|
|
|
|
বারাসত নিয়ে সরব মহিলা কমিশন |
নিগ্রহের নালিশ না-তুললে
অফিস বন্ধের হুমকি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
|
রাস্তায় এক মহিলার শ্লীলতাহানির প্রতিবাদে রুখে দাঁড়ানোয় শনিবার দুপুরে বারাসতের বামনগাছিতে তাঁর সহকর্মীদের বাঁশপেটা করা হয়েছিল। আর রাতেই অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় তাঁদের। বলা হয়, অভিযোগ না-তুললে তাঁদের অফিসই তুলে দেওয়া হবে। এই হুমকিতে ওই কর্মীরা উদ্বিগ্ন। বারাসতে পরপর অপরাধের ঘটনায় রাজ্য মহিলা কমিশনও উদ্বেগ প্রকাশ করেছে। কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় বলেন, “বারাসতে পরপর এই ধরনের ঘটনা ঘটছে কেন, পুলিশের কাছে জানতে চাওয়া হবে।
কয়েক জন মদ্যপ যুবক শনিবার দুপুরে বামনগাছির মাঝেরপাড়ায় এক মহিলাকে কটূক্তি করে। তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। তিনি ওই এলাকায় একটি বেসরকারি টেলিকম সংস্থায় কাজ করেন। মহিলা অফিসে গিয়ে বিষয়টি সহকর্মীদের জানালে তাঁরা প্রতিবাদ করতে রাস্তায় নামেন। ওই যুবকেরা তাঁদের উপরে চড়াও হয়। মারধরে আহত হয়ে মহিলার এক সহকর্মী বারাসত হাসপাতালে ভর্তি হন। অল্পবিস্তর আহত হন দুই মহিলাও। পুলিশে অভিযোগ জানালে মূল অভিযুক্ত সোমনাথ হালদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
ওই মহিলা এবং তাঁর সহকর্মীরা জানান, এক দল স্থানীয় লোক শনিবার রাতেই অভিযোগ তুলে নিতে বলে হুমকি দেয়। স্থানীয় সূত্রের খবর, যারা হুমকি দিয়েছে, তাদের মধ্যে শাসক দল তৃণমূলের নেতারাও ছিল। তবে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
কী হয়েছিল শনিবার রাতে? স্বরূপ ভৌমিক নামে ওই টেলিকম সংস্থার এক কর্মী জানান, শনিবার দুপুরের হামলায় তাঁদের সহকর্মী সৌরভ কর গুরুতর আহত হন। বারাসত হাসপাতাল থেকে সৌরভকে দেখে ফেরার পথেই এক দল স্থানীয় লোক তাঁদের হুমকি দেন। স্বরূপবাবু বলেন, “অভিযোগ না-তুললে অফিস বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।” তবে এ বিষয়ে এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
হুমকি দেওয়ার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের তরফে পরোক্ষে স্বীকার করে নেওয়া হয়েছে। হুমকির পক্ষে ‘যুক্তি’ দেখাতে গিয়ে এলাকার কিছু লোকের দাবি, ওই অফিসের আড়ালে নানা অসামাজিক কাজ চালানো হয়। এ বিষয়ে থানায় স্মারকলিপি দেওয়ার কথাও জানান তাঁরা। অফিসে অসামাজিক কাজের কথা জানা সত্ত্বেও এত দিন পুলিশে অভিযোগ করা হয়নি কেন? এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ওই বাসিন্দারা।
অন্য এক দল স্থানীয় বাসিন্দা জানান, হুমকি দেওয়ার সময় কয়েক জন তৃণমূল নেতাও হাজির ছিলেন। ঘটনায় তাঁদের মদত রয়েছে বলেও অভিযোগ। যদিও বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা তরুণ চক্রবর্তীর দাবি, এই ঘটনায় তাঁদের দলের কেউ জড়িত নয়। তিনি বলেন, “একটা খারাপ ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে। ওই ঘটনা বা অভিযুক্তদের সঙ্গে আমাদের দলের কোনও যোগ নেই।”
কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগে ধৃত সোমনাথ কে? পুলিশি সূত্রের খবর, সোমনাথ ওই এলাকায় মদ্যপ ও বখাটে হিসেবে পরিচিত। বাড়িভাড়াই তার মূল জীবিকা। সে মহিলাদের উদ্দেশে অশ্লীল মন্তব্য করত এবং কুপ্রস্তাব দিত বলে অভিযোগ। শনিবার ওই মহিলা প্রতিবাদ করাতেই বিষয়টি সামনে আসে। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার সুগত সেন জানান, তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমনাথ ধরা পড়লেও অন্য দু’জন পলাতক। তাদের খোঁজ চলছে। এ দিন সোমনাথকে বারাসত আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে জামিন দেন।
টেলিকম সংস্থার আহত কর্মী সৌরভবাবুকেও রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান অভিযোগকারীরা। এ দিন অফিস ছুটি থাকলেও সংস্থার কর্তৃপক্ষ শনিবারের বিষয়টি নিয়ে সন্ধ্যায় কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন।
বামনগাছির ওই ঘটনার পাশাপাশি শনিবার রাতে বারাসতের দক্ষিণ ভাটরায় দুই পরিবারের মধ্যে গোলমালে দু’জন আহত হন। তার পরে একটি পরিবারের এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। পাল্টা মারধরের অভিযোগ দায়ের করে অন্য পক্ষও। পুলিশ দু’পক্ষের দু’জনকে গ্রেফতার করেছে। |
|
|
|
|
|