|
|
|
|
পচে যাওয়া চাল-ডালে রান্না, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা, পোকা লাগা চাল-ডাল রান্না করে শিশু ও গর্ভবতী মায়েদের খেতে দেওয়ার অভিযোগে বুধবার দুপুরে প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। এগরা ১ ব্লক প্রশাসনিক কার্যালয়ের সামনে এগরা-সোলপাট্টা রাস্তায় অবরোধ হয়। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তদন্তে যান বিডিও গৌতম সান্যাল, ব্লক শিশু উন্নয়ন প্রকল্প অধিকারিক নেপাল সিংহ। তাঁরা জানান, অনেকদিন পড়ে থাকার জন্য প্রায় এক বস্তা চাল ও ডাল নষ্ট হয়ে গিয়েছে। ওই কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে এর কারণ জানাতে বলা হয়েছে। |
|
কুদিতে গ্রামবাসীদের পথ অবরোধ |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছত্রি গ্রাম পঞ্চায়েত এলাকার কুদি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলে কুদি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় বাসিন্দা মনি বেরা, মিঠু দাসেরা জানান, কয়েকদিন ধরে ছেলে মেয়েরা বাড়ি এসে বলত কান্না করা খাবার স্বাদে-গন্ধে খুব খারাপ। কয়েকজনের পেটের গোলমালও হয়। আমাদের সন্দেহ হওয়ায় এ দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাই। গ্রামবাসীদের অভিযোগ, সেখানে গিয়ে তাঁরা দেখতে পান চাল ও ডালে পোকা লেগে গিয়েছে। সেই দেখে আপত্তি করা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী-সহায়করা ওই চাল-ডাল রান্না করে শিশু ও গর্ভবতী মায়েদের খেতে দেন। তখন স্থানীয় জয়শঙ্কর দাস, জগন্নাথ মান্না ও রণজিত্ দাসরা বিষয়টি বিডিওকে জানান। তাঁরা বলেন, “সকালে বিডিও সিডিপিওর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু দুপুর পর্যন্ত কেউই কোনও ব্যবস্থা নেওয়া দূরে থাক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও আসেননি। তাই বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করি।” ওই কেন্দ্রের সহায়িকারা অবশ্য জানান, নষ্ট চাল ফেলে দিলে নানা জবাবদিহি করতে হয়। তাই, চাল ডালের হিসাব মেলানোর জন্য বাধ্য হয়েই তারা রান্নায় ব্যবহার করেছেন। অতীতে চাল-ডালের গুণগত মান নিয়ে তারা সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানালেও কেউ গুরুত্ব দেননি। |
|
|
|
|
|