টুকরো খবর
স্থানীয় ক্রিকেটে আম্পায়ারিং বিতর্ক
আম্পায়ারিং নিয়ে ফের বিতর্ক বেঁধে গেল স্থানীয় ক্রিকেটে। বুধবার সিএবি-র দু’দিনের লিগে ভবানীপুর বনাম কুমোরটুলি ম্যাচ ছিল। সেখানে সকালে দুই আম্পায়ার রবিশঙ্কর চক্রবর্তী এবং অভিজিৎ ভট্টাচার্য গিয়ে দেখতে পান, পিচ ভেজা। অথচ গত রাতে কোনও বৃষ্টি হয়নি। ম্যাচটি যেহেতু ছিল ভবানীপুরের হোম ম্যাচ, তাই তাদের ওভারসংখ্যা কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়। ২৩ ওভার কাটা যায় ভবানীপুরের এবং সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। ভবানীপুর কোচ ও প্রাক্তন বাংলা পেসার আব্দুল মুনায়েমের সঙ্গে আম্পায়ারদের তর্কাতকি বেঁধে যায়। মুনায়েম যুক্তি, গত রাতের শিশির থেকেই পিচ ভিজেছে। তা হলে অহেতুক ভবানীপুরের ওভার কাটা হচ্ছে কেন? কিন্তু সেই আবেদনে কান দেওয়া হয়নি। দেড় ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। পরে মুনায়েম বলছিলেন, “যা হয়েছে সেটা অন্যায় ছাড়া কিছু নয়। পাশের মাঠেই মোহনবাগান ম্যাচ শুরু হয়েছে একই অবস্থায়। কিন্তু কারও পয়েন্ট কাটা হয়নি। ফার্স্ট ডিভিশনের আম্পায়াররা যে কী ভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন, বুঝতে পারছি না।” শেষ পর্যন্ত অবশ্য ভবানীপুর করে ২৭৫। ঋত্বিক চট্টোপাধ্যায় ১১৪ ন:আ:। অন্য ম্যাচে পুলিশ অ্যাথলেটিকের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি শ্যামবাজারের (৪২৪-৮) অলোক শর্মার (২০১ ন.আ.)।

সচিনের ৫৬, চাপে মুম্বই

রঞ্জি সেমিফাইনালে সচিন। ছবি: পিটিআই
পালাম ‘এ’ গ্রাউন্ডের কঠিন পিচে (একটা বল আচমকা লাফিয়ে তাঁর গ্লাভসে আছড়ে পড়েছে) রঞ্জি সেমিফাইনালে সচিন তেন্ডুলকর ৭৫ বলে আক্রমণাত্মক ৫৬ করলেও (১০X৪, ১X৬) সেটাকে বড় ইনিংসে পরিণত করতে পারেননি। বরং সার্ভিসেসের বাঁহাতি স্পিনার অভিষেক সিংহের প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকানোর পরের বলটার লাইনে না গিয়ে ফের বড় শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ আউট হন সচিন। প্রথম দিনে মুম্বইয়ের ১৯৮-৬ স্কোরে সর্বোচ্চ রান অভিষেক নায়ারের ৭০। অন্য সেমিফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে সৌরাষ্ট্র ২৭৪-৫। হরভজন সিংহ ১৫ ওভারে ৫৯ রান দিয়ে ১ উইকেট।

চ্যাম্পিয়ন কৌস্তভ
বাংলা, অসম, ত্রিপুরা মিলিয়ে মোট দুশো পনেরো জন দাবাড়ুর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন কৌস্তভ কুণ্ডু। সর্বভারতীয় ফিডে রেটিং দাবার দ্বিতীয় সংস্করণে। মোট দশ রাউন্ডে ৯ পয়েন্ট তুলে। পয়েন্ট সমান (৮) হলেও প্রোগেসিভ স্কোরে দ্বিতীয় আর তৃতীয় যথাক্রমে ঋতব্রত গঙ্গোপাধ্যায় ও সায়ন সেন। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে হওয়া এই টুর্নামেন্টে নজর কাড়েন সায়ন বণিক, দেবাঞ্জনা নাগও। সিটি চেস ফোরামের এই টুর্নামেন্টে মোট পুরস্কারমূল্য ছিল ১ লক্ষ টাকা।

ফাইনালে উত্তরবঙ্গ
ঝাড়খণ্ড এবং পণ্ডিচেরিকে ৩-০ গেমে উড়িয়ে জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় সাবজুনিয়রে দলগত বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে উত্তরবঙ্গের মেয়েরা। বুধবার থেকে গুজরাতে গাঁধীধামে ৭৪তম সাবজুনিয়র এবং ক্যাডেট জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। অন্য দিকে, ছত্তিসগড় এবং কর্ণাটককে ৩-০ গোমে উড়িয়ে ক্যাডেট জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় উত্তরবঙ্গের মেয়েরা দলগত বিভাগ প্রিকোয়ার্টার ফাইনালে উঠল। পণ্ডিচেরি এবং বিহারকে হারিয়ে ছেলেরাও ক্যাডেটে দলগত বিভাগে প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছে। খেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

