সংস্কৃতি যেখানে যেমন...

কয়েদিদের নাটক
বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের কয়েদিরা মঞ্চস্থ করলেন রবীন্দ্রনথের গল্প অবলম্বনে নাটক তোতাকাহিনি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ জন কয়েদি ওই নাটকে অংশ নেন। ‘বহরমপুর রেপার্টরি থিয়েটার’ প্রযোজিত ওই নাটকের পরিচালক প্রদীপ ভট্টাচার্য। সংস্থার ২৭ বছর পূর্তি উপলক্ষে ১ জানুয়ারি বহরমপুর রবীন্দ্রসদনে নাটকটি মঞ্চস্থ হয়। অবসরপ্রাপ্ত আইজি (কারা) বংশীধর শর্মা ওই দিন রবীন্দ্রসদন মঞ্চে বাল্মিকী প্রতিভা থেকে গান গেয়ে শোনান। কিছু দিন আগে তারা মঞ্চস্থ করে ‘তাসের দেশ’। প্রদীপবাবু বলেন, “সংশোধনাগারের কয়েদিদের লতুন প্রযোজনা ‘রক্ত করবী’র মহড়া চলছে।”

নবদ্বীপ বইমেলা
নবদ্বীপ পুরসভার উদ্যোগে ও শ্রীচৈতন্য বইমেলা সমিতির আয়োজনে দ্বাদশ বর্ষ বইমেলা শুরু হল মঙ্গলবার। নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ময়দানে ওই বইমেলা শুরু হয়। উদ্বোধনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। তাতে অংশ নেন রাজ্যের দুই মন্ত্রীও। অনুষ্ঠানে ছিলেন সাহিত্যিক অতীন বন্দ্যোপোধ্যায়, শিশু সাহিত্যিক কার্তিক ঘোষ, স্থানীয় পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা-সহ সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট জনেরা।

পত্রিকা প্রকাশ
বহরমপুর থেকে প্রকাশিত হল আবৃত্তি ও শ্রুতিনাটক বিষয় ত্রৈমাসিক পত্রিকার পঞ্চদশ বর্ষ সংখ্যা ‘অমৃতকুম্ভ’। সৌমেন চট্টোপাধ্যায় সম্পাদিত ওই সংখ্যাটিতে কবিতা, ছড়া, শ্রুতিনাটক ছাড়াও রয়েছে ৭টি প্রবন্ধ। নবগ্রামের পাঁচগ্রাম থেকে প্রকাশিত হল রাজেশ চট্টোপাধ্যায় সম্পাদিত ‘নবপল্লব’ পত্রিকার জানুয়ারি সংখ্যা।

মোহিত স্মরণে
জঙ্গিপুর থেকে প্রকাশিত হল রিণা কংসবণিক সম্পাদিত ‘ঋতবীণা’ পত্রিকার নবম বর্ষের প্রথম সংখ্যা। প্রয়াত নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় স্মরণে উৎসর্গকৃত। অধিকাংশ লেখাই মোহিতবাবুকে নিয়ে। প্রায় দেড়শো পাতার ওই সংখ্যাটির প্রচ্ছদ শিল্পী কবি সমীরণ ঘোষ।

কৃষ্ণনগর রবীন্দ্রভবনে নাট্যমেলা। নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.