টুকরো খবর
প্রোমোটার ধৃত
বাঙুরে প্রতারণার অভিযোগে এক প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত প্রোমোটারের নাম শঙ্কর সাহা। গ্রেফতার হয়েছেন তাঁর দুই সঙ্গীও। অভিযোগ, শঙ্কর পাঁচটি ফ্ল্যাট দেওয়ার চুক্তিতে রবীন্দ্র অগ্রবাল নামে কেষ্টপুরের এক বাসিন্দার কাছ থেকে জমি কেনেন। কিন্তু অগ্রবালকে ফ্ল্যাট না-দিয়ে তিনি তা অন্যদের কাছে বিক্রি করে দেন বলে অভিযোগ।

ট্রেন থেকে অস্ত্র উদ্ধার

মুঙ্গের থেকে কলকাতা এবং শহরতলিতে যে অস্ত্র-পাচার অব্যাহত, ফের তার প্রমাণ মিলল। বুধবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল মুঙ্গেরে তৈরি ১৭টি রিভলভার। পূর্ব রেল সূত্রে খবর, ১০ নম্বর প্ল্যাটফর্মে জামালপুর এক্সপ্রেস আসার পরে আরপিএফ-এর তল্লাশির সময়ে জ্যাকেটের উপরে চাদর জড়ানো, হাতে ব্যাগ ঝোলানো এক ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হয়। ব্যাগ দেখাতে বললে ওই ব্যক্তি তা ফেলে রেখেই পালান। ব্যাগে ‘মুঙ্গের’ লেখা একটি বাক্সে অস্ত্র মেলে। আরপিএফ জানায়, সিসিটিভি-র ফুটেজ দেখে ওই ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে।

প্রৌঢ়ের অপমৃত্যু
ভারী কিছু পড়ার আওয়াজ শুনে বুধবার দুপুরে চলে এসেছিলেন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে প্রহরারত পুলিশকর্মীরা। একতলা ও দোতলার মাঝের ছাদের সামনে এসে তাঁরা দেখেন, সেখানে পড়ে মধ্যবয়স্ক এক ব্যক্তি। পিজি-তে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম কিশোর সাহা (৫৪)। নিউ সেক্রেটারিয়েটে ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে কর্মরত ছিলেন তিনি। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।

ভাঙা হল বাড়ি
উল্টোডাঙার উজির চৌধুরী লেনে গণশৌচালয়ের উপরে গড়ে ওঠা বাড়িটি ভেঙে দিল পুর প্রশাসন। বুধবার, পুলিশকে সঙ্গে নিয়ে বিল্ডিং দফতরের কর্মীরা বাড়িটি ভাঙতে যান। পুর সূত্রে খবর, ওই বাড়িটি বেআইনি ভাবে গড়ে তোলা হচ্ছিল।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.