রাজ্য সরকার শুধু জলসা করছে, কটাক্ষ প্রদীপের
নিজস্ব প্রতিবেদন |
কৃষ্ণনগরে শঙ্কর সিংহ এবং প্রদীপ ভট্টাচার্য। —নিজস্ব চিত্র। |
অল ইন্ডিয়া রেলওয়ে হকার্স অ্যাসোশিয়েসনের কৃষ্ণনগর শাখার ১৫ তম বার্ষিক সম্মেলনে এসে রাজ্য সরকারকে ‘জলসার সরকার’ বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রবিবার কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন একটি ঘেরা মাঠে ওই অনুষ্ঠানের মঞ্চে প্রদীপবাবু বলেন, “এই সরকার এখন জলসার সরকারে পরিণত হয়েছে। কাজের কাজ কিছুই হচ্ছে না’’ তিনি বলেন, “কেন্দ্র খুব শীঘ্র একটি বিল নিয়ে আসছে। সেই বিল পাশ হয়ে গেলে হকারদের আইনি স্বীকৃতি দেওয়া হবে। এই রাজ্যে শ্রমিকের সংখ্যা বাড়ছে অথচ রাজ্যের শ্রম দফতর তাদের জন্য কিছুই করছে না।” এদিন রানাঘাটের কুপার্স ক্যাম্পে একটি ম্যারেজ হলের উদ্বোধন করে প্রদীপবাবু বলেন, “উন্নয়ন নিয়ে কংগ্রেস কোনদিন রাজনীতি করেনি। কুপার্সকে আধুনিক শহর করে তুলতে হবে রাজ্য সরকারকে এগিয়ে না এলে কেন্দ্র সরকারের দ্বারস্থ হতে হবে।” |
অনলাইনে ফর্ম পূরণে বিভ্রাট |
এ বারেই প্রথম অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা চালু করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু রবিবার বোর্ডের ওয়েবসাইট খুলে ফর্ম পূরণে করতে গিয়ে হতাশ হন ছাত্রছাত্রীরা। অভিযোগ, ওয়েবসাইটে ফর্ম পূরণের জন্য যে-‘লিঙ্ক’ দেওয়া রয়েছে, সেটি খুলছে না। বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত বলেন, “এটি বোর্ডের সাইটের সমস্যা নয়। ফর্ম পূরণের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটটির রক্ষণাবেক্ষণ চলছে। তাই ‘লিঙ্ক’ খুলছে না। সোমবার সকাল ৬টার পরে ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।” |