অ্যাথলেটিকে সাফল্য
রাজ্য অ্যাথলেটিকে বীরভূমের মুখ উজ্জ্বল করল জেলার স্কুল পড়ুয়ারা। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস আয়োজিত রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জেলা স্কুল ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ৩৪ জন পড়ুয়া যোগ দিয়েছিল। তাদের মধ্যে বোলপুরের বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র নীলকুমার দলুই অনূর্ধ্ব ১৯ বিভাগে ৪০০ মিটার ও ৮০০ মিটার দৌড়ে সোনা ও ব্রোঞ্জ পেয়েছে। ওই স্কুলেরই সঞ্জিত হেমব্রম অনূর্ধ্ব ১৯ ট্রিপল জাম্পে সোনা পেয়েছে। লাভপুরের কুরুম্বা মুকুন্দলাল হাইস্কুলের সিরাজুল ইসলাম অনূর্ধ্ব ১৭ জাবলিং থ্রো-তে ব্রোঞ্জ, ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছে পাইকর হাইস্কুলের কামরুল হাসান। অনূর্ধ্ব ১৪ বিভাগে মাঠপলশা হাইস্কুলের হায়দর আলি শর্টপাটে ব্রোঞ্জ, অনূর্ধ্ব ১২ বিভাগে কুরুন্নাহার হাইস্কুলের বসন্ত বাগদি হাইজাম্পে রৌপ্য পদক পায়। এ ছাড়া, রিলে দৌড়ে রৌপ্য পদক পেয়েছে বোলপুর নীচুপট্টি নীরদবরণি হাইস্কুলের শেখ সাইফুদ্দিন, পাইকর হাইস্কুলের সফর শেখ, কুরুন্নাহার হাইস্কুলের আশিস সর্দার এবং বাঁধগোড়া কালীকৃষ্ণ হাইস্কুলের নীলকুমার দলুইরা। জেলা স্কুল ক্রীড়া সংস্থার সম্পাদক প্রলয় নায়েক বলেন, “ওই সব প্রতিযোগিরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগদানে সুযোগ পাবে। আশা করি সেখানেও তারা জেলার মুখ উজ্জ্বল করবে।”

দুই বোনের সাফল্য

ঊষা ও শৈব্যা।
রাজ্য স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় পুরুলিয়ার মুখ উজ্জ্বল করল দুই বোন। পুঞ্চা থানার নপাড়া হাইস্কুলের নবম শ্রেণির শৈব্যা মাহাতো ও অষ্টম শ্রেণির ঊষা মাহাতো ৬-৮ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত রাজ্য স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় চারটি পদক এনেছে। নপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সাম্যবিপ্লব মাহাতো জানান, শৈব্যা অনূর্ধ্ব ১৪ দলে ৪০০ মিটার দৌড়ে প্রথম ও ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় হয়। ঊষা অনূর্ধ্ব ১৩ বিভাগে ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান ও ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান পায়। ২৬ জানুয়ারি উত্তরপ্রদেশে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে শৈব্যা। সে ইতিপূর্বে পাইকার হয়ে জাতীয় স্তরের দৌড়েছে।

জাতীয় স্তরে চারকন্যা
লক্ষ্মীমণি রীনা সবিতা প্রতিমা
জাতীয় স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করল পুরুলিয়ার চার কন্যা। গত ১-৫ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় ঝালদার কুশি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রীনা মাহাতো, জারগো উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রতিমা মাহাতো, মাড়ু-মসিনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সবিতা মাহাতো ও সত্যভামা বিদ্যাপীঠের ছাত্রী লক্ষ্মীমণি তন্তুবায় বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করল। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক নূরউদ্দিন হালদার জানান, প্রথম দু’জন অষ্টম শ্রেণির ও অন্য দু’জন নবম শ্রেণির ছাত্রী। গত ডিসেম্বর মাসে জলপাইগুড়িতে রাজ্য স্তরের প্রতিযোগিতা দেখে ওদের বাছাই করা হয়।

দ্রাবিড়ের সঙ্গে একমত রামিজ
ধোনির টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা। এর আগে একই কথা বলেছিলেন রাহুল দ্রাবিড়ও। রামিজ এ দিন বলেছেন, “একে তো ওর নেতৃত্বে টি-টোয়েন্টিতে ভারত হেরেই চলেছে। আশা করব এই ফর্ম্যাট থেকে ধোনি সম্মানের সঙ্গে অধিনায়কত্ব ছেড়ে দাঁড়াবে। যাতে অন্য কোনও তরুণ অধিনায়ক দলটাকে তৈরি করার সময় ও সুযোগ পায়।”

সহবাগ নিয়ে আশাবাদী সৌরভ
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে বাদ পড়লেও বীরেন্দ্র সহবাগের একদিনের ক্রিকেট জীবন শেষ, মানছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, “একদিনের ম্যাচে সহবাগ অনেক ভাল ইনিংস খেলেছে। ওর ক্ষমতা অনেক। সহবাগকে অত সহজে মুছে দেবেন না। দেখা যাক, নির্বাচকেরা ওকে নিয়ে কী ভাবছেন। শেষ দু’ম্যাচের দল গড়া তো বাকি।”

বায়ার্নের কোচ গুয়ার্দিওলা
সব জল্পনার অবসান! বায়ার্ন মিউনিখের কোচ হতে চলেছেন পেপ গুয়ার্দিওলা। আগামী মরসুমে বর্তমান কোচ জুপ হেইঙ্কস-এর জায়গায় আসতে চলেছেন তিনি। তিন বছরের চুক্তিতে বায়ার্নের দায়িত্ব নিতে চলেছেন এক সময়কার বার্সেলোনার সবচেয়ে সফল কোচ গুয়ার্দিওলা। তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল ম্যান সিটি এবং চেলসিও।

ধোনির বাড়িতে টিম-পার্টি
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় এক দিনের ম্যাচ খেলার জন্য ভারতীয় দল বুধবার বিকেলে রাঁচিতে পৌঁছল। দলের বাকিদের সঙ্গে হোটেলে না গিয়ে ধোনি চলে যান হরমুতে নিজের বাড়িতে। পরে ভারতীয় ক্রিকেটাররা ধোনির বাড়িতে নৈশভোজের পার্টিতে যান।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.