১০০ দিনের কাজের প্রকল্পে এ পর্যন্ত গড়ে ২৪ দিন কাজ হয়েছে। ৩৪ দিন আগে মাত্র ১৪.২ দিন কাজ হয়েছিল। তারপর থেকে জোর কদমে কাজ করায় ওই সাফল্য মিলেছে।” বিএডিপি প্রকল্প থেকে সীমান্ত এলাকার ৭টি ব্লকে ‘অর্গানিক ভিলেজ’ তৈরি করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, “গত বছর যেখানে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ১২-১৫ লক্ষ টাকার কাজ করেছিল, সেক্ষেত্রে এ বার গড়ে ৫০ লক্ষ টাকার কাজ করছে। ব্লক গুলি গত বছর যেখানে বছরে এক কোটি ৩৫ লক্ষ টাকার কাজ করেছে, সেক্ষেত্র এ বার গড়ে ৪ কোটি ৮৮ লক্ষ টাকার কাজ হবে।” সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রেও নদিয়া যথেষ্ট সফল বলে তাঁর দাবি। তিনি বলেন, “যেমন গীতাঞ্জলির কাজ শুরু হয়েছে। বেশ কিছু সাইকেল দেওয়া হয়েছে। আরও কিছু সাইকেল মুখ্যমন্ত্রী শুক্রবার বিলি করবেন।”

ধর্ষণের অভিযোগ
স্বামী পড়ে গিয়ে জখম হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি। দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে। এমনই খবর দিয়েছিল বাড়িতে। তারপর প্রতিবেশী মহিলাকে নাগপুরে নিয়ে গিয়ে টানা ১৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল নবদ্বীপের ফকিরডাঙা-ঘোলাপাড়ার সাবির শেখের বিরুদ্ধে। ওই মহিলা বুধবার নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর কথায়, “২১ ডিসেম্বর পাশের গ্রাম নসরতপুরে মামারবাড়ি যাচ্ছিলাম। সেই সময়ে সাবির জানায়, কাজ করার সময়ে স্বামী পড়ে জখম হন। তাঁকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। আমাকেও কলকাতা যেতে হবে।” ওই মহিলা কোনও দিন শহরে যাননি। অপরিচিত শহরে সে সময়ে ‘ভরসা’ ছিলেন সাবির। তারপরেই তাঁকে নাগপুর নিয়ে গিয়ে অত্যাচার চালায়।

বিয়ে রুখল প্রশাসন
ফের নাবালিকা বিয়ে রুখল প্রশাসন। বুধবার ডোমকলের নরজপুর গ্রামে এক কিশোরীর বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্র বিয়ের আসরে হাজির হন। তারপর নাবালিকার বাবাকে বুঝিয়ে নিরস্ত করেন। বিডিও বলেন, “বিয়ের আসর বসেছিল বাড়িতে। আমরা গিয়ে বিয়ে ভেস্তে দিই। তাঁর ভুল হয়েছিল বলে স্বীকার করেন মেয়ের বাবাও।”

মাইক বাজানোর প্রতিবাদে হেনস্থা
মঙ্গলবার শীতের দুপুরে মাইক বাজিয়ে মীরা পলাশি স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন মাঠে বনভোজন করছিলেন স্থানীয় কিছু লোক। পাশেই মীরা পলাশি প্রাথমিক চক্রের অবর পরিদর্শক অরুণ মল্লিকের উপস্থিতিতে শিক্ষা দফতরের অফিসে ট্রেনিং চলছিল। নিষেধ করলেও মাইক বাজানো বন্ধ না হওয়ায় অরুণবাবু পুলিশে নালিশ করেন। ঘটনাস্থলে পুলিশ আসে। এতেই ক্ষিপ্ত লোকজন অবর পরিদর্শককে হেনস্থা করে বলে অভিযোগ। অরুণবাবু বলেন, “মাইক বাজাতে বারণ করায় অন্তত ৮০ জন আমায় লাথি, চড়, ঘুষি মারে। ঘটনাটি পুলিশকে জানিয়েছি।”

ছাত্র সংঘর্ষ, জখম ৫
বুধবার বগুলার শ্রীকৃষ্ণ কলেজে ছাত্রদের সংঘর্ষে ৫ জন জখম বলে দু’পক্ষের দাবি। প্রতিবাদে কলেজের সামনে বগুলা-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল ছাত্রপরিষদ। স্থানীয় ছাত্রপরিষদ নেতা নিত্যগোপাল মণ্ডল বলেন, “সংসদ জবরদস্তি দখল করতে বহিরাগতদের নিয়ে তৃণমূল হামলা চালায়।” তৃণমূল নেতা কল্যাণ ঢালি বলেন, “ছাত্রপরিষদের দুষ্কৃতী আমাদের মারধর করছে।” অধ্যক্ষ অরুণকান্তি সাহা বলেন, “ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, জানা যায়নি।”

পাচারকারী ধৃত
মুর্শিদাবাদের ডোমকলে মঙ্গলবার রাতে কাঠ পাচারকারিদের ঠেকাতে গুলি চালাতে হল পুলিশকে। কাঠ পাচারের খবর পেয়ে ডোমকলের বাজাপ্তি জঙ্গলে ওই রাতে হানা দেয় পুলিশ। সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “ওই রাতে পুলিশের সঙ্গে কাঠ পাচারকারীদের সংঘর্ষ একটা হয়েছে। তবে গুলি চলেনি।”

অধ্যক্ষ ঘেরাও
লালগোলা কলেজের সংসদ নির্বাচনের ভোটার তালিকায় ৭০ জন ‘অবৈধ’ ভোটারের নাম রয়েছে অভিযোগে বুধবার অধ্যক্ষকে দু’ঘণ্টা ঘেরাও করে ছাত্র পরিষদ। অধ্যক্ষ জগন্নাথ ভট্টাচার্য বলেন “এক জন ‘অবৈধ’ ভোটারের নাম দিতে তারা পেরেছে।”

জয়ী ছাত্র পরিষদ
মঙ্গলবার নওদার আমতলা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ৬১টি আসনে মধ্যে ৪৯টি আসন পেয়ে জয়ী হয়েছে ছাত্র পরিষদ। ১২টি আসন পেয়েছে বামমোর্চা।

তলিয়ে গেলেন যুবক
নৌকায় বন্ধুদের সঙ্গে পিকনিক করার সময় বুধবার সন্ধ্যায় শম্ভুনগরে রাজা আচার্য নামে এক যুবক জলঙ্গিতে তলিয়ে যান। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি কৃষ্ণনগরের চকেরপাড়া এলাকায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.