বাঘের হানায় মৃত ১, আক্রান্ত বনকর্মী-পুলিশ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
হানাদার রয়্যাল বেঙ্গলকে ঘুম পাড়াতে গিয়ে বাঘ ও উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হলেন পশুচিকিৎসকরাই। বাঘের আক্রমণে প্রাণ হারালেন এক মাহুত। উত্তেজিত জনতার হাতে ভাঙল পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে, ওরাং-এ। ডিএফও সুশীল দায়লা জানান, আজ ভোরে রাজীব গাঁধী জাতীয় উদ্যান সংলগ্ন রাঙাঘর এলাকার রহমানপুর গ্রামে ওমর আলি ও মইনুল আলম নমাজ পড়ে ফিরছিলেন। তখনই একটি রয়্যাল বেঙ্গল তাঁদের আক্রমণ করে। বাঘের হানায় ক্ষতবিক্ষত দুই ব্যক্তিকে মঙ্গলদৈ হাসপাতালে ভর্তি করা হয়। বাঘটিকে ঘুম পাড়াতে গুয়াহাটি থেকে ওরাং যান পশু চিকিৎসক এম এল স্মিথ ও অঞ্জন তালুকদার। স্মিথ জানান, বাঘ হানার খবর পেয়ে বহু মানুষ জড়ো হয়ে যান। যে এলাকায় বাঘটিকে দেখা গিয়েছিল সেখানে হাতি নিয়ে তল্লাশি চালানো হয়। বাঘটির দেখা মিললেও জনতার চীৎকারে একাধিকবার ঘুম পাড়ানি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরেই বনদফতরের মাহুত ওহেদ আলি (৪০)-র উপরে বাঘটি ঝাঁপিয়ে পড়ে। বনরক্ষীরা শূন্যে গুলি চালান। বাঘ পালালেও বাঘের থাবায় ঘটনাস্থলেই মারা যান ওহেদ। চোখের সামনে মাহুতকে বাঘের থাবায় মরতে দেখে জনরোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্মিথ জানান, পুলিশ, চিকিৎসক, বনকর্মীদের উপরে চড়াও হয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও বনরক্ষীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। কোনও মতে গাড়ি করে পালান পশুচিকিৎসকরা। জনতা পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করে। পরে বিরাট পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
রাজ-পাখির সম্মান চড়াইয়ের
নিজস্ব সংবাদদাতা • পটনা |
চড়াই পাখিকে রাজ্যের ‘পাখি’ হিসেবে ঘোষণা করল বিহার সরকার। এই প্রজাতির পাখিকে সংরক্ষণের জন্যই চড়াইয়ের এই তক্মা বলে বন ও পরিবেশ দফতর থেকে জানানো হয়েছে। সম্প্রতি বন্য প্রাণী কাউন্সিলের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন চড়াইকে ‘রাজ পাখি’-র তক্মা দেওয়া হল? এই পাখি জঙ্গলে থাকে না। মানুষের সঙ্গেই এদের বাস। এরা ঘুরে বেড়ায় ঘরের ঘুলঘুলি বা বাড়ির বারান্দায়। কিন্তু ক্রমেই এই পাখি হারিয়ে যাচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছে, দূষণ, মোবাইল টাওয়ার এবং খাদ্য শস্যে কীটনাশক ব্যবহারের ফলে এই পাখির অস্তিত্ব ক্রমেই লোপ পাচ্ছে। বন ও পরিবেশ দফতরের প্রধান সচিব দীপক কুমার সিংহ বলেন, “এই পাখি শুধু নয়, সাধারণ মানুষের জীবনের সঙ্গে যে সব পশুপাখি দিনরাত ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে তাদের রক্ষা করার বিষয়ে মানুষকে সজাগ করাই এর লক্ষ্য।’’ চড়াই কার্যত সমস্ত গার্হস্থ্য পশুপাখির প্রতীক।
|
অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
সিপিএম পরিচালিত পঞ্চায়েতের লাগানো দু’টি শিরীষ গাছ অবৈধ ভাবে কেটে ফেলার অভিযোগ উঠল গোঘাট-২ ব্লকের কামারপুকুর পঞ্চায়েতের এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শ্রীপুরের একটি ইটভাটার কাছে এক মহিলার বাড়ির উঠোনের কাছে ওই গাছ দু’টি লাগিয়েছিল পঞ্চায়েত। নিষেধ করা সত্ত্বেও সম্প্রতি তৃণমূল কর্মী রফিকুল আলি ওই গাছ দু’টি লোক লাগিয়ে কেটে ফেলেন বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধান সিপিএমের দীপ্তি চক্রবর্তী বলেন, “গাছ কাটার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের মাধ্যমে গাছ কাটতে নিষেধ করেছিলাম। কিন্তু তার পরেও গাছ কাটা হয়েছে।” রফিকুল আলি বলেন, “গাছগুলির জন্য শান্তিদেবীর বসবাসে সমস্যা হচ্ছিল বলে কাটিয়েছি। এতে অপরাধের কী আছে?” গোঘাটের তৃণমূল নেতা তপন মণ্ডল বলেন, “কেউ যদি বেআইনি কাজ করেন, তা হলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নিক। তিনি যে দলেরই হোন না কেন প্রশ্রয় পাওয়া উচিত নয়।” শান্তিদেবী অবশ্য স্বীকার করেছেন, পঞ্চায়েত বাধা দেওয়ায় তিনি রফিকুলের সঙ্গে যোগাযোগ করেন। শান্তিদেবী বলেন, “গাছগুলি অনেক পুরনো। পঞ্চায়েত লাগিয়েছিল কি না, মনে নেই। গাছগুলির জন্য বসবাসে অসুবিধা হচ্ছিল।” বিডিও শিবপ্রিয় দাশগুপ্ত জানিয়েছেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
|
অলিভ রিডলি কচ্ছপ সংরক্ষণের বিষয়ে উদ্যোগের কোনও অভাব নেই। তবু আটকানো যাচ্ছে না বিপন্ন প্রায় ওই কচ্ছপগুলির মৃত্যু। প্রায় প্রতিদিনই ওড়িশার ঋষিকুল্যা নদীর গঞ্জাম উপকূলে পাওয়া যাচ্ছে অলিভ রিডলি কচ্ছপের মৃতদেহ। গত এক মাসে শুধু গঞ্জাম উপকূলেই উদ্ধার হয়েছে ১৫০টি অলিভ রিডলির মৃতদেহ। |