টুকরো খবর |
টোলপ্লাজা খোলার দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টোলপ্লাজা খোলার দাবি জানালেন কর্মীরা। গত বছরের ৬ অক্টোবর থেকে নারায়ণগড় থানা এলাকার মকরামপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর টোলপ্লাজাটি বন্ধ রয়েছে। ফলে টোলপ্লাজার ১২৬ জন কর্মীও সঙ্কটে পড়েছেন। বুধবার বেলদাতে প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় টোলের কর্মীরা সুশৃঙ্খল ভাবে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। অনুষ্ঠান সেরে ফেরার পথে মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে তাঁদের দাবিপত্রটি নেন। কর্মী সংগঠনের সভাপতি বরুণ বসু বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের দাবিপত্রটি নিয়েছেন। দ্রুত টোলপ্লাজাটি চালুর ব্যাপারে পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন।” কর্মীরা জানিয়েছেন, যে সংস্থাটি আগে কাজ পেয়েছিল তাকে বাতিল করে দেওয়ার পর থেকেই টোলপ্লাজাটি বন্ধ হয়ে রয়েছে।
|
শেষ হল কৃষি মেলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শেষ হল মহকুমা স্তরের কৃষি মেলা। কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দফতরের সম্মিলিত উদ্যোগে মঙ্গলবার থেকে পশ্চিম মেদিনীপুরের চারটি মহকুমায় কৃষি মেলা শুরু হয়েছিল। তবে যাঁদের জন্য এই আয়োজন, মেলা চত্বরে সেই কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল, ঝাড়গ্রাম সর্বত্র একই ছবি চোখে পড়েছে। আলোচনা সভা এবং প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আসা কৃষকেরাই স্টলগুলো ঘুরে দেখেন। বুধবার শেষদিনেও মেলা চত্বরে কৃষকদের ভিড় তেমন ছিল না। দিনভর স্টলগুলোতে বসেছিলেন সংশ্লিষ্ট দফতরের কর্মীরা।
|
মাদক-সহ ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাদক দ্রব্য-সহ দু’জনকে গ্রেফতার করেছে বেলদা থানার পুলিশ। ধৃতদের বুধবার মেদিনীপুর আদালতে হাজির করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, এক সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দীপঙ্কর দে এবং স্বপন বিশুই নামে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার হয়। দীপঙ্করের বাড়ি বেলদা থানার স্বরূপানন্দ এলাকায়। স্বপনের বাড়ি কেশিয়াড়ির ফান্দাড় গ্রামে। সোমবার রাতে এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান, ধৃতদের সঙ্গে গাঁজা পাচার চক্রের যোগ আছে।
|
শুরু মাদ্রাসা ক্রীড়া |
আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা মাদ্রাসা স্পোটর্স অ্যান্ড গেমস্। সব মিলিয়ে প্রায় এক হাজার ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় যোগ দেবে। বৃহস্পতি-শুক্র দু’দিন ধরে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে খেলা চলবে। গেমস্-এর যুগ্ম সম্পাদক মির্জা আজিবুর রহমান জানান, প্রতিযোগিতার এ বার পঞ্চম বর্ষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসবে। প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে করতে সব প্রস্তুতিই সারা হয়েছে। |
|